Ajker Patrika

শ্রীলঙ্কাকে ধবলধোলাই করা হলো না বাংলাদেশের 

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ২৮ মে ২০২১, ২০: ৫৬
শ্রীলঙ্কাকে ধবলধোলাই করা হলো না বাংলাদেশের 

 
শ্রীলঙ্কাকে ধবলধোলাই করা হলো না বাংলাদেশের। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে গেলেন মাহমুদউল্লাহ (৫৩) । সতীর্থদের যাওয়া আসার মিছিলে উইকেট আঁকড়ে ধরেও শেষ রক্ষা হলো না। ফার্নান্দোর বলে স্কুপ করতে গিয়ে  উইকেটের পেছনে ক্যাচ দেন। ৪৫ বল বাকি থাকতে  ১৮৯ রানে থামল বাংলাদেশ। তামিমের দলের হার ৯৭ রানে। শেষ ম্যাচে হারলেও ২-১ এ সিরিজ বাংলাদেশের। 

পরাজয়ের প্রহর গুনছে বাংলাদেশ 

দুই ওভারের ব্যবধানে তিন উইকেট নেই  বাংলাদেশের। ৩৭ তম ওভারে হাসারাঙ্গার বলে চামিরার হাতে ক্যাচ দিয়ে  ফিরেছেন আফিফ। পরের ওভারে চামিরা নিজেই  বোলিংয়ে এসে ফিরিয়েছেন মেহেদি হাসান মিরাজ ও তাসকিন আহমেদকে।  ওয়ানডেতে প্রথমবারের মতো পাঁচ উইকেট নিলেন এই লঙ্কান পেসার ।  ৩৮ ওভার শেষে বাংলাদেশের রান ৮ উইকেটে  ১৬২। 

ম্যাচের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতে 
৩৬ ওভার শেষে ম্যাচের নিয়ন্ত্রণ শ্রীলঙ্কার হাতে। ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যাচ্ছে বাংলাদেশ। শেষ ১৫ ওভারে জিততে হলে ওভার প্রতি দরকার  ১০ এর কাছাকাছি রান। ৪১ বলে ৩২ রান করা মাহমুদউল্লার সঙ্গে আছে আফিফ হোসেন। ১২ বলে আফিফ করেছেন ১৪। ৩৬ ওভার শেষে বাংলাদেশের রান  ৫ উইকেটে ১৫৩।

ফিফটি করেই আউট সৈকত
চাপের মুখে ভালোই এগোচ্ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। মুশফিকের সঙ্গে চতুর্থ উইকেটে ৫৬ রান যোগ করার পর তুলে নিয়েছিলেন নিজের ফিফটিও। ব্যক্তিগত ৫১ রানে রমেশ মেন্ডিসকে রিভার্স সুইপ করতে গিয়ে শর্ট থার্ড ম্যানে বিনুরা ফার্নান্দোর তালুবন্দী হন সৈকত। উইকেটে এসেছেন আফিফ হোসেন।  মাহমুদউল্লাহ অপরাজিত আছেন ১৯ রানে। ৩২ ওভারে ৫ উইকেটে ১২৬ রান করেছে বাংলাদেশ।

ফিরে গেলেন মুশফিকও 
উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারলেন না মুশফিক। ৫৪ বলে ২৮ করে রমেশ মেন্ডিসের বলে লং অনে ডি সিলভার হাতে ধরা পরেছেন। জুটি ভাঙার আগে চতুর্থ উইকেটে মোসাদ্দেককে নিয়ে তুলেছেন ৫৬ রান।  উইকেটে এসেছেন  নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ রিয়াদ। ২৫ ওভার শেষে বাংলাদেশের রান ৪ উইকেটে ৯০। 

দায়িত্বটা আজও মুশফিকের কাঁধে 
ওয়ানডেতে দেশের পক্ষে ২০১৮ সাল থেকে সবচেয়ে বেশি ধারাবাহিক মুশফিক। 'মিস্টার ডিপেন্ডেবলের' ব্যাট থেকে শেষ ৪৭ ইনিংসে রান এসেছে ১৯৩৩ রান, যেখানে গড় ৫৩.৪৩ । মুশফিকের পর তালিকার দুইয়ে আছেন তামিম। শেষ ৪১ ইনিংসে ওয়ানডে অধিনায়ক করেছেন ১৭৫১ রান। রান মুশফিকের চেয়ে কম হলেও সেঞ্চুরিতে এগিয়ে তামিম। মুশফিকের তিন সেঞ্চুরির বিপরীতে তামিম এই সময়ে ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন চারটি। আজকের ম্যাচে অবশ্য তামিমকে  ছুঁয়ে ফেলার সুযোগ আছে মুশফিকের । উইকেটে থিতুও হয়েছেন । ৪২ বলে ৪১ রান করা মুশফিককে দারুণ সঙ্গ দিচ্ছেন মোসাদ্দেক(২৪) । ২০ ওভার শেষে বাংলাদেশের রান ৭০/৩।   

মুশফিকের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা 
উইকেটে আসা নতুন ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনকে নিয়ে ম্যাচে ফেরার চেষ্টা চালিয়ে যাচ্ছেন 
মুশফিকুর রহিম। আগের দুই ম্যাচের একটিতে ফিফটি আর একটিতে সেঞ্চুরি পাওয়া মুশফিক অবশ্য ছন্দে আছেন। তবে আজকের চ্যালেঞ্জটা একটু আলাদা। দলীয় রান ৫০ পেরোনের আগেই উপরের তিন ব্যাটসম্যানকে হারিয়েছে বাংলাদেশ। ১৫ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ৪৯। 

চাপে বাংলাদেশ 
নাঈম ও সাকিবের পর ড্রেসিংরুমে ফিরে গেলেন তামিমও। চামিরার বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন  ওয়ানডে অধিনায়ক। রিভিউ নিয়েও রক্ষা পাননি দেশসেরা ওপেনার। থার্ড আম্পায়ারের সিদ্ধান্তে  মেজাজ হারিয়ে মাঠ ছাড়ার আগে করেন ২৯ বলে ১৭ রান। আগের ওভারেই ফার্নান্দোকে মিড উইকেট দিয়ে চার মেরে দারুণ কিছুর আভাস দিচ্ছিলেন তামিম। ১০ ওভার শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ২৯। তিনটি উইকেটই নিয়েছেন চামিরা।

সাকিবকেও হারাল বাংলাদেশ
বোলিংয়ে পারলেও ব্যাটিংয়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতেই পারছেন না সাকিব আল হাসান। আজ ফিরেছেন ৪ রান করে। চামিরার শর্ট বলে পুল করলে শর্ট মিড উইকেটে তা দক্ষতার সঙ্গে তালুবন্দী করেন রমেশ মেন্ডিস। টানা দুই ম্যাচে এক অঙ্কের ঘরে আউট হলেন সাকিব। দ্বিতীয় ওয়ানডেতে ফিরেছিলেন কোনো রান না করেই। ৬ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৩ রান।

শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ
বারবার ব্যর্থ হওয়া লিটন দাসের বদলে সু্যোগ পেয়েছিলেন নাঈম শেখ। কিন্তু তা আর কাজে লাগাতে পারলেন কই। দ্বিতীয় ওভারের প্রথম বলেই দুষ্মন্থ চামিরাকে ড্রাইভ করতে গিয়ে কুশল মেন্ডিসের তালুবন্দী হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন নাঈম (১)। ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৩ রান।

শ্রীলঙ্কা: ২৮৬/৬ (কুশল পেরেরা ১২০, ধনঞ্জয় ডি সিলভা ৫৫*; তাসকিন ৪/৪৬, শরিফুল ১/৫৬)।


শেষ ওয়ানডে শুরুর আগে শ্রীলঙ্কার প্রোটিয়া কোচ মিকি আর্থার বলেছিলেন, ‘সম্মান নিয়েই ঘরে ফিরতে চাই।’ সেই সম্মান রক্ষার লড়াইয়ে ভালো স্কোর পেয়েছে শ্রীলঙ্কা। কুশল পেরেরার সেঞ্চুরিতে সিরিজের শেষ ওয়ানডেতে আজ মিরপুরে বাংলাদেশকে ২৮৭ রানের লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা।

আজ টস জিতেই ব্যাটিং নিতে ভুল করেননি লঙ্কান অধিনায়ক কুশল পেরেরা। সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতেই কিনা গুনাতিলকাকে সঙ্গে নিয়ে কুশল পেরেরা শুরুতেই ঝড় তোলেন। প্রথম ১০ ওভারেই স্কোরবোর্ডে তুলে ফেলেন ৭৭। মাঝে তাসিকনের তোপে রানের গতি কমলেও ৩০০ রান সহজ মনে হচ্ছিল। শেষ পাওয়ার প্লে শুরুর মাত্র ৪ বল আগে কুশল পেরেরা ১২০ রানে বিদায় নিতেই থেমে যায় রানের চাকা। শেষ দিকে ধনঞ্জয়া ডি সিলভা ঝড় তোলার চেষ্টা করলেও তা ৩০০ রান পেরোতে যথেষ্ট ছিল না। নির্ধারিত ৫০ ওভারে শ্রীলঙ্কার লক্ষ্য ৬ উইকেটে ২৮৬ রান। লাল বলে নিজেকে ফিরে ফেলেও সাদা বলে লড়ছিলেন তাসকিন আহমেদ।

অলরাউন্ডার সাইফউদ্দিনের চোটে একাদশে সুযোগ পেয়ে সেটি কি দারুণভাবেই না কাজে লাগালেন! ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলক তো পেরোলেনই, আজ বাংলাদেশের সফলতম বোলারও ছিলেন এই পেসার। ৪৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। যেখানে সাকিব, মোস্তাফিজ আর মিরাজ ১৮০ বল করেও উইকেটের দেখা পাননি, সেখানে তাসকিন ৫৪ বলেই ফিরিয়েছেন গুনাতিলকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস আর হাসারাঙ্গাকে। ১০ ওভারের কোটা পূরণ করতে না পেরে হয়তো আফসোসে হতে পারে তাসকিনের। ওভারটা করতে পারলে হয়তো ৫ উইকেট পাওয়াও হয়ে যেত। প্রথম দুই ওয়ানডে জিতলেও বড় রান করতে না পারার আফসোস ছিল মুশফিক–মাহমুদউল্লাহর। আজ ৩০০ ছুঁই ছুঁই লক্ষ্য পেরোতে সেই আফসোস দূর করার সুযোগ তাঁদের সামনে।

শুধু তাই নয়, ওয়ানডেতে এর আগে প্রতিপক্ষকে ১৪বার ধবলধোলাই (বাংলাওয়াশ) করেছে বাংলাদেশ। যেখানে সর্বশেষ বাংলাওয়াশ হয়েছিল জানুয়ারি-ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফর করা ওয়েস্ট ইন্ডিজ।  শ্রীলঙ্কাকে ওয়ানডেতে প্রথমবার বাংলাওয়াশ করতে দরকার ২৮৭ রান।

রিভিউ নষ্ট বাংলাদেশের
রিভিউর সঠিক ব্যবহার এখনো রপ্ত করতে পারেনি বাংলাদেশ। ঠিকমতো রিভিউ না নেওয়া, রিভিউ নষ্ট করা বাংলাদেশের অভ্যাসে পরিণত হয়েছে। ৪৬.৩ ওভারে তাসকিনের বলে ধনঞ্জয় ডি সিলভার এলবিডব্লুর আবেদন আম্পায়ার নাকচ করলে সঙ্গে সঙ্গে রিভিউ করেন তামিম। পরে দেখা গেছে,বল লেগ স্টাম্পের অনেক বাইরে ছিল। তাই রিভিউ নষ্ট হলো বাংলাদেশের।

চোট পেলেন মোস্তাফিজ
ক্যাচ ধরতে গিয়েই বিপদে পড়লেন মোস্তাফিজ। ৪৫.১ ওভারে ধনঞ্জয় ডি সিলভার ফিরতি ক্যাচ নিতে কব্জিতে চোট পেলেন এ বাঁহাতি পেসার। যদিও ক্যাচটি তিনি ঠিকমত ধরতে পারেননি। আর চোটও অত মারাত্মক নয়। ঠিক পরের বল থেকেই বোলিং করছেন ফিজ।

ফিরেছেন ডিকভেলাও
একাদশে সু্যোগ পেয়েও কাজে লাগাতে পারেননি নিরোশান ডিকভেলা। সাকিবের বলে ধনঞ্জয় মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে গেলে স্ট্রাইক প্রান্তে শরিফুলের দুর্দান্ত সরাসরি থ্রোতে ড্রেসিং রুমে ফিরেছেন ডিকভেলা (৭)। ৪৩.২ ওভারে ৫ উইকেটে শ্রীলঙ্কার সংগ্রহ ২৩৬ রান।  

পেরেরাকে ফেরালেন শরিফুল
এবার আর ভুল করেননি মাহমুদউল্লাহ রিয়াদ। যে ভুল করেছিলেন মোস্তাফিজের বলে কুশল পেরেরাকে ৯৯ রানে জীবন দিয়ে। শরিফুলের ব্যাক অফ লেংথ ডেলিভারিতে পেরেরা বল আকাশে তুলে দিলে  দুর্দান্ত ক্যাচে  রিয়াদ ফিরিয়েছেন ১১১ রান করা পেরেরাকে। এতে ভেঙেছে  চতুর্থ উইকেটে ৬৫ রানের জুটি। ৪১ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৪ উইকেটে ২২৫। উইকেটে আছেন ধনঞ্জয় (২৭) ও ডিকভেলা (৪) ।

সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন পেরেরা
বারবার পাওয়া সুযোগ ভালোই কাজে লাগাচ্ছেন কুশল পেরেরা। ৬৬, ৭৯, ৯৯ রানে জীবন পাওয়ার পর মোস্তাফিজকে ফাইন লেগে ঠেলে তুলে নিলেন ষষ্ঠ ওয়ানডে সেঞ্চুরি। শরিফুল, আফিফ,মাহমুদউল্লাহকে কুশল তাই 'ধন্যবাদ' দিতেই পারেন। ২০১৯ সালের ২৬ জুলাই সর্বশেষ ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন কুশল। সেবারও প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। ৩৫ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৯৬ রান। উইকেটে আছেন ধনঞ্জয় ডি সিলভা (১৬) ও কুশল পেরেরা (১০৯)।


আবারও তাসকিনের আঘাত
অবশেষে  দুই 'কুশল' এর জুটি ভাঙলেন তাসকিন। তাসকিনের শর্ট বলে টাইমিংয়ের গড়বড় হয়ে মিড-অফে তামিমের ক্যাচ হয়ে ফিরলেন কুশল মেন্ডিস (২২)। ২৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৫৬ রান। 

লড়ে যাচ্ছেন দুই 'কুশল'
তাসকিনের জোড়া আঘাতের পরেও ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। দুই কুশলের ৬৩ রানের জুটিতে ২৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৪৫ রান ।

এবার বেঁচে গেলেন পেরেরাও
সাকিব আল হাসানের বলে রিভার্স  সুইপ করেছিলেন কুশল পেরেরা। শর্ট থার্ড ম্যানে ঝাঁপিয়ে পড়েও তালুবন্দী করতে পারেননি শরিফুল।

বেঁচে গেলেন মেন্ডিস
১৯তম ওভারের শেষ বলে শরিফুলের বল মিড উইকেটে ঠেলে সিঙ্গেল নিতে গিয়েছিলেন। কিন্তু মিড উইকেট থেকে ডিরেক্ট থ্রো ঠিকঠাক লক্ষ্যভেদ না  হওয়ায় এবারের মত বেঁচে যান মেন্ডিস।

শরিফুলের সঙ্গে  মেন্ডিসের ঝগড়া
শরিফুল ইসলামের অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে মিস করেন কুশল মেন্ডিস। তারপর বাঁহাতি পেসারের সঙ্গে হালকা বাক্য বিনিময় করতে দেখা গিয়েছে লঙ্কান সহ অধিনায়ককে।

পেরেরার ফিফটি
চাপেও দুর্দান্ত খেলে যাচ্ছেন কুশল পেরেরা। তাসকিনকে ডিপ স্কয়ার লেগে ঠেলে সিঙ্গেল নিয়ে তুলে নেন ক্যারিয়ারের ১৫তম ফিফটি। একই সঙ্গে শ্রীলঙ্কাও তুলে নিয়েছে ১০০। ১৬ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১০১ রান।

তাসকিনের ‘ফিফটি’
ওয়ানডেতে আজ উইকেটের ফিফটি পূর্ণ করলেন তাসকিন। ৫০ উইকেট পেতে তাসকিনের লেগেছে ৩৮ ইনিংস। বাংলাদেশ দলের এই গতিময় পেসারের অভিষেক ২০১৪ সালের জুনে। ভারতের বিপক্ষে নিজের অভিষেকেই পেয়েছিলেন ২৮ রানে ৫ উইকেট। বাকি ৪৫ উইকেট পেতে তাসকিনের লেগে গেল ৭ বছর আর ৩৭ ইনিংস। 

‘কাম অন বয়েজ!’

অবশেষে উইকেটের দেখা পেয়েছে বাংলাদেশ। লঙ্কান ওপেনার গুনাতিলকাকে (৩৯) বোল্ড করেছেন তাসকিন। শ্রীলঙ্কার স্কোর ১১.২ ওভারে ১ উইকেটে ৮২ রান। গুনাতিলকাকে ফিরিয়ে গর্জন ছুড়লেন তাসকিন, ‘কাম অন বয়েজ!’ এই ওভারের শেষ বলে উইকেটকিপার মুশফিকুর রহিমের ক্যাচ বানিয়ে তাসকিন ফিরিয়েছেন নতুন ব্যাটসম্যান নিশাঙ্কাকেও (০)। শ্রীলঙ্কার স্কোর ১২ ওভারে ২ উইকেটে ৮৩ রান।     

তাসকিন ১ ওভারেই দিলেন ১২
সাইফউদ্দিনের জায়গায় একাদশে জায়গা পাওয়া তাসকিন আহমেদের শুরুটা ভালো হয়নি। নিজের প্রথম ওভারেই দিয়েছেন ১২ রান। ১০ ওভারে শ্রীলঙ্কার ওপেনিং জুটি তুলেছে ৭৭ রান।

শ্রীলঙ্কার দারুণ শুরু 
মিরপুরে সিরিজের শেষ ওয়ানডেতে আজ টস জিতে ব্যাটিং নিয়েছে শ্রীলঙ্কা। শুরুটা দারুণ হয়েছে লঙ্কানদের। ৮ ওভারে শ্রীলঙ্কার স্কোর বিনা উইকেটে ৫৪।

ধবলধোলাই ও সুপার লিগের পয়েন্ট তালিকায় ১০ পয়েন্ট যোগ করার স্বপ্নপূরণে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বৃষ্টির কারণে আজ মিরপুর শেরেবাংলায় টস হতে ১০ মিনিট দেরি হয়। টস হতে দেরি হলেও খেলা আগের সময়েই শুরু হয়েছে।

বাংলাদেশ দলে দুটি পরিবর্তন
একাদশে বাংলাদেশ শুধু দুটি পরিবর্তন এনেছে। লিটন দাসের জায়গায় ওপেনিংয়ে তামিমের সঙ্গী হবেন মোহাম্মদ নাঈম। সাইফউদ্দিনের জায়গায় খেলছেন তাসকিন আহমেদ। আর সিরিজ হেরে টালমাটাল শ্রীলঙ্কা সম্মান বাঁচানোর লড়াইয়ে বলতে শ্রীলঙ্কা একাদশে এনেছে পাঁচ পরিবর্তন। এই ওয়ানডেতেই অভিষেক হয়েছে তিনজনের।

বাংলাদেশ দল:
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

শ্রীলঙ্কা দল:
কুশল পেরেরা (অধিনায়ক), ধানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, নিরোশান ডিকওয়ালা, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে, ওয়ানিন্দু হাসারঙ্গা, বিনুরা ফার্নান্দো, ও দুশমান্থ চামিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত