৩৩ বছরের অপেক্ষা শেষে গতকাল সিরি-‘আ’র শিরোপা জিতল নাপোলি। ডেসিয়া অ্যারেনাতে উদিনেসের বিপক্ষে ড্র করে আগেভাগেই ২০২২-২৩ সিরি-‘আ’ নিশ্চিত করল নেপোলিটানরা। নাপোলির শিরোপা জয়ই ইতালিয়ান এই লিগকে করেছে অনন্য।
সিরি-‘আ’ তে সর্বশেষ চার মৌসুমে চারটি ভিন্ন দল শিরোপা জিতেছে। ২০১৯-২০ শিরোপা জিতেছে জুভেন্টাস। এরপর ২০২০-২১ এ জিতেছে ইন্টার মিলান। এসি মিলান জিতেছে ২০২১-২২ সিরি-‘আ’ আর গতকাল শিরোপা জিতেছে নাপোলি। সর্বশেষ চার মৌসুমের চারটিতে ভিন্ন চারটি দল শিরোপা অর্জনের একমাত্র ইউরোপীয় লিগ হলো সিরি-‘আ’। ইউরোপের বিখ্যাত লিগগুলোর মধ্যে আর কোনোটিতেই এমন রেকর্ড নেই।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে লিভারপুল। এরপর টানা দুই মৌসুম ইপিএল শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটির সামনে এবার সুযোগ রয়েছে হ্যাটট্রিক করার। এবারের ইপিএল জয়ে সমানে সমানে লড়াই চলছে আর্সেনাল ও সিটির। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৫ জয, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। আর ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে গানার্সরা। আর লিগ ওয়ানে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরপরের মৌসুমের শিরোপা জিতেছে লিল। তারপর ২০২১-২২ মৌসুমের শিরোপা জেতে পিএসজি। প্যারিসিয়ানদের কাছে এবারও রয়েছে লিগ ওয়ান জয়ের সুযোগ।
অন্যদিকে লা-লিগায় সর্বশেষ তিন মৌসুমে শিরোপা জিতেছে দুই মাদ্রিদ। ২০১৯-২০ জিতেছে রিয়াল মাদ্রিদ। এরপরের মৌসুমের শিরোপা জেতে আতলেতিকো মাদ্রিদ। আর গত মৌসুমের শিরোপা জিতেছে রিয়ালরা। এবার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বার্সেলোনার। এক ম্যাচ জিতলেই ২০২২-২৩ লা লিগা চ্যাম্পিয়ন হবে কাতালানরা। আর বুন্দেস লিগাতে বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য। সর্বশেষ টানা দশ মৌসুমের সবকটিই জিতেছে বায়ার্ন। এবারের বুন্দেসলিগা জয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বায়ার্ন ও বরুসিয়া ডর্টমুন্ডের। ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে রয়েছে বায়ার্ন ও ডটমুন্ড।
৩৩ বছরের অপেক্ষা শেষে গতকাল সিরি-‘আ’র শিরোপা জিতল নাপোলি। ডেসিয়া অ্যারেনাতে উদিনেসের বিপক্ষে ড্র করে আগেভাগেই ২০২২-২৩ সিরি-‘আ’ নিশ্চিত করল নেপোলিটানরা। নাপোলির শিরোপা জয়ই ইতালিয়ান এই লিগকে করেছে অনন্য।
সিরি-‘আ’ তে সর্বশেষ চার মৌসুমে চারটি ভিন্ন দল শিরোপা জিতেছে। ২০১৯-২০ শিরোপা জিতেছে জুভেন্টাস। এরপর ২০২০-২১ এ জিতেছে ইন্টার মিলান। এসি মিলান জিতেছে ২০২১-২২ সিরি-‘আ’ আর গতকাল শিরোপা জিতেছে নাপোলি। সর্বশেষ চার মৌসুমের চারটিতে ভিন্ন চারটি দল শিরোপা অর্জনের একমাত্র ইউরোপীয় লিগ হলো সিরি-‘আ’। ইউরোপের বিখ্যাত লিগগুলোর মধ্যে আর কোনোটিতেই এমন রেকর্ড নেই।
ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে লিভারপুল। এরপর টানা দুই মৌসুম ইপিএল শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটির সামনে এবার সুযোগ রয়েছে হ্যাটট্রিক করার। এবারের ইপিএল জয়ে সমানে সমানে লড়াই চলছে আর্সেনাল ও সিটির। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৫ জয, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। আর ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে গানার্সরা। আর লিগ ওয়ানে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরপরের মৌসুমের শিরোপা জিতেছে লিল। তারপর ২০২১-২২ মৌসুমের শিরোপা জেতে পিএসজি। প্যারিসিয়ানদের কাছে এবারও রয়েছে লিগ ওয়ান জয়ের সুযোগ।
অন্যদিকে লা-লিগায় সর্বশেষ তিন মৌসুমে শিরোপা জিতেছে দুই মাদ্রিদ। ২০১৯-২০ জিতেছে রিয়াল মাদ্রিদ। এরপরের মৌসুমের শিরোপা জেতে আতলেতিকো মাদ্রিদ। আর গত মৌসুমের শিরোপা জিতেছে রিয়ালরা। এবার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বার্সেলোনার। এক ম্যাচ জিতলেই ২০২২-২৩ লা লিগা চ্যাম্পিয়ন হবে কাতালানরা। আর বুন্দেস লিগাতে বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য। সর্বশেষ টানা দশ মৌসুমের সবকটিই জিতেছে বায়ার্ন। এবারের বুন্দেসলিগা জয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বায়ার্ন ও বরুসিয়া ডর্টমুন্ডের। ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে রয়েছে বায়ার্ন ও ডটমুন্ড।
এশিয়া কাপ ও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলের নেতৃত্বে আছেন নিয়মিত অধিনায়ক রশিদ খান। তবে বাদ পড়েছেন মুজিব-উর রহমান ও নাজিবউল্লাহ জাদরানের মতো তারকা ক্রিকেটাররা।
১১ ঘণ্টা আগেউইম্বলডনের সেমিফাইনালে ইয়ানিক সিনারের কাছে পরাজিত হওয়ার পর এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি নোভাক জোকোভিচ। এ সপ্তাহে শুরু হতে যাওয়া এটিপি সিনসিনাটি মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ৩৮ বছর বয়সী এই সার্বিয়ান তারকা। টুর্নামেন্ট কমিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
১২ ঘণ্টা আগেম্যাচসেরার পুরস্কার হিসেবে সাধারণত ট্রফি কিংবা অর্থ দেওয়া হয় বেশির ভাগ সময়। কিন্তু ডেনমার্কের প্রথম বিভাগ ফুটবল লিগে ঘটল এক অদ্ভুত এক ঘটনা। ম্যাচসেরা হয়ে ফরাসি ফুটবলার মাক্সিম সুলাস পেলেন ৫৫ কেজি আলু। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।
১২ ঘণ্টা আগেটি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে একই সঙ্গে ক্রিকেটের এই সংস্করণ ছাড়ার ঘোষণা দেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। কয়েক দিন আগে-পরে এ বছর টেস্ট সংস্করণকে বিদায়ের ঘোষণা দেন তাঁরা। তবে ওয়ানডে ক্যারিয়ার তাঁরা জিইয়ে রেখেছেন এই আশায়—২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই ক্যারিয়ারের ইতি টানবেন!
১৩ ঘণ্টা আগে