Ajker Patrika

চট্টগ্রামে বইমেলার উদ্বোধন ২০ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বইমেলার উদ্বোধন ২০ ফেব্রুয়ারি

আগামী ২০ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। আজ মঙ্গলবার বিকেলে নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের অস্থায়ী কার্যালয়ের সম্মেলন কক্ষে বইমেলা কমিটির প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত হয়। 

অন্যবারের মতো এবারও চট্টগ্রাম নগরীর এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন জিমনেশিয়াম মাঠে বইমেলা অনুষ্ঠিত হবে। এ সম্পর্কে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, ‘কোভিড পরিস্থিতির কারণে গত বছর সব রকম প্রস্তুতি থাকা সত্ত্বেও বইমেলা করা যায়নি। তবে এবার পাঠক, প্রকাশক, কবি, সাহিত্যিকদের আগ্রহের কারণে বইমেলা আয়োজন করতে যাচ্ছি। আশা করি স্বাস্থ্যবিধি মেনে সকলের অংশগ্রহণে এবারও বইমেলা সফল হবে।’ 

রেজাউল করিম চৌধুরী বলেন, ‘আমরাও প্রমাণ করতে চাই, ঢাকার মতো চট্টগ্রামও জাঁকজমকভাবে সফল বইমেলা আয়োজনে সক্ষম। আশা করি আমাদের উদ্যোগে সবাই সাড়া দেবেন।’ 

সিটি করপোরেশনের শিক্ষা স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, কবি ও সাংবাদিক ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান মাকসুদ আহমেদ, সৃজনশীল প্রকাশনা পরিষদের সভাপতি মহিউদ্দিন শাহ আলম নিপু, বলাকা প্রকাশনীর স্বত্বাধিকারী জামাল উদ্দিন, সাইফুল আলম বাবু, কবি কামরুল হাসান বাদল, শামসুদ্দিন শিশির, সাংবাদিক শুকলাল দাশ, আইয়ুব সৈয়দ, মো. জহির, ইউসুফ মাহমুদ, শিশু সাহিত্যিক আ ফ ম মোদাচ্ছের আলী, পিনাকী দাশ, শিল্পী দীপক কুমার দত্ত, আরিফ রায়হান, নজরুল ইসলাম মোস্তাফিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত