Ajker Patrika

আইরিশদের বিপক্ষে ৪০০ করতে পারেনি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আইরিশদের বিপক্ষে ৪০০ করতে পারেনি বাংলাদেশ

এক সেঞ্চুরি ও দুই ফিফটিতে ১৫৫ রানের লিড নিয়ে প্রথম ইনিংস শেষে করেছে বাংলাদেশ। অ্যান্ডি ম্যাকব্রাইনের ক্যারিয়ার সেরা বোলিংয়ে মিরপুর টেস্টে স্বাগতিকদের ৩৬৯ রানে থামিয়ে দিয়েছে আইরিশরা। স্কোরটা আরও বড় হওয়ার আভাস দিয়েও শেষ দিকে দ্রুত উইকেট হারায় বাংলাদেশ। আয়ারল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ৬ উইকেট নিয়েছেন ম্যাকব্রাইন। 

এর আগে মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছিলেন সাকিব আল হাসান। মুশফিকুর রহিম সে সুযোগ দেননি আয়ারল্যান্ডকে। মার্ক অ্যাডায়ারের ডেলিভারি ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক লরকান টাকারের পাশ দিয়ে পেছনে বাউন্ডারি হয়। তাতে টেস্টে নিজের ১০ম সেঞ্চুরির উদ্‌যাপনে মাতেন মুশফিক। শেষ পর্যন্ত ১৫ চার ও একটি ছক্কায় ১৬৬ বলে ১২৬ রান করে ড্রেসিংরুমে ফেরেন এই মিডল অর্ডার ব্যাটার। 

এর আগে দ্বিতীয় দিনের শুরুতেই মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়েছিল স্বাগতিকেরা। সাকিব ও মুশফিকের তৃতীয় উইকেট জুটিতে সে চাপ সামলিয়ে তারা। সাকিবকে আউট ১৮৮ বলে ১৫৯ রানের জুটি ভাঙেন ম্যাকব্রাইন। অসাধারণ ব্যাটিংয়ে সাকিব তুলে নেন টেস্টে ৩১ তম ফিফটি, শেষ পর্যন্ত ৮৭ রানে ড্রেসিংরুমে ফেরেন তিনি। 

এর পর লিটন দাসের ৪৩ এবং লোয়ার মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজের ৫৫ রানের ইনিংসে ৮০.৩ ওভারে ৩৬৯ রান করে বাংলাদেশ। আইরিশ বোলদের মধ্যে মার্ক অ্যাডায়ার ও বেন হোয়াইটও ২টি করে উইকেট শিকার করেন। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের সংগ্রহ ছিল ২১৪ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত