নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ক্রিকেটার সাকিব আল হাসানকে চাইলে রহস্যমানবও বলতে পারেন! কখন তিনি কী করবেন, অনুমান করা সত্যি কঠিন। মিরপুর টেস্টের প্রথম দিনে বোলিং করতে এলেন ৬৬ তম ওভারে। আবার দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে আক্রমণে এসে চতুর্থ বলেই শিকার করেন উইকেট।
দ্বিতীয় দিন শেষ বিকেলে ৩ ওভার বোলিং করে দুই মেডেনসহ ১১ রান দিয়ে নেন দুই উইকেট। কিন্তু আজ তৃতীয় দিনে সাকিব মাত্র ৬ ওভার বল করলেন। দলের সবচেয়ে ক্রিকেটারদের একজন তিনি, সঙ্গে টেস্টের অধিনায়কও। কেনইবা সাকিব বল করলেন না, দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দিতে পারেননি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও, ‘এটা স্বীকার করতে হবে, এ নিয়ে আমার কোনো ধারণা নেই।’
এর পরই সাকিব ফিট আছেন কি না, এমন প্রশ্নে দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, ‘তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। কয়েকবার এসেছে (ড্রেসিংরুমে)। কিন্তু সেটা শুধু বাথরুম ব্রেকে। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের কাজটা করার সুযোগ দিয়েছে। আমি আসলে সত্যিই জানি না সে কেন আজ যথেষ্ট বল করেনি।’
তৃতীয় দিনে দারুণ লড়াই করেছে আয়ারল্যান্ড। সারাদিনে তারা হারিয়েছে কেবল ৪ উইকেট, স্কোরে জমা করেছে ২৫৯ রান। বাংলাদেশের বোলাররা সেভাবে চাপ তৈরি করতে পারেননি আইরিশ ব্যাটারদের ওপর। সাকিব যথেষ্ট বল না করায় কি কাজটা কঠিন হয়ে গেল কি না?
ডোনাল্ড বললেন, ‘সাকিব যেটা অসাধারণ করে তাতে একটা পাশ চুপ করিয়ে দেয়। কারণ সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। যদিও দিনভর খুব বড় টার্ন ছিল না। আমার মনে হয় ও বোলিংয়ে একটা পাশ নিয়ন্ত্রণ করতে পারে। আমি অন্য ছেলেদের দিকেও ফিরে যেতে চাই। মিরাজ, তাইজুল, তিনজন পেসার তাদের সেরা চেষ্টা করেছে। তারা এখন ১৩০ রান এগিয়ে আছে। আগামীকাল আমাদের দ্রুত উইকেট নিতে হবে।’
ক্রিকেটার সাকিব আল হাসানকে চাইলে রহস্যমানবও বলতে পারেন! কখন তিনি কী করবেন, অনুমান করা সত্যি কঠিন। মিরপুর টেস্টের প্রথম দিনে বোলিং করতে এলেন ৬৬ তম ওভারে। আবার দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে আক্রমণে এসে চতুর্থ বলেই শিকার করেন উইকেট।
দ্বিতীয় দিন শেষ বিকেলে ৩ ওভার বোলিং করে দুই মেডেনসহ ১১ রান দিয়ে নেন দুই উইকেট। কিন্তু আজ তৃতীয় দিনে সাকিব মাত্র ৬ ওভার বল করলেন। দলের সবচেয়ে ক্রিকেটারদের একজন তিনি, সঙ্গে টেস্টের অধিনায়কও। কেনইবা সাকিব বল করলেন না, দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এর ব্যাখ্যা দিতে পারেননি পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও, ‘এটা স্বীকার করতে হবে, এ নিয়ে আমার কোনো ধারণা নেই।’
এর পরই সাকিব ফিট আছেন কি না, এমন প্রশ্নে দক্ষিণ আফ্রিকান কোচ বলেন, ‘তাকে দেখে তো ফিটই মনে হয়েছে। কয়েকবার এসেছে (ড্রেসিংরুমে)। কিন্তু সেটা শুধু বাথরুম ব্রেকে। আমি নিশ্চিত না, হয়তো সে বাকিদের কাজটা করার সুযোগ দিয়েছে। আমি আসলে সত্যিই জানি না সে কেন আজ যথেষ্ট বল করেনি।’
তৃতীয় দিনে দারুণ লড়াই করেছে আয়ারল্যান্ড। সারাদিনে তারা হারিয়েছে কেবল ৪ উইকেট, স্কোরে জমা করেছে ২৫৯ রান। বাংলাদেশের বোলাররা সেভাবে চাপ তৈরি করতে পারেননি আইরিশ ব্যাটারদের ওপর। সাকিব যথেষ্ট বল না করায় কি কাজটা কঠিন হয়ে গেল কি না?
ডোনাল্ড বললেন, ‘সাকিব যেটা অসাধারণ করে তাতে একটা পাশ চুপ করিয়ে দেয়। কারণ সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার। যদিও দিনভর খুব বড় টার্ন ছিল না। আমার মনে হয় ও বোলিংয়ে একটা পাশ নিয়ন্ত্রণ করতে পারে। আমি অন্য ছেলেদের দিকেও ফিরে যেতে চাই। মিরাজ, তাইজুল, তিনজন পেসার তাদের সেরা চেষ্টা করেছে। তারা এখন ১৩০ রান এগিয়ে আছে। আগামীকাল আমাদের দ্রুত উইকেট নিতে হবে।’
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে