Ajker Patrika

কুকুরের ভুলের শাস্তি পেতে যাচ্ছেন আর্সেনাল ফুটবলার

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৮: ১০
কুকুরের ভুলের শাস্তি পেতে যাচ্ছেন আর্সেনাল ফুটবলার

বিড়াল, কুকুর পোষার শখ থাকে অনেকেরই। খেলোয়াড়েরাও এর ব্যতিক্রম নন। পোষা কুকুর থেকে এবার বিপদে পড়েছেন আর্সেনাল ফুটবলার রিস নেলসন। কুকুরের ভুলের কারণে বিচারের মুখোমুখি হচ্ছেন গানার্সদের এই ফরোয়ার্ড। 

নেলসনের ঘটনা অবশ্য দুই বছরেরও আগের। তার কুকুরের নাম টিয়াগো, যা মূলত স্টাফোর্ডশায়ার বুল টেরিয়ার প্রজাতির। ২০২০ এর ২ ডিসেম্বর আর্সেনালের এই ফরোয়ার্ডের বাসায় এসেছিলেন সাইদ মোতালি নামের এক অঙ্গমর্দনকারী। সাইদকে দেখে উদভ্রান্ত হয়ে যায় টিয়াগো। অঙ্গমর্দনকারীকে বাজেভাবে আহত করে সেই কুকুর। এই ঘটনায় অভিযুক্ত করা হয় নেলসনকে। যার বিচার শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বরে। 

গত বছরের ৩১ অক্টোবর এই অভিযোগ অস্বীকার করেছিলেন রিস নেলসন। তখন তাকে নিঃশর্ত জামিন দেওয়া হয়েছিল। আগামী ৪ সেপ্টেম্বর থেকে নেলসনের বিচার কার্যক্রম শুরু হবে।

চলতি মৌসুমে অবশ্য বেশি ম্যাচ খেলার সুযোগ হয়নি নেলসনের। আর্সেনালের এই ফরোয়ার্ড খেলেছেন ১১ ম্যাচ। ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত