Ajker Patrika

অভিষেকেই টাকারের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অভিষেকেই টাকারের সেঞ্চুরি

মিরপুর টেস্টে সাত নম্বরে ব্যাটিংয়ে নেমে দারুণ এক সেঞ্চুরি করেছেন লরকান টাকার। এতে আয়ারল্যান্ডের হয়ে অভিষেক টেস্টে সেঞ্চুরি করা দ্বিতীয় ক্রিকেটারও হয়ে গেলেন তিনি। ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলেছিল আয়ারল্যান্ড। ওই ম্যাচে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড গড়েন কেভিন ও’ব্রায়েন। ১১৮ রান করেছিলেন এ অলরাউন্ডার। 

বাংলাদেশের বিপক্ষে আজ টেস্টের তৃতীয় দিন ১০৮ রান করে ইবাদত হোসেনের শিকার হয়ে ফিরেছেন টাকার। ১৪টি চার ও এবং ছক্কায় সাজানো ইনিংসে খেলেছেন ১৬২ বল। তৃতীয় সেশনে তাঁকে ফিরিয়ে ম্যাচে ফিরেছে বাংলাদেশও। 

আগের দুই সেশনে বাংলাদেশের বোলারদের মাত্র ২ উইকেট দিয়েছে আয়ারল্যান্ড। পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম উইকেটে দারুণ ৩টি জুটির সৌজন্যে ৪৪ রানের লিড নিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে সফরকারীরা। পঞ্চম উইকেটে হ্যারি টেক্টর ও পিটার মুর ১৫৪ বলে গড়েছিলেন ৩৮ রানের জুটি। ষষ্ঠ উইকেটে লরকান টাকারকে নিয়ে ১৪৫ বলে ৭২ রানের আরেকটা কার্যকরী জুটি গড়েন টেক্টর। 

মিরপুর টেস্টে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ফিফটি করেছেন টেক্টর। দলের বিপর্যয়ের মুহূর্তে ১৫৯ বলে খেলেছেন ৫৬ রানের ধৈর্যশীল ইনিংস। প্রথম সেশনে মুরকে ড্রেসিংরুমে ফেরান শরিফুল। দ্বিতীয় সেশনে এলবিডব্লিউর ফাঁদে পড়ে তাইজুল ইসলামের শিকার হয়ে ফেরেন টেক্টর। 

সপ্তম উইকেটে অ্যান্ডি ম্যাকব্রাইনকে সঙ্গে নিয়ে টাকার কাটিয়ে দেন দ্বিতীয় সেশনের বাকি সময়। তাঁদের দুজনের ব্যাটে ১৫৫ রানে পিছিয়ে থাকা আয়ারল্যান্ড পেয়েছে লিডও। ইতিমধ্যে ১৭১ বলে সপ্তম উইকেট জুটিতে তাঁরা যোগ করেছেন ১১১ রান। 

ফিফটির পথে হাঁটছেন ম্যাকব্রাইন। ৪৩ রানে ব্যাটিং করছেন এ অলরাউন্ডার। এ প্রতিবেদন পর্যন্ত আয়ারল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৩৭ রান। এতে তাদের লিড হলো ৮২ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত