Ajker Patrika

সাকিব খেলার আগেই পাপনকে বলেছিলেন, দ্রুততম সেঞ্চুরি করবেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব খেলার আগেই পাপনকে বলেছিলেন, দ্রুততম সেঞ্চুরি করবেন

মিরপুর টেস্টে চালকের আসনে বাংলাদেশ। আজ দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২৭ রান করেছে আয়ার‍ল্যান্ড। বাংলাদেশের চেয়ে এখনো পিছিয়ে ১২৮ রানে। আগামীকাল দ্রুত বাকি ৬ উইকেট তুলে নিলে, পূর্ণাঙ্গ সিরিজ জয় হবে বাংলাদেশের। তবে এর আগে মুশফিকুর রহিমে সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৩৬৯ রান করেছে স্বাগতিকেরা। 

ওয়ানডের পর টেস্টেও অসাধারণ ব্যাটিং করছেন মুশফিক। যদিও এর আগে বেশ কিছু ম্যাচে রান পাচ্ছিলেন না এ মিডল অর্ডার ব্যাটার। তবে মুশফিকের এমন ফেরা প্রত্যাশিত ছিল বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের তিনি বলেছেন, ‘আমি সব সময় একটা কথাই বলে আসছি, আমাদের সেরা ব্যাটার মুশফিক। মাঝখানে অনেক দিন ধরে রান পাচ্ছিল না, তবে আমার বিশ্বাস ছিল সে রানে ফিরবে। ওয়ানডের পর আজ টেস্টেও সেঞ্চুরি করল, এর ওপর ওই আস্থাটা আমাদের আছে, তাতে কোনো সন্দেহ নেই।’ 

পাপন অবশ্য আশা করেছিলেন দুটি সেঞ্চুরি দেখবেন। কিন্তু সেঞ্চুরি থেকে ১৩ রান আগে আউট হয়ে যান সাকিব আল হাসান। আইরিশদের বিপক্ষে টেস্ট শুরুর আগে পাপনকে সেঞ্চুরি করবেন বলে বার্তাও দিয়েছিলেন টেস্ট অধিনায়ক। যদিও অল্পের জন্য সেটি আর হয়নি। তাতেই খুশি পাপন, ‘আমি সকালে তাড়াহুড়ো করে এসেছিলাম দুটা সেঞ্চুরি দেখব। কিন্তু একটা ফসকে গেল। খেলা শুরু হওয়ার আগেই সাকিব আমাকে বলেছিল, সে সেঞ্চুরি করবে। আমি ওকে বলেছি, এসব চলবে না, আগে ফিফটি করো, তারপরে…। যাতে সে তাড়াহুড়ো না করে। সে আসলে ভালো খেলেছে, ১৩ রানের যেন মনে হয় সেঞ্চুরিটা হলো না। মুশফিকের সেঞ্চুরিটা দেখে খুব ভালো লাগল।’ 

তবে প্রথম দিন ২১৪ রানে আইরিশদের অলআউট করে, তৃতীয় সেশনে ব্যাটিংয়ে নেমে ৩৪ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। এটা দেখে মেজাজই নাকি খারাপ হয়েছিল বিসিবি সভাপতির, ‘টেস্টে আমরা এখনো আমরা আহামরি ভালো দল না। আজকে খেলা দেখে মনে হচ্ছে খুব ভালো, কালকে মেজাজটাই খারাপ ছিল, এটাই বাস্তবতা। এটাতে আমাদের অনেক দূর যেতে হবে।’ 

পাপন যোগ করেন, ‘আমার ধারণা আগামী এক বছরে বাংলাদেশও টেস্টে ভালো দল হয় যাবে। আমাদের সমস্যা হচ্ছে, ভালো দলগুলোর সঙ্গে বেশি টেস্ট খেলার সুযোগ পাই না। সামনের এক বছরে আমাদের ১৪টা টেস্ট ম্যাচ আছে। এটা কথা না। এর মধ্যেই আশা করি একটা ভালো দল বেরিয়ে আসবে, এ বিশ্বাসটা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত