নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ওয়ানডেতে রান যে পাচ্ছিলেন না, তা নয়। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে লিটনের সমস্যাটা হচ্ছিল, ফুল হয়ে ফোটার আগে ইনিংসগুলো ঝরে পড়ছিল। এর মাঝে লাল বলের ক্রিকেটে নিজের ‘ক্যালিবার শো’ করেছেন লিটন।
লম্বা সময়ের বিরতি দিয়ে আফগানিস্তান সিরিজ দিয়ে ওয়ানডেতে ফেরে বাংলাদেশ। লাল বলে নিউজিল্যান্ডে নিজের ব্যাটিং ক্ষমতার সর্বোচ্চটা দেখানো লিটন সাদা বলের ক্রিকেটে ফিরতেই যেন নিজের ছায়াকে তাড়া করলেন। প্রথম ম্যাচে করেন ১। তবে লিটন যে ধীরে ধীরে নিজের উইকেটের মূল্য বুঝতে পারছেন এবং সাদা বলের ক্রিকেটেও সেরাটা দেখাতে পারছেন, সেটার প্রমাণ দিলেন পরের ম্যাচে। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ৪৯ ইনিংসে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটাও এল সেই ছাপ রেখে।
বদলে যাওয়া লিটনের দেখা মেলে গতকাল শেষ ওয়ানডেতেও। দ্বিতীয় ওয়ানডে যেখানে শেষ করেছিলেন শুরুটা সেখান থেকেই। ওয়ানডেতে লিটনের দায়িত্বটা লাল বল থেকে কিছুটা ভিন্ন। ইনিংসের সুর বেঁধে দেওয়ার সঙ্গে সেটা এগিয়ে নেওয়ার দায়িত্বভারও পড়ে তাঁর কাঁধে। যে কাজে আগে লিটনের ইনিংসের শুরুর অস্থিরতা আর নড়বড়ে ভাব দুটিই কাটিয়ে ওঠার ছাপ রেখেছেন। আত্মবিশ্বাসকে সাথি করে ব্যাটিংটা যে উপভোগ করছেন, তা লিটনের কথায় পরিষ্কার, ‘যদি ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারতাম, খেলার ফল হয়তো ভিন্ন হতো। আমি ব্যাটিং করতে ভালোবাসি।’ লিটনের মতো একই উপলব্ধি অধিনায়ক তামিম ইকবালেরও, ‘লিটনের আউটটা আমাদের জন্য ভুল সময়ে ছিল।’
তবে ব্যাটিংয়ে যে পরিকল্পনা নিয়ে লিটন এগোচ্ছিলেন, সেখানে তাঁকে সফল বলতেই হয়। টানা তিন ম্যাচে ফজলহক ফারুকির বলে তামিম আউট হয়ে গেলেও এক প্রান্ত ধরে ছিলেন লিটন। ৩৬তম ওভারের পঞ্চম বলে লিটন যখন আউট হন, সেঞ্চুরি থেকে ১৪ রান দূরত্বে তখন। ৩৫ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারলে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই ৮০ রান করতে পারার কথা দ্বিতীয় ম্যাচের পরই বলেছিলেন। টানা দ্বিতীয় সেঞ্চুরি না হলেও পরিকল্পনামাফিক ব্যাটিংয়ের এই লিটনকে ভবিষ্যতে আরও পেতে চাইবে বাংলাদেশ।
২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজটাও ছিল লিটনময়। এই সিরিজেও তা-ই। আফগানদের বিপক্ষে ৩ ম্যাচে ৭৪.৩৩ গড়ে ২২৩ রান করে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার নিয়ে লিটন কৃতিত্ব দিলেন তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে, ‘আমার স্ত্রী অনেক সমর্থন দিয়েছে। এই পুরস্কার তাকে উৎসর্গ করছি।’
ওয়ানডেতে রান যে পাচ্ছিলেন না, তা নয়। সর্বশেষ জিম্বাবুয়ে সিরিজেই বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। তবে লিটনের সমস্যাটা হচ্ছিল, ফুল হয়ে ফোটার আগে ইনিংসগুলো ঝরে পড়ছিল। এর মাঝে লাল বলের ক্রিকেটে নিজের ‘ক্যালিবার শো’ করেছেন লিটন।
লম্বা সময়ের বিরতি দিয়ে আফগানিস্তান সিরিজ দিয়ে ওয়ানডেতে ফেরে বাংলাদেশ। লাল বলে নিউজিল্যান্ডে নিজের ব্যাটিং ক্ষমতার সর্বোচ্চটা দেখানো লিটন সাদা বলের ক্রিকেটে ফিরতেই যেন নিজের ছায়াকে তাড়া করলেন। প্রথম ম্যাচে করেন ১। তবে লিটন যে ধীরে ধীরে নিজের উইকেটের মূল্য বুঝতে পারছেন এবং সাদা বলের ক্রিকেটেও সেরাটা দেখাতে পারছেন, সেটার প্রমাণ দিলেন পরের ম্যাচে। ওয়ানডেতে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে কম ৪৯ ইনিংসে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরিটাও এল সেই ছাপ রেখে।
বদলে যাওয়া লিটনের দেখা মেলে গতকাল শেষ ওয়ানডেতেও। দ্বিতীয় ওয়ানডে যেখানে শেষ করেছিলেন শুরুটা সেখান থেকেই। ওয়ানডেতে লিটনের দায়িত্বটা লাল বল থেকে কিছুটা ভিন্ন। ইনিংসের সুর বেঁধে দেওয়ার সঙ্গে সেটা এগিয়ে নেওয়ার দায়িত্বভারও পড়ে তাঁর কাঁধে। যে কাজে আগে লিটনের ইনিংসের শুরুর অস্থিরতা আর নড়বড়ে ভাব দুটিই কাটিয়ে ওঠার ছাপ রেখেছেন। আত্মবিশ্বাসকে সাথি করে ব্যাটিংটা যে উপভোগ করছেন, তা লিটনের কথায় পরিষ্কার, ‘যদি ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারতাম, খেলার ফল হয়তো ভিন্ন হতো। আমি ব্যাটিং করতে ভালোবাসি।’ লিটনের মতো একই উপলব্ধি অধিনায়ক তামিম ইকবালেরও, ‘লিটনের আউটটা আমাদের জন্য ভুল সময়ে ছিল।’
তবে ব্যাটিংয়ে যে পরিকল্পনা নিয়ে লিটন এগোচ্ছিলেন, সেখানে তাঁকে সফল বলতেই হয়। টানা তিন ম্যাচে ফজলহক ফারুকির বলে তামিম আউট হয়ে গেলেও এক প্রান্ত ধরে ছিলেন লিটন। ৩৬তম ওভারের পঞ্চম বলে লিটন যখন আউট হন, সেঞ্চুরি থেকে ১৪ রান দূরত্বে তখন। ৩৫ ওভার পর্যন্ত ব্যাটিং করতে পারলে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই ৮০ রান করতে পারার কথা দ্বিতীয় ম্যাচের পরই বলেছিলেন। টানা দ্বিতীয় সেঞ্চুরি না হলেও পরিকল্পনামাফিক ব্যাটিংয়ের এই লিটনকে ভবিষ্যতে আরও পেতে চাইবে বাংলাদেশ।
২০২০ সালের মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজটাও ছিল লিটনময়। এই সিরিজেও তা-ই। আফগানদের বিপক্ষে ৩ ম্যাচে ৭৪.৩৩ গড়ে ২২৩ রান করে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো সিরিজসেরার পুরস্কার নিয়ে লিটন কৃতিত্ব দিলেন তাঁর স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতাকে, ‘আমার স্ত্রী অনেক সমর্থন দিয়েছে। এই পুরস্কার তাকে উৎসর্গ করছি।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫