রবিউস সানির দ্বিতীয় জুমা: কর্তব্য ও আমল
আল্লাহ তাআলা সপ্তাহের মধ্যে জুমাবারকে সর্বোত্তম দিন হিসেবে নির্বাচিত করেছেন। কোরআনে সুরা জুমুআ, আয়াত ৯-এ বলা হয়েছে, ‘হে ইমানদারগণ, যখন জুমার দিনে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে ধাবিত হও এবং ব্যবসা-বাণিজ্য ত্যাগ করো।’