বিচিত্র বইয়ে মজেছেন পাঠকেরা
শুধু বই আর বই। বিচিত্র বইয়ের সমাহার বইমেলায়। প্রকাশকেরা বলছেন, একটা সময় পাঠকের চাহিদা শুধু গল্প, উপন্যাস, কবিতায় সীমিত ছিল। কিন্তু এখন বিচিত্র চাহিদা। প্রবন্ধ, গবেষণা, আত্মজীবনী, যাপিত জীবনের চালচিত্র ও ব্যক্তিগত ভাবনা নিয়ে লেখা বইও চলছে।