নতুন বইয়ে নতুন আশা
মেলা আসে, মেলা যায়। প্রতিবছর প্রচুর বই প্রকাশ হয়। বিক্রিতেও হয় নতুন নতুন রেকর্ড। মেলার শেষে হয়তো কয়েকটি বই আলোচনায় থাকে। কিন্তু সেগুলো ‘লালসালু’, ‘কাঁদো নদী কাঁদো’, ‘খোয়াবনামা’, ‘চিলেকোঠার সেপাই’ কিংবা ‘আগুনপাখি’কে ছাড়িয়ে যায় কতটুকু?