নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বইমেলায় শুক্রবারের সকালটা শুধুই শিশুদের জন্য। এদিন সিসিমপুরর ইকরি, হালুম, শিকু আর টুকটুকিকে কাছ থেকে দেখতে বাবা-মায়ের হাত ধরে মেলায় আসে কচিকাঁচারা।
টুকটুকি যেহেতু সব সময় বই পড়তে বলে, ভালো বই পড়ার উপদেশ দেয়, তাই টুকটুকিকে সব থেকে বেশি ভালো লাগে তানহার।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী বলে, মেলা শুরু হতেই একবার এসেছিল। এরপর ২০ দিন পড়ে শেষ করেছে চারটি গল্পের বই। এর মধ্যে সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায় চৌধুরীসহ ভূত আর রূপকথার গল্পের বইও আছে। আজ আবার নতুন বই কেনা হবে। ক্লাসের পড়ার চাপ থাকলেও গল্পের বই তাকে টানে বেশি।
আজ সকালে বইমেলা ঘুরে দেখা যায়, আজ শিশুপ্রহরে ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকেরাও এদিন নিজের শিশুটির জন্য কিনেছেন বিভিন্ন ধরনের বই।
শাহীন আলম নামে এক অভিভাবক বলেন, ‘ভিত্তিটা তো ছোটবেলা থেকেই গড়তে হয়। তাই বাচ্চাদের সঙ্গে করে বইমেলায় নিয়ে আসা। এতে করে ওরা বইয়ের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।’
শাহীন আলমের অভিযোগ, শিশুদের জন্য বয়সভিত্তিক বই নির্বাচনে খুব দ্বিধায় পড়তে হচ্ছে। স্টলগুলোতেও নান্দনিকতা খুব একটা চোখে পড়েনি। অথচ আগে শিশুদের স্টলগুলো হতো দৃষ্টিনন্দন ও কারুকার্যময়।
শিশুপ্রহরে দেখা যায় জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র টুকটুকি, ইকরি, হালুম, ও শিকুদের উপস্থিতি। পর্দায় দেখা এসব চরিত্র চোখের সামনে দেখে শিশু-কিশোরসহ অনেক অভিভাবকও তাদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে। গানের তালে তালে জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে মজা করে শিশু-কিশোরেরা। আর এ ধরনের আয়োজন শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে বলে মনে করেন অভিভাবকেরা।
এদিকে বিভিন্ন শিশুতোষ স্টল ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই রয়েছে শিশুদের পছন্দের তালিকায়।
ঝিলমিল প্রকাশনীর প্রকাশক কাজী জাহেব বলেন, ‘শিশুপ্রহরে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। শিশুদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে বইমেলা। এ ছাড়া শিশুদের বইও বিক্রি হচ্ছে বেশ ভালো। শিশুরা ভূতের গল্প, কমিক বুক, ছড়া ও শিশুদের ছোটগল্পের বই বেশি কিনছে। তারা নিজেদের পছন্দমতো বই কিনছে আর আমরাসহ অভিভাবকেরাও সাহায্য করছি।’
একুশে বইমেলায় শিশুদের মূল আকর্ষণ এই শিশুপ্রহর। মূলত শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতেই মেলার একটি অংশকে ঘোষণা করা হয় শিশুপ্রহর। কড়া রোদে পুরো বইমেলা টইটই করে ঘুরে বেড়াচ্ছে শিশুরা। ভালোবেসে মেখে নিচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ।
বইমেলায় শুক্রবারের সকালটা শুধুই শিশুদের জন্য। এদিন সিসিমপুরর ইকরি, হালুম, শিকু আর টুকটুকিকে কাছ থেকে দেখতে বাবা-মায়ের হাত ধরে মেলায় আসে কচিকাঁচারা।
টুকটুকি যেহেতু সব সময় বই পড়তে বলে, ভালো বই পড়ার উপদেশ দেয়, তাই টুকটুকিকে সব থেকে বেশি ভালো লাগে তানহার।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির এই শিক্ষার্থী বলে, মেলা শুরু হতেই একবার এসেছিল। এরপর ২০ দিন পড়ে শেষ করেছে চারটি গল্পের বই। এর মধ্যে সুকুমার রায়, উপেন্দ্রকিশোর রায় চৌধুরীসহ ভূত আর রূপকথার গল্পের বইও আছে। আজ আবার নতুন বই কেনা হবে। ক্লাসের পড়ার চাপ থাকলেও গল্পের বই তাকে টানে বেশি।
আজ সকালে বইমেলা ঘুরে দেখা যায়, আজ শিশুপ্রহরে ছোটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিভাবকেরাও এদিন নিজের শিশুটির জন্য কিনেছেন বিভিন্ন ধরনের বই।
শাহীন আলম নামে এক অভিভাবক বলেন, ‘ভিত্তিটা তো ছোটবেলা থেকেই গড়তে হয়। তাই বাচ্চাদের সঙ্গে করে বইমেলায় নিয়ে আসা। এতে করে ওরা বইয়ের প্রতি আরও আগ্রহী হয়ে উঠবে।’
শাহীন আলমের অভিযোগ, শিশুদের জন্য বয়সভিত্তিক বই নির্বাচনে খুব দ্বিধায় পড়তে হচ্ছে। স্টলগুলোতেও নান্দনিকতা খুব একটা চোখে পড়েনি। অথচ আগে শিশুদের স্টলগুলো হতো দৃষ্টিনন্দন ও কারুকার্যময়।
শিশুপ্রহরে দেখা যায় জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুরের চরিত্র টুকটুকি, ইকরি, হালুম, ও শিকুদের উপস্থিতি। পর্দায় দেখা এসব চরিত্র চোখের সামনে দেখে শিশু-কিশোরসহ অনেক অভিভাবকও তাদের সঙ্গে মেতে ওঠেন খুনসুটিতে। গানের তালে তালে জনপ্রিয় চরিত্রগুলোর সঙ্গে মজা করে শিশু-কিশোরেরা। আর এ ধরনের আয়োজন শিশুদের মেধা বিকাশে সহায়ক হবে বলে মনে করেন অভিভাবকেরা।
এদিকে বিভিন্ন শিশুতোষ স্টল ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, কমিকস, রূপকথা, গল্প, সায়েন্স ফিকশন, অঙ্ক নিয়ে মজার খেলা ও ছড়ার বই রয়েছে শিশুদের পছন্দের তালিকায়।
ঝিলমিল প্রকাশনীর প্রকাশক কাজী জাহেব বলেন, ‘শিশুপ্রহরে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। শিশুদের পদচারণায় প্রাণচঞ্চল হয়ে উঠেছে বইমেলা। এ ছাড়া শিশুদের বইও বিক্রি হচ্ছে বেশ ভালো। শিশুরা ভূতের গল্প, কমিক বুক, ছড়া ও শিশুদের ছোটগল্পের বই বেশি কিনছে। তারা নিজেদের পছন্দমতো বই কিনছে আর আমরাসহ অভিভাবকেরাও সাহায্য করছি।’
একুশে বইমেলায় শিশুদের মূল আকর্ষণ এই শিশুপ্রহর। মূলত শিশুদের বই পড়ায় আগ্রহী করে তুলতেই মেলার একটি অংশকে ঘোষণা করা হয় শিশুপ্রহর। কড়া রোদে পুরো বইমেলা টইটই করে ঘুরে বেড়াচ্ছে শিশুরা। ভালোবেসে মেখে নিচ্ছে নতুন বইয়ের ঘ্রাণ।
চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক খুনের ঘটনা ঘটছে। গত আট মাসে গুলি করে পাঁচজনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার এসব ঘটনায় পর্যালোচনা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, এসব হত্যাকাণ্ডে একই গ্যাং জড়িত।
২ ঘণ্টা আগেমেয়াদ শেষের প্রায় দুই বছর হয়ে গেলেও কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের দক্ষিণ ছাট গোপালপুরে দুধকুমার নদের তীর রক্ষা বাঁধ নির্মাণকাজ শেষ হয়নি। এতে দুধকুমারের তীরবর্তী অঞ্চলে ভাঙন-আতঙ্ক দেখা দিয়েছে। এদিকে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের অস্থায়ী ম্যানেজারের বিরুদ্ধে স্থানীয়দের টাকা নিয়ে...
২ ঘণ্টা আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বসানো হয়েছে হাট-বাজার। এতে বিঘ্নিত হচ্ছে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ। খেলাধুলার চর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানটিতে যাওয়া-আসা করতেও ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।
২ ঘণ্টা আগেবালুমহাল হিসেবে ইজারা নেওয়া হয়নি; তবে দিব্যি নদীতীরের মাটি কেটে বিক্রি করা হচ্ছে। রোজ শতাধিক ট্রাক মাটি উঠছে পাড় থেকে। রাজশাহীর চারঘাট উপজেলায় ঘটছে এমন ঘটনা। বিএনপি ও ছাত্রদলের নেতারা এই ব্যবসার সঙ্গে জড়িত। এই মাটি ও বালু উত্তোলনে বাধা দেওয়ায় ইউএনওর বাসায় ককটেল ফোটানো হয়েছে।
২ ঘণ্টা আগে