কোচ, ফুটবলারদের সঙ্গে দর্শকদের হাতাহাতি হওয়া যেন বেশ স্বাভাবিক ঘটনা। এমন ঘটনায় দর্শকদের শাস্তিও হচ্ছে নিয়মিত। তবু কমছে না এই ঘটনা। গতকাল কোচকে ধাক্কা দিয়ে নিষিদ্ধ হয়েছেন এক দর্শক।
এলান্ড রোডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে লিডস ইউনাইটেড-নিউক্যাসল। ম্যাচের শেষ দিকে নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে সরাসরি ডাগআউটে ঢুকে পড়েন এক দর্শক। ডাগআউটে গিয়ে নিউক্যাসল কোচ এডি হাওর সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। হাওকে ধাক্কা দেন সেই দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তারের পাশাপাশি আজীবন নিষিদ্ধও করা হয়েছে। লিডস ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, আজ (গতকাল) প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজীবন নিষিদ্ধও করা হয়েছে।
ধাক্কা খাওয়ার ঘটনায় বেশ চমকে গিয়েছিলেন হাওয়ে। নিউক্যাসল কোচ বলেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনোই আমার হয়নি। আমি অন্য দিকে তাকিয়েছিলাম। তিনি এসে আমার সঙ্গে চিৎকার করা শুরু করলেন। তবে আমি কোনো উত্তর দিইনি। খেলোয়াড়, কোচিং স্টাফসহ সবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।’ এই ঘটনা নিয়ে কথা বলেছেন ধারাভাষ্যকার স্যাম ম্যাটারফেস। টকস্পোর্টকে এই ঘটনার বিবরণ দিয়ে ম্যাটারফেস বলেন, ‘এটা কি ছিল? তাকে আজীবন নিষিদ্ধ করা উচিত। এই লোককে কখনোই ফুটবল ম্যাচে আসা উচিত না।’
কোচ, ফুটবলারদের সঙ্গে দর্শকদের হাতাহাতি হওয়া যেন বেশ স্বাভাবিক ঘটনা। এমন ঘটনায় দর্শকদের শাস্তিও হচ্ছে নিয়মিত। তবু কমছে না এই ঘটনা। গতকাল কোচকে ধাক্কা দিয়ে নিষিদ্ধ হয়েছেন এক দর্শক।
এলান্ড রোডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে লিডস ইউনাইটেড-নিউক্যাসল। ম্যাচের শেষ দিকে নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে সরাসরি ডাগআউটে ঢুকে পড়েন এক দর্শক। ডাগআউটে গিয়ে নিউক্যাসল কোচ এডি হাওর সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। হাওকে ধাক্কা দেন সেই দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তারের পাশাপাশি আজীবন নিষিদ্ধও করা হয়েছে। লিডস ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, আজ (গতকাল) প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজীবন নিষিদ্ধও করা হয়েছে।
ধাক্কা খাওয়ার ঘটনায় বেশ চমকে গিয়েছিলেন হাওয়ে। নিউক্যাসল কোচ বলেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনোই আমার হয়নি। আমি অন্য দিকে তাকিয়েছিলাম। তিনি এসে আমার সঙ্গে চিৎকার করা শুরু করলেন। তবে আমি কোনো উত্তর দিইনি। খেলোয়াড়, কোচিং স্টাফসহ সবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।’ এই ঘটনা নিয়ে কথা বলেছেন ধারাভাষ্যকার স্যাম ম্যাটারফেস। টকস্পোর্টকে এই ঘটনার বিবরণ দিয়ে ম্যাটারফেস বলেন, ‘এটা কি ছিল? তাকে আজীবন নিষিদ্ধ করা উচিত। এই লোককে কখনোই ফুটবল ম্যাচে আসা উচিত না।’
ডায়েরির পাতার পাশে সাঁটানো হলুদ এক চিরকুটে লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০ টা।’ উপরে তারিখটি ছিল ৮ এপ্রিল, ২০১৪। ১১ বছর আগে নিজের করা সেই ভবিষ্যদ্বাণীকে সত্যিতে রূপ দিলেন এনামুল হক বিজয়। স্বীকৃত ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০ সেঞ্চুরির মালিক হলেন..
১৬ মিনিট আগেটেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে মুখোমুখি হয়েছে চার বছর পর। ২০২১ সালে হারারের পর এবার তারা খেলছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিলেটে আজ শুরু হওয়া প্রথম টেস্টে সকালে ধাক্কা খেলেও সেই ধাক্কা বাংলাদেশ কাটিয়ে ওঠে ঠিকই। কিন্তু হঠাৎ ধসের সেই রোগ থেকে তো আর বাংলাদেশ সহসা বের হতে পারছে না।
১ ঘণ্টা আগেএকটু এদিক-সেদিক হলে নারী ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের পরিবর্তে উঠত ওয়েস্ট ইন্ডিজ। শেষ পর্যন্ত নিগার সুলতানা জ্যোতির বাংলাদেশ কেটেছে মূলপর্বের টিকিট। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) বিশ্বকাপ বাছাইপর্বের সেরা একাদশে নাম আছেন দুই বাংলাদেশি।
২ ঘণ্টা আগেহামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানো চেষ্টা করছে বাফুফে। কিউবাও মৌখিকভাবে খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২ ঘণ্টা আগে