লবণাক্ততায় মরছে গাছপালা
খুলনার কয়রা উপজেলার নলপাড়া গ্রামের সোহরাব শেখের তিন বিঘা বসতবাড়ির পুরোটাতেই ছিল আম, কাঁঠাল, পেয়ারা, সফেদাসহ নানা জাতের ফলের গাছ। পরিবারের চাহিদা মিটিয়ে বছরে কয়েক হাজার টাকার ফল বিক্রি করতেন তিনি। বর্তমানে তাঁর বসতভিটায় একটি ফলের গাছও বেঁচে নেই।