Ajker Patrika

৬৭ হাজার কোটি টাকায় ম্যান ইউকে কিনতে চান কাতারের ধনকুবের 

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১২: ০৮
৬৭ হাজার কোটি টাকায় ম্যান ইউকে কিনতে চান কাতারের ধনকুবের 

গ্লেজার্স পরিবার ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দুতে এই ক্লাব। ইংলিশ এই ক্লাব কেনার আগ্রহ প্রকাশ করছেন অনেক ধনকুবের। ম্যান ইউকে প্রায় ৬৭ হাজার কোটি টাকায় কিনতে চান কাতারের শেখ জসিম বিন হামাদ আল-থানি। 

গতকাল ছিল তৃতীয়বারের মতো দরপ্রস্তাব করার শেষ সময়। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, দরপ্রস্তাবের শেষ দিনে হাঁকানোর ইউনাইটেড কিনতে ৫০০ কোটি পাউন্ড দাম হাঁকিয়েছেন শেখ জসিম। বাংলাদেশি মুদ্রায় যা ৬৬ হাজার ৭০৮ কোটি ৪৬ লাখ টাকা। তৃতীয়বার দরপ্রস্তাব করেছেন ইনিওস কেমিক্যালস গ্রুপের প্রধান নির্বাহী জিম র‍্যাটক্লিফ। তবে ব্রিটিশ এই ধনকুবের কত দাম বলেছেন, তা অবশ্য জানা যায়নি। জসিম ও র‍্যাটক্লিফের দরপ্রস্তাব জমা দেওয়ার কথা নিশ্চিত করে টুইট করেছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। 

ম্যান ইউর শতভাগ মালিকানার ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন শেখ জসিম। একই সঙ্গে ক্লাবের অবকাঠামো পাল্টানোর ব্যাপারে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। অনুশীলন কেন্দ্রর সঙ্গে ওল্ড ট্র্যাফোর্ড সংস্কারের পরিকল্পনা করছেন তিনি। নতুন স্টেডিয়াম বানানোর চিন্তাও করছেন কাতারি এই ধনকুবের। অন্যদিকে ইউনাইটেডের আংশিক মালিকানা নেওয়ার আগ্রহ দেখিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত