তীরে এসে তরি ডুবতে বসেছে আর্সেনালের। ২০০৩-০৪ মৌসুমের পর প্রথম প্রিমিয়ার লিগ জেতার স্বপ্নে যখন বিভোর গানাররা, তখনই টানা তিন ধাক্কা। লিগে শেষ ৩ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি না করলে হয়তো স্বস্তিতেই থাকতে পারত মিকেল আর্তেতার দল। এখন তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট পেলেও এখনো শিরোপা ঘরে তোলা নিয়ে নিশ্চিত হতে পারছে না আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তাদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না সিটিজেনরা। পরের প্রতিটি ম্যাচ যদি জেতে, তবে চলতি মৌসুমেই ট্রেবলের স্বপ্ন দেখা পেপ গার্দিওলার দল হ্যাটট্রিক প্রিমিয়ার লিগও জিতে নেবে। তবে এই ইংলিশ ফুটবলের মুকুট কে পরবে, সেটি অনেকটা নিশ্চিত হয়ে যাবে আজ রাতে। ইতিহাদে কঠিন পরীক্ষায় নামবে আর্সেনাল।
আর্তেতা মনে করেন, আজ সিটির বিপক্ষে ম্যাচটিই প্রিমিয়ার লিগ শিরোপার নিষ্পত্তি করবে না। আর্সেনাল কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি, আমরা ইতিহাদে যাচ্ছি। কঠিন হবে ম্যাচটি, এটাই কি মৌসুমের নিষ্পত্তি করে দেবে? না। আমরা যদি আগামীকাল (আজ) জিতি, তবে লিগ জিতব না। তবে কিছু দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।’
চাপের মুখে আর্তেতা স্বস্তিতে থাকলেও গার্দিওলা অবশ্য আর্সেনালকে সমীহই করছেন। সিটি কোচ জানিয়েছেন, চলতি মৌসুমে গানাররা প্রতি ম্যাচে কাপ ফাইনালের মতো খেলছে। তবে সিটির এখনো অনেক কিছু করার আছে।
আজ যে-ই জিতুক, দুই দলকে শিরোপা জেতার পথে টপকাতে হবে চেলসির বাধাও।
তীরে এসে তরি ডুবতে বসেছে আর্সেনালের। ২০০৩-০৪ মৌসুমের পর প্রথম প্রিমিয়ার লিগ জেতার স্বপ্নে যখন বিভোর গানাররা, তখনই টানা তিন ধাক্কা। লিগে শেষ ৩ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি না করলে হয়তো স্বস্তিতেই থাকতে পারত মিকেল আর্তেতার দল। এখন তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।
৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট পেলেও এখনো শিরোপা ঘরে তোলা নিয়ে নিশ্চিত হতে পারছে না আর্সেনাল। দুই ম্যাচ কম খেলে ৭০ পয়েন্ট নিয়ে তাদের স্বস্তিতে থাকতে দিচ্ছে না সিটিজেনরা। পরের প্রতিটি ম্যাচ যদি জেতে, তবে চলতি মৌসুমেই ট্রেবলের স্বপ্ন দেখা পেপ গার্দিওলার দল হ্যাটট্রিক প্রিমিয়ার লিগও জিতে নেবে। তবে এই ইংলিশ ফুটবলের মুকুট কে পরবে, সেটি অনেকটা নিশ্চিত হয়ে যাবে আজ রাতে। ইতিহাদে কঠিন পরীক্ষায় নামবে আর্সেনাল।
আর্তেতা মনে করেন, আজ সিটির বিপক্ষে ম্যাচটিই প্রিমিয়ার লিগ শিরোপার নিষ্পত্তি করবে না। আর্সেনাল কোচ গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা জানি, আমরা ইতিহাদে যাচ্ছি। কঠিন হবে ম্যাচটি, এটাই কি মৌসুমের নিষ্পত্তি করে দেবে? না। আমরা যদি আগামীকাল (আজ) জিতি, তবে লিগ জিতব না। তবে কিছু দূর এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে।’
চাপের মুখে আর্তেতা স্বস্তিতে থাকলেও গার্দিওলা অবশ্য আর্সেনালকে সমীহই করছেন। সিটি কোচ জানিয়েছেন, চলতি মৌসুমে গানাররা প্রতি ম্যাচে কাপ ফাইনালের মতো খেলছে। তবে সিটির এখনো অনেক কিছু করার আছে।
আজ যে-ই জিতুক, দুই দলকে শিরোপা জেতার পথে টপকাতে হবে চেলসির বাধাও।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
৭ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৯ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৯ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
১০ ঘণ্টা আগে