Ajker Patrika

আয়ারল্যান্ডকে হারিয়ে টেস্টে জয়খরা কাটাল বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৪: ৩৩
আয়ারল্যান্ডকে হারিয়ে টেস্টে জয়খরা কাটাল বাংলাদেশ 

টেস্টে দুই দলের প্রথম সাক্ষাতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। আইরিশদের দেওয়া ১৩৮ রানের লক্ষ্য ২৭.১ ওভারেই তাড়া করল স্বাগতিকেরা। তাতে টেস্ট খেলে এমন ৭ম দলের বিপক্ষে টেস্ট জেতা হলো তাদের। সব মিলিয়ে বাংলাদেশের এটি ১৭ম টেস্ট জয়।

আয়ারল্যান্ডকে হারিয়ে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট জয়ের খরাও কাটল বাংলাদেশের। ২০২০ সালের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে জেতার পর এই মাঠে আর পাঁচ দিনের ম্যাচ জিততে পারেনি তারা।

টেস্টের চতুর্থ জয় নিয়ে দ্রুত মাঠ ছাড়ার পরিকল্পনা করেই যেন মাঠে নামে বাংলাদেশ। প্রথম সেশনের ৯ ওভারেই আজ আয়ারল্যান্ডকে গুটিয়ে দেয় বাংলাদেশ। গতকাল তৃতীয় দিন শেষে ৮ উইকেটে ২৮৬ রান করেছিল সফরকারীরা। আজ ৬ রান স্কোরে যোগ হতেই ইবাদত হোসেন আয়ারল্যান্ডের বাকি দুই উইকেট শিকার করেন।

জয় নিয়ে মাঠ ছাড়ার তাড়া স্পষ্ট হয় ব্যাটিংয়েও। একটু অবাক করে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নামেন লিটন দাস। শুরুটাও লিটন করলেন আক্রমণাত্মক। তবে ইনিংসটা বড় করতে পারলেন না। লিটনের ইনিংস থেমেছে ২৩ রানে। ১৯ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কা। আউটের জন্য ভাগ্যকে একটু দুষতেই পারেন লিটন। মার্ক অ্যাডায়ারের আপাতত নিরীহ বলটা লিটনের ব্যাট, হেলমেট, হাতের কনুই ঘুরে স্টাম্পের লাল বাতি জ্বালিয়ে দেয়। 

লিটনের পর দ্রুতই আউট হয়েছেন নাজমুল হোসেন শান্ত। অফ-স্পিনার অ্যান্ড্রি ম্যাকব্রাইনের বলে স্লিপে আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নির হাতে ক্যাচ দিয়েছেন। তবে চাপ বেশি বাড়তে দেননি তামিম ও মুশফিকুর রহিম। ৪৩ রানে ২ উইকেট হারানোর পর দুজনের তৃতীয় উইকেট জুটি থেকে এসেছে ৬২ বলে ৭৪ রান। 

দলের ১০৫ রানে তামিম আউট হন লেগ স্পিনার বেন হোয়াইটের শিকার হয়ে। ৬৫ বলে ৩১ রান করেছেন বাঁহাতি ওপেনার। এরপর আর বিপদ গড়তে দেননি মুশফিক ও মুমিনুল হক। চতুর্থ উইকেটে দুজনের ৩৩ রানের জুটিতে সহজ জয় পেয়ে যায় বাংলাদেশ।

প্রথম ইনিংসে ১২৬ রানের অসাধারণ এক ইনিংস খেলা মুশফিকের ব্যাটে রানের ফুলঝুরি ঝরেছে দ্বিতীয় ইনিংসেও। ৪৮ বলে খেলেছেন ৫১ রানের ইনিংস। ৭টি চারে ছিল মুশির ইনিংসে। মুমিনুলের ব্যাট থেকে আসে ২২ রান।

সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ২১৪ রান করেছিল আইরিশরা। বাংলাদেশের সংগ্রহ ছিল ৩৬৯। ১৫৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৯২ রান নিতে পারে আয়ারল্যান্ড। তাতে ১৩৭ রানের লিড পেয়েছিল তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত