সাকিব-লিটনদের থেকে সেঞ্চুরি আশা করেছিলেন সিডন্স
সংস্করণ যা-ই হোক, আয়ারল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতেই যেন পছন্দ বাংলাদেশের। ওয়ানডে, টি-টোয়েন্টির ব্যাটিং বাংলাদেশ টেনে এনেছে মিরপুরে সিরিজের একমাত্র টেস্টেও। তবু বাংলাদেশের ব্যাটিং নিয়ে আক্ষেপ জেমি সিডন্সের। স্বাগতিকদের থেকে বেশি সেঞ্চুরির আশা করেছিলেন সিডন্স।