সেভিয়ার বিপক্ষে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্ত শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। জেতা ম্যাচ হেরে যাওয়ায় ইউনাইটেডকে খোঁচা দিয়েছেন পিটার স্মাইকেল।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। মার্সেল সাবিতজারের জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। ১৪ ও ২১ মিনিটে গোল দুটি করেন সাবিতজার। দাভিদ ডি গিয়া দুর্দান্ত কিছু সেইভ দিয়ে বাঁচিয়েছিলেন ইউনাইটেডকে। ২-০ তে অনেকক্ষণ এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে সেভিয়া পায় প্রথম গোল। ইউনাইটেডের জয় যখন প্রায় নিশ্চিত, তখন বাধ সাধেন হ্যারি ম্যাগুয়ার। অতিরিক্ত সময়ে ইংলিশ এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচে ২-২ সমতা হয় এবং ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
নিশ্চিত জয় এভাবে হাতছাড়া হওয়ায় ম্যান ইউকে খোঁচা দিয়েছেন স্মাইকেল। ডেনমার্কের সাবেক এই গোলরক্ষক বলেন, ‘দি গিয়া দারুণ খেলেছে। দারুণ দুটো সেভ দিয়েছে। দলকে সে এগিয়ে নিয়েছিল। সেরা খেলোয়াড় সাবিতজার দুটো গোল করেছে। তার সতীর্থরা তাকে ডুবিয়েছে। সে পথ দেখিয়েছিল, কিন্তু সতীর্থরা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচটা ৫-০ তে জেতা উচিত ছিল। কয়েকজন খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স যথেষ্ট ভালো হচ্ছে কি না তা ভাবতে হবে। নিজের পারফরম্যান্স নিয়ে তাঁদের লজ্জিত হওয়া উচিত।’
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।
সেভিয়ার বিপক্ষে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্ত শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। জেতা ম্যাচ হেরে যাওয়ায় ইউনাইটেডকে খোঁচা দিয়েছেন পিটার স্মাইকেল।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। মার্সেল সাবিতজারের জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। ১৪ ও ২১ মিনিটে গোল দুটি করেন সাবিতজার। দাভিদ ডি গিয়া দুর্দান্ত কিছু সেইভ দিয়ে বাঁচিয়েছিলেন ইউনাইটেডকে। ২-০ তে অনেকক্ষণ এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে সেভিয়া পায় প্রথম গোল। ইউনাইটেডের জয় যখন প্রায় নিশ্চিত, তখন বাধ সাধেন হ্যারি ম্যাগুয়ার। অতিরিক্ত সময়ে ইংলিশ এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচে ২-২ সমতা হয় এবং ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
নিশ্চিত জয় এভাবে হাতছাড়া হওয়ায় ম্যান ইউকে খোঁচা দিয়েছেন স্মাইকেল। ডেনমার্কের সাবেক এই গোলরক্ষক বলেন, ‘দি গিয়া দারুণ খেলেছে। দারুণ দুটো সেভ দিয়েছে। দলকে সে এগিয়ে নিয়েছিল। সেরা খেলোয়াড় সাবিতজার দুটো গোল করেছে। তার সতীর্থরা তাকে ডুবিয়েছে। সে পথ দেখিয়েছিল, কিন্তু সতীর্থরা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচটা ৫-০ তে জেতা উচিত ছিল। কয়েকজন খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স যথেষ্ট ভালো হচ্ছে কি না তা ভাবতে হবে। নিজের পারফরম্যান্স নিয়ে তাঁদের লজ্জিত হওয়া উচিত।’
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।
৪৩ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কিশোরগঞ্জ জেলা। ৩ দিনের ম্যাচে কুমিল্লা জেলাকে ১৮৪ রানের বড় ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তারা।
৯ ঘণ্টা আগেভিনিসিয়ুস জুনিয়র-রাফিনিয়া-নেইমারদের নতুন কোচ কে? এই প্রশ্নে শেষ হয়ে আসছে অপেক্ষার পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহে নাম ঘোষণা করতে পারে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
৯ ঘণ্টা আগেপাসপোর্ট হাতে পাওয়ার মাত্র একদিনের ভেতরই ফিফা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির অনুমোদন পেয়ে গেলেন সমিত সোম। তাই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা নেই তাঁর। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। সবকিছু ঠিক থাকলে আগামী জুনে এএফসি এশিয়া কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়ার
৯ ঘণ্টা আগেকানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পর বাংলাদেশের পাসপোর্টও হাতে পেয়েছেন সোমিত সোম। বাকি রইল শুধু ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির ছাড়পত্র। সেটি পেলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকবে না তাঁর। এর মধ্যেই সোমিত পেয়েছেন আরেকটি সুখবর। কানাডিয়ান প্রিমিয়ার লিগের সপ্তাহের সেরা দলে জায়গা করে নিয়
১০ ঘণ্টা আগে