Ajker Patrika

স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবন এখন ডাস্টবিন , দুর্গন্ধে অতিষ্ঠ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২২, ০৭: ৪৬
স্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবন এখন ডাস্টবিন , দুর্গন্ধে অতিষ্ঠ

পাইকগাছার পৌরসদরের গদায়পুর উপস্বাস্থ্যকেন্দ্রের পরিত্যক্ত ভবনটি স্থানীয়রা ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন বলে জানা গেছে। এখানে ফেলা পচা আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ আশপাশের মানুষ।

পাশের কয়েকটি মার্কেটের দোকানিরা বলছেন, নোংরা ও দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে বিপাকে পড়েছেন তাঁরা।

গতকাল শুক্রবার গিয়ে দেখা গেছে, পরিত্যক্ত ভবনটির ভেতরে স্তূপ করে রাখা হয়েছে বর্জ্য। সেগুলো পচে ছড়াচ্ছে দুর্গন্ধ। ভবনটির পাশ দিয়ে যাওয়ার সময় নাক চেপে ধরে চলাচল করছেন মানুষ।

স্থানীয়দের অভিযোগ, ভবনটি অপসারণ কিংবা এর পরিচ্ছন্নতার ব্যাপারে কারওর মাথা-ব্যথা নেই।

জানা গেছে, পৌর বাজারের অভিজাত রেস্টুরেন্ট ও মধুমিতা পার্কের পাশে একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে দুটি ভবন রয়েছে, সেখানে একটি নতুন দ্বিতল ভবন ও একটি একতলা পুরোনো ভবন রয়েছে। একতলা ভবনটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ অনেক আগেই সেটিকে পরিত্যক্ত ঘোষণা করে। কিন্তু ভবনটি অপসারণ না করায় পাশে থাকা ডাস্টবিনের সঙ্গে সঙ্গ ভবনটিকেও ডাস্টবিন হিসেবে ব্যবহার করছেন স্থানীয়রা।

ভবনটির সামনের মার্কেটের এক ব্যবসায়ী মিন্টু বলেন, ‘ময়লা-আবর্জনা ও দুর্গন্ধময় পরিবেশের কারণে পাশের কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছি। দুর্গন্ধে টেকা দায়।’

আরেক ব্যবসায়ী মামুন বলেন, ‘এখানকার নোংরা পরিবেশের কারণে আমরা স্বাস্থ্যঝুঁকি রয়েছি। শিগগিরই ভবনটি অপসারণ করা হোক।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিতীশ চন্দ্র গোলদার জানান, ‘পৌরসভার ডাস্টবিনটি আমাদের ভবনের সামনে থেকে সরিয়ে নেওয়ার জন্য পৌর কর্তৃপক্ষকে একাধিকবার বলেছি। কিন্তু কাজ হয়নি। আমরা আবারও পৌর কর্তৃপক্ষকে বলব।

পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর বলেন, ‘শিগগিরই ভবনটির অপসারণ কিংবা পরিচ্ছন্নতার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত