করোনায় তবু চলবে আইপিএল?
রোম যখন পুড়ছিল, নিরো না কি তখন বাঁশি বাজাচ্ছিল! ভারতের ভয়াবহ করোনাপরিস্থিতিতে যেভাবে আইপিএল–উৎসব চলছে, নিরোর বাঁশি বাজানোর কথায় যেন মনে পড়ছে! রাস্তায় লাশের সারি। শশ্মানে জ্বলছে চিতা। অক্সিজেনের অভাবে মানুষ দিশেহারা। ভয়াবহ এই ছবির বিপরীতেই চলছে আইপিএল।