Ajker Patrika

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার মেঘ কেটে গেল

আপডেট : ২৪ জুলাই ২০২১, ১৪: ৫৭
অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে শঙ্কার মেঘ কেটে গেল

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়ে কম নাটক হচ্ছে না! সবকিছু যখন একেবারেই চূড়ান্ত, তখন আবারও বাধা হয়ে দাঁড়িয়েছিল করোনা। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। সেখানে দ্বিতীয় ওয়ানডের আগে ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মী করোনা পজিটিভ হওয়ায় স্থগিত হয়ে যায় ম্যাচটি। এতে পুরো সিরিজ হওয়া নিয়ে অনিশ্চয়তা তো বটেই, সংশয় সৃষ্টি হয়েছিল অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়েও।

তবে স্বস্তির খবর হচ্ছে, অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ দলের খেলোয়াড়-কোচিং স্টাফ মিলিয়ে মোট ১৫২ জনের করোনা পরীক্ষায় আর কেউ পজিটিভ হননি। এএফপি নিশ্চিত করেছে বিষয়টি। দ্বিতীয় ওয়ানডেটি যেখানে স্থগিত হয়েছিল, সেখান থেকে আজ শুরু হবে ম্যাচটি।

গত পরশু দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যালেক্স কেরি। কিন্তু এর কিছুক্ষণ পরেই খবর আসে, ওয়েস্ট ইন্ডিজ দলের সংশ্লিষ্ট এক কর্মীর করোনা পজিটিভ এসেছে। এরপর ম্যাচটি স্থগিত হয়ে যায়। দুই দলকে তাৎক্ষণিকভাবে মাঠ থেকে হোটেলে পাঠিয়ে আইসোলেশেনে রাখা হয়।

করোনা আক্রান্তের ঘটনাটি ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার সিরিজের মধ্যে হলেও এ নিয়ে চিন্তা ছিল বাংলাদেশেরও। কেননা সরাসরি ওয়েস্ট ইন্ডিজ থেকেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া দল। করোনা আক্রান্তের খবরের পর অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম অ্যারন ফিঞ্চদের বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা বাড়িয়ে কাল জানিয়েছিল, ক্রিকেটারদের আবার করোনা পরীক্ষা হবে। পরীক্ষার ফলের ওপর নির্ভর করছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ স্থগিত হবে নাকি ঠিকঠাক হয়ে যাবে। দুই দলের সবাই নেগেটিভ হলে সিরিজ চলবে। যদি উইন্ডিজ দলের কেউ পজিটিভ হন আর অস্ট্রেলিয়া দলের সবাই নেগেটিভ হন, তবু তাঁদের বাংলাদেশ সফর হতে পারে। সে ক্ষেত্রে ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজটাই শুধু স্থগিত হতে পারে।

তবে এখন সবার নেগেটিভ আসায় একদিকে যেমন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি ঠিকঠাকভাবে হবে, তেমনি যেন শঙ্কার মেঘ কেটে গেল অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর নিয়েও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত