নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জিম্বাবুয়ের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪–১ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজে উড়িয়ে দেওয়া। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। গত তিন মাস বলতে গেলে একের পর এক সাফল্যে এসেছে বাংলাদেশ ক্রিকেটে।
জিম্বাবুয়ে সফর দিয়ে প্রায় তিন বছর পর দলে ফিরে দারুণ ক্রিকেট খেলা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আজ জানিয়েছেন, বাংলাদেশ দলের এই সাফল্যের রহস্য। আগামী বুধবারে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আজ থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে কথা বলেছেন সোহান।
বাংলাদেশ দলের ড্রেসিংরুমের কথা বলতে গিয়ে সোহান বলেছেন, ‘আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ এখন খুব ভালো। যেমন, আমরা ১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে। দল হিসেবে ভালো করতে এটি (একে অপরের ভালো চাওয়া) খুবই গুরুত্বপূর্ণ।’
দল হিসেবে ভালো করতে হলে দলের প্রয়োজনই শেষ কথা! জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে সেটি ধারাবাহিকভাবে দেখিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকেও একইভাবে হারাতে চায় বাংলাদেশ। সোহান বললেন, ‘সর্বশেষ দুটি সিরিজ আমাদের খুব ভালো গেছে। দল হিসেবে খেলতে পেরেছি আমরা। ভালো করতে গেলে দরকার দল হিসেবে খেলা। এই সিরিজেও (নিউজিল্যান্ড সিরিজ) দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো করতে পারব। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। আমার কাছে মনে হয় এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো ফল করার সম্ভাবনা বেশি থাকবে।’
সেঞ্চুরি–ফিফটির চেয়ে দলের সাফল্যে অল্প অবদান রাখতে পারাটাকেই বেশি তৃপ্তি দেয় বলে মন্তব্য করেছেন সোহান, ‘আমার কাছে সব সময় বেশি গুরুত্বপূর্ণ হলো ৫০ বা ১০০ করলাম, কিন্তু দল হারল—তার চেয়ে দলের জয়ে ৫ বা ১০ রান করে অবদান রাখা। আমার কাছে সব সময় এটিই গুরুত্বপূর্ণ।’
সোহানের টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৭ সালের জানুয়ারিতে। এখন দেশের মাঠে টি–টোয়েন্টি সিরিজে তাঁর সামনে সেই নিউজিল্যান্ড। যদিও মুশফিক–লিটন ফেরায় সোহানের জন্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে গেছে তাঁর। তবু সুযোগ পেলে নিজের শতভাগ দিতে চান সোহান, ‘আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিল। আশা করব দলে সুযোগ পেলে নিজের শতভাগ দিতে পারি।’
জিম্বাবুয়ের বিপক্ষে তিন সংস্করণেই সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়াকে ঘরের মাঠে ৪–১ ব্যবধানে টি–টোয়েন্টি সিরিজে উড়িয়ে দেওয়া। গত মে মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। গত তিন মাস বলতে গেলে একের পর এক সাফল্যে এসেছে বাংলাদেশ ক্রিকেটে।
জিম্বাবুয়ে সফর দিয়ে প্রায় তিন বছর পর দলে ফিরে দারুণ ক্রিকেট খেলা উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আজ জানিয়েছেন, বাংলাদেশ দলের এই সাফল্যের রহস্য। আগামী বুধবারে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ সামনে রেখে আজ থেকে মিরপুরে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে কথা বলেছেন সোহান।
বাংলাদেশ দলের ড্রেসিংরুমের কথা বলতে গিয়ে সোহান বলেছেন, ‘আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের ড্রেসিংরুমের পরিবেশ এখন খুব ভালো। যেমন, আমরা ১৫–২০ জন বা যে কজনই দলে থাকি না কেন, মন থেকে চাই যে ১১ জন মাঠে খেলছে তাঁরা যেন ভালো করে। সবাই সবাইকে সহায়তা করে। দল হিসেবে ভালো করতে এটি (একে অপরের ভালো চাওয়া) খুবই গুরুত্বপূর্ণ।’
দল হিসেবে ভালো করতে হলে দলের প্রয়োজনই শেষ কথা! জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে সেটি ধারাবাহিকভাবে দেখিয়েছে বাংলাদেশ। নিউজিল্যান্ডকেও একইভাবে হারাতে চায় বাংলাদেশ। সোহান বললেন, ‘সর্বশেষ দুটি সিরিজ আমাদের খুব ভালো গেছে। দল হিসেবে খেলতে পেরেছি আমরা। ভালো করতে গেলে দরকার দল হিসেবে খেলা। এই সিরিজেও (নিউজিল্যান্ড সিরিজ) দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো করতে পারব। অবশ্যই নিউজিল্যান্ড ভালো দল। আমার কাছে মনে হয় এটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে। দল হিসেবে খেলতে পারি তাহলে ভালো ফল করার সম্ভাবনা বেশি থাকবে।’
সেঞ্চুরি–ফিফটির চেয়ে দলের সাফল্যে অল্প অবদান রাখতে পারাটাকেই বেশি তৃপ্তি দেয় বলে মন্তব্য করেছেন সোহান, ‘আমার কাছে সব সময় বেশি গুরুত্বপূর্ণ হলো ৫০ বা ১০০ করলাম, কিন্তু দল হারল—তার চেয়ে দলের জয়ে ৫ বা ১০ রান করে অবদান রাখা। আমার কাছে সব সময় এটিই গুরুত্বপূর্ণ।’
সোহানের টেস্ট ও ওয়ানডে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৭ সালের জানুয়ারিতে। এখন দেশের মাঠে টি–টোয়েন্টি সিরিজে তাঁর সামনে সেই নিউজিল্যান্ড। যদিও মুশফিক–লিটন ফেরায় সোহানের জন্য একাদশে সুযোগ পাওয়া কঠিন হয়ে গেছে তাঁর। তবু সুযোগ পেলে নিজের শতভাগ দিতে চান সোহান, ‘আমার ওয়ানডে ও টেস্ট অভিষেক নিউজিল্যান্ডের বিপক্ষে হয়েছিল। আশা করব দলে সুযোগ পেলে নিজের শতভাগ দিতে পারি।’
প্রতিপক্ষের সামনে গিয়ে বুনো উদ্যাপন করতে লিওনেল মেসিকে তেমন একটা দেখা যায় না বললেই চলে। খেলোয়াড়েরা তাঁদের নিজস্ব ধরনে যেভাবে উদযাপন করেন, মেসিও প্রায়ই করেন এমন কিছু। আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে গতকাল দেখা গেল ভিন্ন রূপে।
২ মিনিট আগেমাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগে