Ajker Patrika

কোচ ধাক্কা দিয়ে দর্শক আজীবন নিষিদ্ধ

আপডেট : ১৪ মে ২০২৩, ১৮: ১৬
কোচ ধাক্কা দিয়ে দর্শক আজীবন নিষিদ্ধ

কোচ, ফুটবলারদের সঙ্গে দর্শকদের হাতাহাতি হওয়া যেন বেশ স্বাভাবিক ঘটনা। এমন ঘটনায় দর্শকদের শাস্তিও হচ্ছে নিয়মিত। তবু কমছে না এই ঘটনা। গতকাল কোচকে ধাক্কা দিয়ে নিষিদ্ধ হয়েছেন এক দর্শক।

এলান্ড রোডে গতকাল প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয়েছে লিডস ইউনাইটেড-নিউক্যাসল। ম্যাচের শেষ দিকে নিরাপত্তা কর্মীদের ফাঁকি দিয়ে সরাসরি ডাগআউটে ঢুকে পড়েন এক দর্শক। ডাগআউটে গিয়ে নিউক্যাসল কোচ এডি হাওর সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। হাওকে ধাক্কা দেন সেই দর্শক। পরে এই দর্শককে গ্রেপ্তারের পাশাপাশি আজীবন নিষিদ্ধও করা হয়েছে। লিডস ইউনাইটেড এক বিবৃতিতে জানিয়েছে, আজ (গতকাল) প্রিমিয়ার লিগে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজীবন নিষিদ্ধও করা হয়েছে। 

ধাক্কা খাওয়ার ঘটনায় বেশ চমকে গিয়েছিলেন হাওয়ে। নিউক্যাসল কোচ বলেন, ‘এমন অভিজ্ঞতা আগে কখনোই আমার হয়নি। আমি অন্য দিকে তাকিয়েছিলাম। তিনি এসে আমার সঙ্গে চিৎকার করা শুরু করলেন। তবে আমি কোনো উত্তর দিইনি। খেলোয়াড়, কোচিং স্টাফসহ সবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ।’ এই ঘটনা নিয়ে কথা বলেছেন ধারাভাষ্যকার স্যাম ম্যাটারফেস। টকস্পোর্টকে এই ঘটনার বিবরণ দিয়ে ম্যাটারফেস বলেন, ‘এটা কি ছিল? তাকে আজীবন নিষিদ্ধ করা উচিত। এই লোককে কখনোই ফুটবল ম্যাচে আসা উচিত না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত