ক্রীড়া ডেস্ক
সেভিয়ার বিপক্ষে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্ত শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। জেতা ম্যাচ হেরে যাওয়ায় ইউনাইটেডকে খোঁচা দিয়েছেন পিটার স্মাইকেল।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। মার্সেল সাবিতজারের জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। ১৪ ও ২১ মিনিটে গোল দুটি করেন সাবিতজার। দাভিদ ডি গিয়া দুর্দান্ত কিছু সেইভ দিয়ে বাঁচিয়েছিলেন ইউনাইটেডকে। ২-০ তে অনেকক্ষণ এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে সেভিয়া পায় প্রথম গোল। ইউনাইটেডের জয় যখন প্রায় নিশ্চিত, তখন বাধ সাধেন হ্যারি ম্যাগুয়ার। অতিরিক্ত সময়ে ইংলিশ এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচে ২-২ সমতা হয় এবং ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
নিশ্চিত জয় এভাবে হাতছাড়া হওয়ায় ম্যান ইউকে খোঁচা দিয়েছেন স্মাইকেল। ডেনমার্কের সাবেক এই গোলরক্ষক বলেন, ‘দি গিয়া দারুণ খেলেছে। দারুণ দুটো সেভ দিয়েছে। দলকে সে এগিয়ে নিয়েছিল। সেরা খেলোয়াড় সাবিতজার দুটো গোল করেছে। তার সতীর্থরা তাকে ডুবিয়েছে। সে পথ দেখিয়েছিল, কিন্তু সতীর্থরা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচটা ৫-০ তে জেতা উচিত ছিল। কয়েকজন খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স যথেষ্ট ভালো হচ্ছে কি না তা ভাবতে হবে। নিজের পারফরম্যান্স নিয়ে তাঁদের লজ্জিত হওয়া উচিত।’
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।
সেভিয়ার বিপক্ষে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের জয় ছিল সময়ের ব্যাপার। কিন্ত শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে ড্র হয় ম্যাচ। জেতা ম্যাচ হেরে যাওয়ায় ইউনাইটেডকে খোঁচা দিয়েছেন পিটার স্মাইকেল।
গতকাল ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় ম্যান ইউ-সেভিয়া। মার্সেল সাবিতজারের জোড়া গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ইউনাইটেড। ১৪ ও ২১ মিনিটে গোল দুটি করেন সাবিতজার। দাভিদ ডি গিয়া দুর্দান্ত কিছু সেইভ দিয়ে বাঁচিয়েছিলেন ইউনাইটেডকে। ২-০ তে অনেকক্ষণ এগিয়ে ছিল রেড ডেভিলরা। ৮৪ মিনিটে টাইরেল ম্যালাসিয়ার আত্মঘাতী গোলে সেভিয়া পায় প্রথম গোল। ইউনাইটেডের জয় যখন প্রায় নিশ্চিত, তখন বাধ সাধেন হ্যারি ম্যাগুয়ার। অতিরিক্ত সময়ে ইংলিশ এই ডিফেন্ডারের আত্মঘাতী গোলে ম্যাচে ২-২ সমতা হয় এবং ২-২ গোলেই ম্যাচ ড্র হয়।
নিশ্চিত জয় এভাবে হাতছাড়া হওয়ায় ম্যান ইউকে খোঁচা দিয়েছেন স্মাইকেল। ডেনমার্কের সাবেক এই গোলরক্ষক বলেন, ‘দি গিয়া দারুণ খেলেছে। দারুণ দুটো সেভ দিয়েছে। দলকে সে এগিয়ে নিয়েছিল। সেরা খেলোয়াড় সাবিতজার দুটো গোল করেছে। তার সতীর্থরা তাকে ডুবিয়েছে। সে পথ দেখিয়েছিল, কিন্তু সতীর্থরা কাজে লাগাতে পারেননি। এই ম্যাচটা ৫-০ তে জেতা উচিত ছিল। কয়েকজন খেলোয়াড়ের নিজের পারফরম্যান্স যথেষ্ট ভালো হচ্ছে কি না তা ভাবতে হবে। নিজের পারফরম্যান্স নিয়ে তাঁদের লজ্জিত হওয়া উচিত।’
প্রথম লেগ ২-২ গোলে ড্র হওয়ায় ফিরতি লেগ হয়ে গেছে সেমিফাইনাল নির্ধারণী। ২০ এপ্রিল র্যামন সানচেজ পিজুয়ান স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে সেভিয়া-ম্যান ইউ।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৪ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
৪ ঘণ্টা আগে