আবরার নাঈম
পাপ হলো এমন এক কাজ, যা নৈতিক, ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভুল বা নিষিদ্ধ বলে বিবেচিত। এটি মানুষের বিবেক ভারাক্রান্ত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। পাপের ফলে মানুষ আত্মগ্লানি, দুঃখ ও অনুশোচনায় ভোগে। তবে এমন কিছু পাপ রয়েছে, যেগুলো মানুষ সহজেই করে ফেলে। কখনো এ পাপকে খুবই হালকা মনে করে। যেমন ১. মিথ্যা কথা বলা। ২. গিবত করা। নিম্নে সংক্ষিপ্তাকারে তার স্বরূপ ও ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করা হলো।
মিথ্যা কথা বলা: মানুষ এত সহজে মিথ্যা কথা বলে যে, অবস্থাদৃষ্টে মনে হয় এটা কোনো পাপই নয়। চাকরি, ব্যবসা, এমনকি মানুষ মজার ছলেও মিথ্যা বলে। অথচ সদা সত্য কথা বলার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বল। (সুরা আহজাব: ৭০)। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এবং মুনাফেকির লক্ষ্মণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, মুনাফেকের চিহ্ন হলো তিনটি—১. কথা বললে মিথ্যা বলে। ২. ওয়াদা করলে তা ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে তা খিয়ানত করে। (রিয়াজুস সালেহিন: ৬৯৪)
গিবত করা: গিবত অর্থ হলো কারও আড়ালে তার দোষ চর্চা করা। গিবত অতি ঘৃণ্য ও জঘন্য অপরাধ। পবিত্র কোরআনের ভাষ্যমতে, গিবতকারী আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সমতুল্য। বাস্তবে কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খায় বা খাবে! এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা একে অপরের গিবত কর না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা একে ঘৃণাই কর। (সুরা হুজুরাত: ১২। হাদিসে গিবত জিনার চেয়ে ভয়ংকর বলে উল্লেখ আছে। কারণ এ গিবতের অনিবার্য ফলাফল হলো মানুষের মধ্যে কলহ-বিবাদ ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করা, যা একসময় হত্যা পর্যন্ত গড়ায়।
পাপ হলো এমন এক কাজ, যা নৈতিক, ধর্মীয় বা সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভুল বা নিষিদ্ধ বলে বিবেচিত। এটি মানুষের বিবেক ভারাক্রান্ত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। পাপের ফলে মানুষ আত্মগ্লানি, দুঃখ ও অনুশোচনায় ভোগে। তবে এমন কিছু পাপ রয়েছে, যেগুলো মানুষ সহজেই করে ফেলে। কখনো এ পাপকে খুবই হালকা মনে করে। যেমন ১. মিথ্যা কথা বলা। ২. গিবত করা। নিম্নে সংক্ষিপ্তাকারে তার স্বরূপ ও ভয়াবহতা সম্পর্কে আলোকপাত করা হলো।
মিথ্যা কথা বলা: মানুষ এত সহজে মিথ্যা কথা বলে যে, অবস্থাদৃষ্টে মনে হয় এটা কোনো পাপই নয়। চাকরি, ব্যবসা, এমনকি মানুষ মজার ছলেও মিথ্যা বলে। অথচ সদা সত্য কথা বলার নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, আল্লাহকে ভয় কর এবং সত্য কথা বল। (সুরা আহজাব: ৭০)। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ এবং মুনাফেকির লক্ষ্মণ। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, মুনাফেকের চিহ্ন হলো তিনটি—১. কথা বললে মিথ্যা বলে। ২. ওয়াদা করলে তা ভঙ্গ করে। ৩. আমানত রাখা হলে তা খিয়ানত করে। (রিয়াজুস সালেহিন: ৬৯৪)
গিবত করা: গিবত অর্থ হলো কারও আড়ালে তার দোষ চর্চা করা। গিবত অতি ঘৃণ্য ও জঘন্য অপরাধ। পবিত্র কোরআনের ভাষ্যমতে, গিবতকারী আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণকারীর সমতুল্য। বাস্তবে কেউ কি নিজের মৃত ভাইয়ের গোশত খায় বা খাবে! এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা একে অপরের গিবত কর না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করে? বস্তুত তোমরা একে ঘৃণাই কর। (সুরা হুজুরাত: ১২। হাদিসে গিবত জিনার চেয়ে ভয়ংকর বলে উল্লেখ আছে। কারণ এ গিবতের অনিবার্য ফলাফল হলো মানুষের মধ্যে কলহ-বিবাদ ও হিংসা-বিদ্বেষ সৃষ্টি করা, যা একসময় হত্যা পর্যন্ত গড়ায়।
আমাদের দৈনন্দিন জীবনে নতুন কাপড় কেনা ও তা পরিধান করা একটি সাধারণ ঘটনা। কেউ ঈদের জন্য কেনে, কেউ বিয়ে-সাদির জন্য, কেউ বা নিজের প্রয়োজনে। নতুন কাপড় কিনে পরিধান করার সময় দোয়া পড়লে আল্লাহর বিশেষ রহমত পাওয়া যায়।
১৮ ঘণ্টা আগেসপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এই দিনটি মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের মতো, যা আত্মশুদ্ধি, ইবাদত এবং কল্যাণ অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এই বরকতময় দিনে কী কী করণীয় তা জানা এবং তা মেনে চলা একজন মুমিনের দায়িত্ব।
২ দিন আগেমানুষের জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি হলো আপনজন হারানোর বেদনা। এমন শোকের সময় মানুষ থাকে মানসিকভাবে বিধ্বস্ত, দুর্বল ও অনেকটা একা। ঠিক তখনই সে আশায় থাকে কারও সহানুভূতির, সান্ত্বনার কিংবা একটু অনুভব করার মতো মানবিক উপস্থিতির। এই বিপদ ও কষ্টের সময়টিতে...
২ দিন আগেহিজরি সনের দ্বিতীয় মাস সফর। জাহিলি যুগে এই মাসকে অশুভ, বিপৎসংকুল ও অলক্ষুনে মাস হিসেবে বিবেচনা করা হতো। মানুষ মনে করত, এ মাসে শুভ কিছু হয় না—বিয়ে করলে বিচ্ছেদ হয়, ব্যবসা করলে লোকসান হয়, রোগবালাই বাড়ে। এমনকি সফরকে বলা হতো ‘আস-সাফারুল মুসাফফার’, অর্থাৎ বিবর্ণ সফর মাস। কারণ তখন খরা ও খাদ্যসংকট দেখা...
২ দিন আগে