সেভিয়ার বিপক্ষে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্ত শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। জেতা ম্যাচ হেরে যাওয়ায় ইউনাইটেডকে খোঁচা দিয়েছেন পিটার স্মাইকেল।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। মার্সেল সাবিতজারের জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। ১৪ ও ২১ মিনিটে গোল দুটি করেন সাবিতজার। দাভিদ ডি গিয়া দুর্দান্ত কিছু সেইভ দিয়ে বাঁচিয়েছিলেন ইউনাইটেডকে। ২-০ তে অনেকক্ষণ এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে সেভিয়া পায় প্রথম গোল। ইউনাইটেডের জয় যখন প্রায় নিশ্চিত, তখন বাধ সাধেন হ্যারি ম্যাগুয়ার। অতিরিক্ত সময়ে ইংলিশ এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচে ২-২ সমতা হয় এবং ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
নিশ্চিত জয় এভাবে হাতছাড়া হওয়ায় ম্যান ইউকে খোঁচা দিয়েছেন স্মাইকেল। ডেনমার্কের সাবেক এই গোলরক্ষক বলেন, ‘দি গিয়া দারুণ খেলেছে। দারুণ দুটো সেভ দিয়েছে। দলকে সে এগিয়ে নিয়েছিল। সেরা খেলোয়াড় সাবিতজার দুটো গোল করেছে। তার সতীর্থরা তাকে ডুবিয়েছে। সে পথ দেখিয়েছিল, কিন্তু সতীর্থরা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচটা ৫-০ তে জেতা উচিত ছিল। কয়েকজন খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স যথেষ্ট ভালো হচ্ছে কি না তা ভাবতে হবে। নিজের পারফরম্যান্স নিয়ে তাঁদের লজ্জিত হওয়া উচিত।’
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।
সেভিয়ার বিপক্ষে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্ত শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। জেতা ম্যাচ হেরে যাওয়ায় ইউনাইটেডকে খোঁচা দিয়েছেন পিটার স্মাইকেল।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। মার্সেল সাবিতজারের জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। ১৪ ও ২১ মিনিটে গোল দুটি করেন সাবিতজার। দাভিদ ডি গিয়া দুর্দান্ত কিছু সেইভ দিয়ে বাঁচিয়েছিলেন ইউনাইটেডকে। ২-০ তে অনেকক্ষণ এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে সেভিয়া পায় প্রথম গোল। ইউনাইটেডের জয় যখন প্রায় নিশ্চিত, তখন বাধ সাধেন হ্যারি ম্যাগুয়ার। অতিরিক্ত সময়ে ইংলিশ এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচে ২-২ সমতা হয় এবং ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
নিশ্চিত জয় এভাবে হাতছাড়া হওয়ায় ম্যান ইউকে খোঁচা দিয়েছেন স্মাইকেল। ডেনমার্কের সাবেক এই গোলরক্ষক বলেন, ‘দি গিয়া দারুণ খেলেছে। দারুণ দুটো সেভ দিয়েছে। দলকে সে এগিয়ে নিয়েছিল। সেরা খেলোয়াড় সাবিতজার দুটো গোল করেছে। তার সতীর্থরা তাকে ডুবিয়েছে। সে পথ দেখিয়েছিল, কিন্তু সতীর্থরা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচটা ৫-০ তে জেতা উচিত ছিল। কয়েকজন খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স যথেষ্ট ভালো হচ্ছে কি না তা ভাবতে হবে। নিজের পারফরম্যান্স নিয়ে তাঁদের লজ্জিত হওয়া উচিত।’
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।
রংপুর রাইডার্সের সামনে সুযোগ ছিল গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের। গতকাল গায়নায় টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় সেটি আর বাস্তবে পরিণত হয়নি। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হারাল নুরুল হাসান সোহানের দল।
৩ মিনিট আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের ক্রিকেট কোথায়, কখন হবে তা চূড়ান্ত হয়েছে কদিন আগেই। তবে গেমস ক্রিকেটকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন—পুরুষ ও নারী বিভাগে কোন ছয়টি দল, কিসের ভিত্তিতে অংশ নেবে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আইসিসি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের। তবে এর আগে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভুটান ম্যাচের দিকে।
১ ঘণ্টা আগে