Ajker Patrika

সাকিব কেন কম বোলিং করেছেন, জানেন না ডোনাল্ড 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব কেন কম বোলিং করেছেন, জানেন না ডোনাল্ড 

ক্রিকেটার সাকিব আল হাসানকে চাইলে রহস্যমানবও বলতে পারেন! কখন তিনি কী করবেন, অনুমান করা সত্যি কঠিন। মিরপুর টেস্টের প্রথম দিনে বোলিং করতে এলেন ৬৬ তম ওভারে। আবার দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে আক্রমণে এসে চতুর্থ বলেই শিকার করেন উইকেট। 

দ্বিতীয় দিন শেষ বিকেলে ৩ ওভার বোলিং করে দুই মেডেনসহ ১১ রান দিয়ে নেন দুই উইকেট। কিন্তু আজ তৃতীয় দিনে সাকিব মাত্র ৬ ওভার বল করলেন। দলের সবচেয়ে ক্রিকেটারদের একজন তিনি, সঙ্গে টেস্টের অধিনায়কও। কেনইবা সাকিব বল করলেন না, দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দিতে পারেননি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও, ‘এটা স্বীকার করতে হবে, এ নিয়ে আমার কোনো ধারণা নেই।’ 

এর পরই সাকিব ফিট আছেন কি না, এমন প্রশ্নে দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, ‘তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। কয়েকবার এসেছে (ড্রেসিংরুমে)। কিন্তু সেটা শুধু বাথরুম ব্রেকে। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের কাজটা করার সুযোগ দিয়েছে। আমি আসলে সত্যিই জানি না সে কেন আজ যথেষ্ট বল করেনি।’ 

তৃতীয় দিনে দারুণ লড়াই করেছে আয়ারল্যান্ড। সারাদিনে তারা হারিয়েছে কেবল ৪ উইকেট, স্কোরে জমা করেছে ২৫৯ রান। বাংলাদেশের বোলাররা সেভাবে চাপ তৈরি করতে পারেননি আইরিশ ব্যাটারদের ওপর। সাকিব যথেষ্ট বল না করায় কি কাজটা কঠিন হয়ে গেল কি না? 

ডোনাল্ড বললেন, ‘সাকিব যেটা অসাধারণ করে তাতে একটা পাশ চুপ করিয়ে দেয়। কারণ সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। যদিও দিনভর খুব বড় টার্ন ছিল না। আমার মনে হয় ও বোলিংয়ে একটা পাশ নিয়ন্ত্রণ করতে পারে। আমি অন্য ছেলেদের দিকেও ফিরে যেতে চাই। মিরাজ, তাইজুল, তিনজন পেসার তাদের সেরা চেষ্টা করেছে। তারা এখন ১৩০ রান এগিয়ে আছে। আগামীকাল আমাদের দ্রুত উইকেট নিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত