ঢাকা: করোনায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে হচ্ছিল নানা সমালোচনা–বিতর্ক। অবশেষে স্থগিতই হয়েছে আইপিএল। টুর্নামেন্টে এ পর্যন্ত ২৯টি ম্যাচ হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ভয়াবহ পরিস্থিতিতে বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
ভারতের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে গত দুই মাসে। এই কঠিন পরিস্থিতেই শুরু হয়েছিল আইপিএল। দলগুলোর অনেকে করোনায় আক্রান্ত শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। আজ পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
দেবদূত পাড়িক্কাল ও অক্ষয় প্যাটেল করোনা আক্রান্ত হয়েছিলেন আইপিএল শুরুর আগেই। টুর্নামেন্টের আগে করোনা পজেটিভ হয়েছিলেন মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামের কয়েকজন মাঠকর্মীও। সবশেষ বরুন চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়ার করোনা পজেটিভ হওয়ায় কাল কলকাতা–ব্যাঙ্গালুরু ম্যাচ স্থগিত হয়েছে। কাল করোনা পজেটিভ হয়েছেন চেন্নাইয়ের তিন স্টাফ। এসব খবরের ২৪ ঘন্টা না পেরোতেই স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।
টুর্নামেন্ট সাময়িক স্থগিত না কি পুরো মৌসুমের জন্যই স্থগিত সেটি পরিষ্কার করেছেন আইপিএল সহ-সভাপতি রাজীব শুক্লা, ‘এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।’ এর আগে আইপিএল স্থগিতের দাবিতে দিল্লির উচ্চ আদালতে এক আইনজীবী ও সমাজকর্মী মামলা করেছেন। উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে আইপিএল চালানোয় দিল্লির উচ্চ আদালতে মামলা করেছেন আইনজীবী করণ সিংহ ঠুকরাল ও সমাজকর্মী ইন্দ্র মোহন সিংহ। কেন্দ্রীয় সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল পরিচালনা পর্ষদ ও দিল্লি ক্রিকেট সংস্থাকে দায়ী করা পিটিশনে বলা হয়েছে, হাসপাতালে রোগী ধারণের ঠাঁই নেই।
মুমূর্ষু রোগীদের অক্সিজেন ও ওষুধ নিয়েও চলছে হাহাকার। শেষকৃত্যের জায়গাটুকুও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আইপিএল চালানো তামাশা ছাড়া কিছু নয়! পিটিশনে তাই বলা হয়েছে, যত দ্রুত সম্ভব আইপিএল বন্ধ করে ক্রিকেট স্টেডিয়ামকে কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহার করা উচিত। জৈব সুরক্ষাবলয়ের মধ্যে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের আক্রান্ত হওয়া নিয়েও পিটিশনে প্রশ্ন তোলা হয়। বুধবার ৫ মে শুনানির দিন ধার্য করা হয়েছে।
মহামারিতে আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে সমালোচনা কম হয়নি। অবশেষে টুর্নামেন্ট গুটিয়ে নিতে বাধ্যই হলো ভারতীয় ক্রিকেট বোর্ড।
ঢাকা: করোনায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে হচ্ছিল নানা সমালোচনা–বিতর্ক। অবশেষে স্থগিতই হয়েছে আইপিএল। টুর্নামেন্টে এ পর্যন্ত ২৯টি ম্যাচ হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ভয়াবহ পরিস্থিতিতে বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
ভারতের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে গত দুই মাসে। এই কঠিন পরিস্থিতেই শুরু হয়েছিল আইপিএল। দলগুলোর অনেকে করোনায় আক্রান্ত শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। আজ পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।
দেবদূত পাড়িক্কাল ও অক্ষয় প্যাটেল করোনা আক্রান্ত হয়েছিলেন আইপিএল শুরুর আগেই। টুর্নামেন্টের আগে করোনা পজেটিভ হয়েছিলেন মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামের কয়েকজন মাঠকর্মীও। সবশেষ বরুন চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়ার করোনা পজেটিভ হওয়ায় কাল কলকাতা–ব্যাঙ্গালুরু ম্যাচ স্থগিত হয়েছে। কাল করোনা পজেটিভ হয়েছেন চেন্নাইয়ের তিন স্টাফ। এসব খবরের ২৪ ঘন্টা না পেরোতেই স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।
টুর্নামেন্ট সাময়িক স্থগিত না কি পুরো মৌসুমের জন্যই স্থগিত সেটি পরিষ্কার করেছেন আইপিএল সহ-সভাপতি রাজীব শুক্লা, ‘এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।’ এর আগে আইপিএল স্থগিতের দাবিতে দিল্লির উচ্চ আদালতে এক আইনজীবী ও সমাজকর্মী মামলা করেছেন। উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে আইপিএল চালানোয় দিল্লির উচ্চ আদালতে মামলা করেছেন আইনজীবী করণ সিংহ ঠুকরাল ও সমাজকর্মী ইন্দ্র মোহন সিংহ। কেন্দ্রীয় সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল পরিচালনা পর্ষদ ও দিল্লি ক্রিকেট সংস্থাকে দায়ী করা পিটিশনে বলা হয়েছে, হাসপাতালে রোগী ধারণের ঠাঁই নেই।
মুমূর্ষু রোগীদের অক্সিজেন ও ওষুধ নিয়েও চলছে হাহাকার। শেষকৃত্যের জায়গাটুকুও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আইপিএল চালানো তামাশা ছাড়া কিছু নয়! পিটিশনে তাই বলা হয়েছে, যত দ্রুত সম্ভব আইপিএল বন্ধ করে ক্রিকেট স্টেডিয়ামকে কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহার করা উচিত। জৈব সুরক্ষাবলয়ের মধ্যে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের আক্রান্ত হওয়া নিয়েও পিটিশনে প্রশ্ন তোলা হয়। বুধবার ৫ মে শুনানির দিন ধার্য করা হয়েছে।
মহামারিতে আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে সমালোচনা কম হয়নি। অবশেষে টুর্নামেন্ট গুটিয়ে নিতে বাধ্যই হলো ভারতীয় ক্রিকেট বোর্ড।
বোলিংয়ে সৈয়দ খালেদ আহমেদ ঝরিয়েছেন আগুন। তাঁর তোপ দাগানো বোলিংয়ে সিলেটে চোখে সর্ষেফুল দেখেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। ব্যাটিংয়ে এরপর ঝোড়ো সেঞ্চুরি করেছেন নুরুল হাসান সোহান। তবে অধিনায়কের এমন বিস্ফোরক সেঞ্চুরির পরও দিনটা পুরোপুরি নিজের করতে পারল না বাংলাদেশ ‘এ’ দল।
১৭ মিনিট আগে২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ হতে বাকি ১ ম্যাচ। ১১ জুন লর্ডসে ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা। ফাইনালে জয়ী দল পাবে ৪০ কোটি টাকার বেশি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক বিবৃতিতে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের ফাইনালের অর্থ পুরস্কার ঘোষণা করেছে।
১ ঘণ্টা আগেবাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত সিরিজ হতে আর বেশি দিন বাকি নেই। সিরিজ শুরুর ঠিক দুই দিন আগে দল ঘোষণা করল আমিরাত। মুহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক করে আমিরাত আজ দল ঘোষণা করেছে। বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করার কথা আজ এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আমিরাত ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে।
২ ঘণ্টা আগেভারত-পাকিস্তান সামরিক উত্তেজনার প্রভাব কাটিয়ে ফের সচল হতে চলেছে উপমহাদেশের ক্রিকেট। ১৭ মে থেকে আবার শুরু হচ্ছে দুই দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ—আইপিএল ও পিএসএল। বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে দূর হয়েছে অনিশ্চয়তাও। পাকিস্তানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সময়মতোই হতে যাচ্ছে।
৩ ঘণ্টা আগে