Ajker Patrika

সাকিবের আক্ষেপ ও মুশফিকের সেঞ্চুরির সেশন বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ১৫: ৪২
সাকিবের আক্ষেপ ও মুশফিকের সেঞ্চুরির সেশন বাংলাদেশের

দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটা বাংলাদেশের জন্য দুই রকম আবহ তৈরি করেছে। সাকিব আল হাসানের সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ আর মুশফিকুর রহিমের দুর্দান্ত এক সেঞ্চুরি দেখা গেছে এই সেশনে। 

শেষ পর্যন্ত ৫ উইকেটে ৩১৬ রান নিয়ে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের চেয়ে স্বাগতিকেরা এগিয়ে আছে ১০২ রানে। উইকেটে আছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ। ১২৪ রান নিয়ে অপরাজিত আছেন মুশফিক। 

খেলেছেন ১৫৯ বল। তাঁর ইনিংসটি সাজানো ১৫ চার ও ১ ছক্কায়। তাঁর সঙ্গী মিরাজ শেষ সেশনে ১৮ রান নিয়ে ব্যাটিংয়ে নামবেন। এর আগে দুর্দান্ত খেলে ৮৭ রানে আউট হয়েছেন সাকিব। ৯৪ বলে তাঁর ইনিংসটি সাজানো ১৪ চারে। ৪০ রানে ৩ উইকেট হারানো দলকে পাল্টা আক্রমণে ম্যাচে ফিরিয়েছেন সাকিব। 

সাকিব ও মুশফিকের থেকে এসেছে ১৫৯ রান। সাকিবের বিদায়ের আগ্রাসী ব্যাটিং করেন লিটন দাসও। তবে ইনিংসটা বেশি লম্বা করতে পারেননি এই উইকেটকিপার ব্যাটার। ৪১ বলে ৪৩ রান করে বেনজামিন হোয়াইটের বলে হ্যারি টেক্টরের হাতে ক্যাচ দিয়েছেন লিটন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত