নিজস্ব প্রতিবেদক, খুলনা
পরিকল্পিত পরিবেশবান্ধব বাসযোগ্য মহানগরী গড়ে তোলার লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছে উন্নয়ন কমিটির পক্ষ থেকে ১৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে এ স্মারকলিপি দেওয়ার পর উন্নয়ন কমিটি নগর ভবনে এক মতবিনিময় সভায় অংশ নেয়।
মতবিনিময় সভায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে খুলনা পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় শহরগুলোর একটি। ঘূর্ণিঝড়, উঁচু জোয়ার, জলাবদ্ধতার মত প্রাকৃতিক দুর্যোগের হুমকিতে রয়েছে খুলনা। এ হুমকি নিরসনের উপায় বের করতে হবে। এ লক্ষ্যে সুপরিকল্পিতভাবে শহর সম্প্রসারণের কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, যানজট নিরসন, নদীবেষ্টিত খুলনাকে ঘিরে শহর রক্ষা বাঁধ ও ওয়াকওয়ে নির্মাণ, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিকল্পনা করতে হবে।
এ ছাড়া ময়ূর নদী ও ২২টি খালসহ খুলনা নগরীতে অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা-ঘাট ও ড্রেন প্রশস্তকরণের মাধ্যমে খুলনাকে একটি আধুনিক তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলতে হবে। এর পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে। নগরীর সব পার্ক যথাযথ সংস্কার করে পূর্ণাঙ্গরূপে চালু করে নগরবাসী, বিশেষ করে শিশুরা কিছুটা হলেও বিনোদনের সুযোগ পাবে। এ ব্যাপারে কেসিসিকে উদ্যোগ নিতে হবে।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সহসভাপতি শাহিন জামাল পণ, মো. নিজাম-উর রহমান লালু, অধ্যাপক মো. আবুল বাসার, মিজানুর রহমান বাবু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মো. মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, নুরুজ্জামান খান বাচ্চু, মো. খলিলুর রহমান, রকিব উদ্দিন ফারাজী, এস এম আক্তার উদ্দিন পান্নু, অধ্যা মো. আজম খান, গোলাম মোস্তফা, প্রমিতি দফাদার প্রমুখ।
খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ১৩ দফার মধ্যে রয়েছে, খুলনা পাবলিক হলের স্থলে বহুমাত্রিক দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ করা, অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা-ঘাট সংস্কারের পাশাপাশি নগরীর রাস্তাগুলোকে প্রশস্ত করা, নগরীতে আরও মানসম্মত ইংরেজি ও বাংলা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, খুলনা শহরকে আরও সম্প্রসারণ করা, নগরীতে বনায়ন প্রকল্প হাতে নেওয়া, ফুটপাত হকারমুক্ত করে তাদের বিকল্প ব্যবস্থা করা ইত্যাদি।
পরিকল্পিত পরিবেশবান্ধব বাসযোগ্য মহানগরী গড়ে তোলার লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেকের কাছে উন্নয়ন কমিটির পক্ষ থেকে ১৩ দফা দাবি সংবলিত স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সোমবার সকালে এ স্মারকলিপি দেওয়ার পর উন্নয়ন কমিটি নগর ভবনে এক মতবিনিময় সভায় অংশ নেয়।
মতবিনিময় সভায় বলা হয়, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে খুলনা পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ উপকূলীয় শহরগুলোর একটি। ঘূর্ণিঝড়, উঁচু জোয়ার, জলাবদ্ধতার মত প্রাকৃতিক দুর্যোগের হুমকিতে রয়েছে খুলনা। এ হুমকি নিরসনের উপায় বের করতে হবে। এ লক্ষ্যে সুপরিকল্পিতভাবে শহর সম্প্রসারণের কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, যানজট নিরসন, নদীবেষ্টিত খুলনাকে ঘিরে শহর রক্ষা বাঁধ ও ওয়াকওয়ে নির্মাণ, শহরের সৌন্দর্য বৃদ্ধির জন্য পরিকল্পনা করতে হবে।
এ ছাড়া ময়ূর নদী ও ২২টি খালসহ খুলনা নগরীতে অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা-ঘাট ও ড্রেন প্রশস্তকরণের মাধ্যমে খুলনাকে একটি আধুনিক তিলোত্তমা নগরী হিসাবে গড়ে তুলতে হবে। এর পাশাপাশি স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধন করতে হবে। নগরীর সব পার্ক যথাযথ সংস্কার করে পূর্ণাঙ্গরূপে চালু করে নগরবাসী, বিশেষ করে শিশুরা কিছুটা হলেও বিনোদনের সুযোগ পাবে। এ ব্যাপারে কেসিসিকে উদ্যোগ নিতে হবে।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শেখ আশরাফ-উজ-জামান, মহাসচিব শেখ মোহাম্মাদ আলী, সাবেক সভাপতি শেখ মোশাররফ হোসেন, সহসভাপতি শাহিন জামাল পণ, মো. নিজাম-উর রহমান লালু, অধ্যাপক মো. আবুল বাসার, মিজানুর রহমান বাবু, কোষাধ্যক্ষ মিনা আজিজুর রহমান, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান হাফিজ, মো. মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান জিয়া, প্রচার সম্পাদক মফিদুল ইসলাম টুটুল, নুরুজ্জামান খান বাচ্চু, মো. খলিলুর রহমান, রকিব উদ্দিন ফারাজী, এস এম আক্তার উদ্দিন পান্নু, অধ্যা মো. আজম খান, গোলাম মোস্তফা, প্রমিতি দফাদার প্রমুখ।
খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ১৩ দফার মধ্যে রয়েছে, খুলনা পাবলিক হলের স্থলে বহুমাত্রিক দৃষ্টিনন্দন বহুতল ভবন নির্মাণ করা, অবৈধ দখল উচ্ছেদ করে রাস্তা-ঘাট সংস্কারের পাশাপাশি নগরীর রাস্তাগুলোকে প্রশস্ত করা, নগরীতে আরও মানসম্মত ইংরেজি ও বাংলা শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা, খুলনা শহরকে আরও সম্প্রসারণ করা, নগরীতে বনায়ন প্রকল্প হাতে নেওয়া, ফুটপাত হকারমুক্ত করে তাদের বিকল্প ব্যবস্থা করা ইত্যাদি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫