Ajker Patrika

সাকিব-লিটনদের থেকে সেঞ্চুরি আশা করেছিলেন সিডন্স

সাকিব-লিটনদের থেকে সেঞ্চুরি আশা করেছিলেন সিডন্স

সংস্করণ যা-ই হোক, আয়ারল্যান্ডের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করতেই যেন পছন্দ বাংলাদেশের। ওয়ানডে, টি-টোয়েন্টির ব্যাটিং বাংলাদেশ টেনে এনেছে মিরপুরে সিরিজের একমাত্র টেস্টেও। তবু বাংলাদেশের ব্যাটিং নিয়ে আক্ষেপ জেমি সিডন্সের। স্বাগতিকদের থেকে বেশি সেঞ্চুরির আশা করেছিলেন সিডন্স। 

৩৪ রানে ২ উইকেট হারিয়ে আজ দ্বিতীয় দিন শুরু করে বাংলাদেশ। এরপর ৪০ রানেই তৃতীয় উইকেট হারায় স্বাগতিকেরা। ৩ উইকেট পরার পর উইকেটে আসেন সাকিব আল হাসান। চতুর্থ উইকেটে রান করেছেন সাকিব-মুশফিকুর রহিমের চতুর্থ উইকেটে ১৮৮ বলে ১৫৯ রানের জুটি গড়েন সাকিব-মুশফিকুর রহিম। মুশফিক সেঞ্চুরি পেলেও সাকিব পাননি তিন অঙ্কের দেখা। ৯৪ বলে ৮৭ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। এছাড়া ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ৪১ বলে ৪৩ রান করেন লিটন। সাকিব, লিটনেরও সেঞ্চুরি করা উচিত ছিল বলে মনে করেন সিডন্স। বাংলাদেশের ব্যাটিং কোচ বলেন, ‘বেশ আক্রমণাত্মক ব্যাটিং করেছে আমি মনে করি। কিছু বাজে বলের জন্য ছেলেরা প্রস্তুত ছিল এবং সেগুলো তারা কাজে লাগিয়েছে। স্কোরিং রেট দ্রুত বাড়তে থাকে। তারা যেভাবে ব্যাটিং করেছে তাতে সন্তুষ্ট। সেঞ্চুরি পেয়েছে একটা। সম্ভবত চারটা হতে পারত। লিটন ও সাকিবের সেঞ্চুরি হওয়ার সম্ভাবনা ছিল।’ 

প্রথম ইনিংসে ৩৬৯ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ১৫৫ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা আয়ারল্যান্ড দ্বিতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ২৭ রানে। দুটি করে উইকেট নিয়েছেন সাকিব ও তাইজুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত