৫২ মিনিটে বুকায়ো সাকা স্পট কিক থেকে বলটা গোলপোস্টের বাইরে না মারলে হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারত আর্সেনাল। তিন পয়েন্ট পাওয়া যে এখন তাদের সোনার চেয়েও দামি। কিন্তু সাকার পেনাল্টি মিসের খেসারতই দিতে হলো গানারদের।
ম্যাচের শুরুতে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ওয়েস্ট হামের বিপক্ষের ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ২০০৩-০৪ মৌসুমের পর কোচ মিকেল আর্তেতার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার স্বপ্নে বিভোর গানারদের এটি বড় হোঁচটই। কেননা তাদের ঘাড়ে যে নিশ্বাস ফেলছে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি!
এই ড্রয়ে অবশ্য ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্তেতার দল। তবে সিটি পরের ম্যাচ জিতলে সমান ম্যাচে গানারদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়াবে মাত্র ১। বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারালে তখন শিরোপা স্বপ্নটাও বিসর্জন দিতে হবে আর্সেনালের। লিগে এ নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল তারা। এর আগের ম্যাচেও লিভারপুলের বিপক্ষে তাদের মাঠ অ্যানফিল্ডে শুরুতে দুই গোলে এগিয়ে থেকে ড্র করে আর্সেনাল।
ওয়েস্ট হামের মাঠ লন্ডন স্টেডিয়ামে ৭ মিনিটে বেন হোয়াইটের পাস থেকে গানারদের এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। এর তিন মিনিট পর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাস থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ওদেগার্দ। তবে প্রথমার্ধেই ব্যবধান কমায় ওয়েস্ট হাম। ৩৩ মিনিটে পেনাল্টি একটি গোল শোধ দেন সেইড বেনরাহমা।
দ্বিতীয়ার্ধে ব্যবধানটা বাড়ানোর সুযোগ পায় আর্সেনাল। কিন্তু পেনাল্টি হাতছাড়া করেন সাকা। এর ২ মিনিট ২০ সেকেন্ড পর তার খেসারত দিতে হয় গানারদের। থিলো কেহরারের পাস থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন ওয়েস্ট হাম উইঙ্গার জারোড বোয়েন। ড্র করলেও এখনো অবনমন শঙ্কায় আছে ডেভিড ময়েসের দল। ৩০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার ১৫ তম স্থানে ওয়েস্ট হাম।
৫২ মিনিটে বুকায়ো সাকা স্পট কিক থেকে বলটা গোলপোস্টের বাইরে না মারলে হয়তো জয় নিয়ে মাঠ ছাড়তে পারত আর্সেনাল। তিন পয়েন্ট পাওয়া যে এখন তাদের সোনার চেয়েও দামি। কিন্তু সাকার পেনাল্টি মিসের খেসারতই দিতে হলো গানারদের।
ম্যাচের শুরুতে দুই গোলে এগিয়ে যাওয়ার পরও ওয়েস্ট হামের বিপক্ষের ২-২ গোলে ড্র করেছে আর্সেনাল। ২০০৩-০৪ মৌসুমের পর কোচ মিকেল আর্তেতার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতার স্বপ্নে বিভোর গানারদের এটি বড় হোঁচটই। কেননা তাদের ঘাড়ে যে নিশ্বাস ফেলছে গত আসরের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি!
এই ড্রয়ে অবশ্য ৩১ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্তেতার দল। তবে সিটি পরের ম্যাচ জিতলে সমান ম্যাচে গানারদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়াবে মাত্র ১। বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারালে তখন শিরোপা স্বপ্নটাও বিসর্জন দিতে হবে আর্সেনালের। লিগে এ নিয়ে টানা দুই ম্যাচ ড্র করল তারা। এর আগের ম্যাচেও লিভারপুলের বিপক্ষে তাদের মাঠ অ্যানফিল্ডে শুরুতে দুই গোলে এগিয়ে থেকে ড্র করে আর্সেনাল।
ওয়েস্ট হামের মাঠ লন্ডন স্টেডিয়ামে ৭ মিনিটে বেন হোয়াইটের পাস থেকে গানারদের এগিয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। এর তিন মিনিট পর গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পাস থেকে দলের ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ওদেগার্দ। তবে প্রথমার্ধেই ব্যবধান কমায় ওয়েস্ট হাম। ৩৩ মিনিটে পেনাল্টি একটি গোল শোধ দেন সেইড বেনরাহমা।
দ্বিতীয়ার্ধে ব্যবধানটা বাড়ানোর সুযোগ পায় আর্সেনাল। কিন্তু পেনাল্টি হাতছাড়া করেন সাকা। এর ২ মিনিট ২০ সেকেন্ড পর তার খেসারত দিতে হয় গানারদের। থিলো কেহরারের পাস থেকে দুর্দান্ত ভলিতে জাল খুঁজে নেন ওয়েস্ট হাম উইঙ্গার জারোড বোয়েন। ড্র করলেও এখনো অবনমন শঙ্কায় আছে ডেভিড ময়েসের দল। ৩০ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার ১৫ তম স্থানে ওয়েস্ট হাম।
খেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
৫ মিনিট আগেটেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার কাছে নাস্তানাবুদ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয় ভক্ত-সমর্থকেরা আশা করেছিলেন, ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতে হয়তো দারুণ কিছু মুহূর্ত উপহার দেবে দলটি। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে এবার পুরো সিরিজেই ধোলাই খেয়ে গেল উইন্ডিজ।
২৩ মিনিট আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন করতে পাঁচটি স্পোর্টস মার্কেটিং পরামর্শক প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে। আগ্রহী পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে চারটিই বিদেশি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দায়িত্ব নিয়ে কত অস্বস্তিকর বিষয় যে আসছে আমিনুল ইসলাম বুলবুলের সামনে! এই যেমন এক তরুণ ক্রিকেটারের পোশাকের রুচি নিয়ে প্রশ্ন উঠছে। কাল এক সিনিয়র ক্রিকেটারের বিরুদ্ধে তো বন্ধুদের মারধরের অভিযোগ পর্যন্ত এসেছে।
১ ঘণ্টা আগে