ম্যান সিটি-আর্সেনালের শিরোপাভাগ্য কি রাতেই নির্ধারিত হবে
তীরে এসে তরি ডুবতে বসেছে আর্সেনালের। ২০০৩-০৪ মৌসুমের পর প্রথম প্রিমিয়ার লিগ জেতার স্বপ্নে যখন বিভোর গানাররা, তখনই টানা তিন ধাক্কা। লিগে শেষ ৩ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি না করলে হয়তো স্বস্তিতেই থাকতে পারত মিকেল আর্তেতার দল। এখন তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।