Ajker Patrika

তিন দেশে তাঁদের ‘নেটওয়ার্ক’

আপডেট : ০৩ অক্টোবর ২০২১, ১৩: ৪৭
তিন দেশে তাঁদের ‘নেটওয়ার্ক’

একের পর এক নতুন কাজের খবর দিচ্ছেন নির্মাতা সৈকত নাসির। কয়েক দিন আগে বুবলীকে নিয়ে শেষ করলেন ‘তালাশ’ ছবির শুটিং। শেষ দিনের শুটিংয়ের ফাঁকে নির্মাতার সঙ্গে কথা হয় তাঁর আগামী কাজের পরিকল্পনা নিয়ে। তখনই সৈকত নাসির দিলেন ‘নেটওয়ার্ক’-এর খোঁজ।

সাজ্জাদ হোসাইন‘নেটওয়ার্ক’ তাঁর প্রথম ওয়েব সিরিজ। বড় বাজেটের কাজ। ১০ অক্টোবর থেকে বিশাল বহর নিয়ে শুটিং শুরু হচ্ছে। বাংলাদেশের ঢাকা, খাগড়াছড়ি, পঞ্চগড়, বান্দরবান—এই চার জেলায় শুটিং হবে। তবে শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয় ‘নেটওয়ার্ক’-এর ব্যাপ্তি। নির্মাতা সৈকত নাসির বললেন, ‘গল্পের প্রয়োজনে আমাদের তিন দেশে শুটিং করতে হবে। বাংলাদেশ তো আছেই। ভারত ও মিয়ানমারেও যেতে হবে আমাদের। ভারতের কলকাতা ও আগরতলায় শুটিংয়ের প্রস্তুতি চলছে। সেখান থেকেও কয়েকজন অভিনেতা যোগ দেবেন।’

‘নেটওয়ার্ক’ সিরিজের মূল চরিত্রের নাম বেগম। এই চরিত্রে অভিনয় করবেন নিপা আহমেদ রিয়েলি। এর আগে অনন্য মামুনের ‘মেকআপ’ ছবিতে অভিনয় করেছেন নিপা। মিডিয়ার এই নবাগত মুখ আশা করছেন, ‘বেগম’ চরিত্রটি তাঁকে দর্শকের কাছে জনপ্রিয় করে তুলবে।

সাঞ্জু জনসিরিজে আরও অভিনয় করবেন ‘কে হবে মাসুদ রানা’ প্রতিযোগিতার প্রথম রানারআপ সাজ্জাদ হোসাইন।  আরও থাকবেন মিশা সওদাগর, সাঞ্জু জন, রাশেদ মামুন অপু, কাজী নওশাবা আহমেদ, সাকিবা বিনতে আলী প্রমুখ।

নির্মাতা বলছেন, ‘শুধু তা-ই নয়, এই সিরিজে সব মিলিয়ে ৪৭ জন অভিনয় করছেন। বড় পরিসরের গল্প। তাই অভিনয়শিল্পীর সংখ্যাও অনেক। বিশাল এই বহর নিয়েই মিশন শুরু করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত