Ajker Patrika

মেসি-হালান্ডদের লিগ থেকে যেখানে অনন্য সিরি-‘আ’ 

মেসি-হালান্ডদের লিগ থেকে যেখানে অনন্য সিরি-‘আ’ 

৩৩ বছরের অপেক্ষা শেষে গতকাল সিরি-‘আ’র শিরোপা জিতল নাপোলি। ডেসিয়া অ্যারেনাতে উদিনেসের বিপক্ষে ড্র করে আগেভাগেই ২০২২-২৩ সিরি-‘আ’ নিশ্চিত করল নেপোলিটানরা। নাপোলির শিরোপা জয়ই ইতালিয়ান এই লিগকে করেছে অনন্য। 

সিরি-‘আ’ তে সর্বশেষ চার মৌসুমে চারটি ভিন্ন দল শিরোপা জিতেছে। ২০১৯-২০ শিরোপা জিতেছে জুভেন্টাস। এরপর ২০২০-২১ এ জিতেছে ইন্টার মিলান। এসি মিলান জিতেছে ২০২১-২২ সিরি-‘আ’ আর গতকাল শিরোপা জিতেছে নাপোলি। সর্বশেষ চার মৌসুমের চারটিতে ভিন্ন চারটি দল শিরোপা অর্জনের একমাত্র ইউরোপীয় লিগ হলো সিরি-‘আ’। ইউরোপের বিখ্যাত লিগগুলোর মধ্যে আর কোনোটিতেই এমন রেকর্ড নেই। 

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে লিভারপুল। এরপর টানা দুই মৌসুম ইপিএল শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটির সামনে এবার সুযোগ রয়েছে হ্যাটট্রিক করার। এবারের ইপিএল জয়ে সমানে সমানে লড়াই চলছে আর্সেনাল ও সিটির। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৫ জয, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। আর ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে গানার্সরা। আর লিগ ওয়ানে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরপরের মৌসুমের শিরোপা জিতেছে লিল। তারপর ২০২১-২২ মৌসুমের শিরোপা জেতে পিএসজি। প্যারিসিয়ানদের কাছে এবারও রয়েছে লিগ ওয়ান জয়ের সুযোগ। 

অন্যদিকে লা-লিগায় সর্বশেষ তিন মৌসুমে শিরোপা জিতেছে দুই মাদ্রিদ। ২০১৯-২০ জিতেছে রিয়াল মাদ্রিদ। এরপরের মৌসুমের শিরোপা জেতে আতলেতিকো মাদ্রিদ। আর গত মৌসুমের শিরোপা জিতেছে রিয়ালরা। এবার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বার্সেলোনার। এক ম্যাচ জিতলেই ২০২২-২৩ লা লিগা চ্যাম্পিয়ন হবে কাতালানরা। আর বুন্দেস লিগাতে বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য। সর্বশেষ টানা দশ মৌসুমের সবকটিই জিতেছে বায়ার্ন। এবারের বুন্দেসলিগা জয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বায়ার্ন ও বরুসিয়া ডর্টমুন্ডের। ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে রয়েছে বায়ার্ন ও ডটমুন্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত