নাপোলি সেজেছে, আর্সেনাল কি পারবে
উৎসবের রঙে সাজতে শুরু করেছে নেপলস। ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো সিরি আ শিরোপা আসতে যাচ্ছে ভূমধ্যসাগর তীরের শহরটিতে। ইতালিয়ান শীর্ষ ফুটবলে নাপোলি তাদের ইতিহাসে যে দুবার চ্যাম্পিয়ন হয়েছে, দুটিই এসেছে ডিয়েগো ম্যারাডোনার হাত ধরে। তিনি ফুটবলেরই নন, নেপলসেরও ঈশ্বর।