Ajker Patrika

বন্ধই হয়ে গেল আইপিএল

আপডেট : ০৪ মে ২০২১, ১৫: ০৮
বন্ধই হয়ে গেল আইপিএল

ঢাকা: করোনায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে হচ্ছিল নানা সমালোচনা–বিতর্ক। অবশেষে স্থগিতই হয়েছে আইপিএল। টুর্নামেন্টে এ পর্যন্ত ২৯টি ম্যাচ হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, ভয়াবহ পরিস্থিতিতে বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।

ভারতের দ্বিতীয় ঢেউ ভয়াবহ রূপ ধারণ করেছে গত দুই মাসে। এই কঠিন পরিস্থিতেই শুরু হয়েছিল আইপিএল। দলগুলোর অনেকে করোনায় আক্রান্ত শুরু হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া ছাড়া উপায় ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ডের। আজ পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।

দেবদূত পাড়িক্কাল ও অক্ষয় প্যাটেল করোনা আক্রান্ত হয়েছিলেন আইপিএল শুরুর আগেই। টুর্নামেন্টের আগে করোনা পজেটিভ হয়েছিলেন মুম্বাইয়ের ওয়েংখেড়ে স্টেডিয়ামের কয়েকজন মাঠকর্মীও। সবশেষ বরুন চক্রবর্তী ও সন্দ্বীপ ওয়ারিয়ার করোনা পজেটিভ হওয়ায় কাল কলকাতা–ব্যাঙ্গালুরু ম্যাচ স্থগিত হয়েছে। কাল করোনা পজেটিভ হয়েছেন চেন্নাইয়ের তিন স্টাফ। এসব খবরের ২৪ ঘন্টা না পেরোতেই স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।

টুর্নামেন্ট সাময়িক স্থগিত না কি পুরো মৌসুমের জন্যই স্থগিত সেটি পরিষ্কার করেছেন আইপিএল সহ-সভাপতি রাজীব শুক্লা, ‘এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।’ এর আগে আইপিএল স্থগিতের দাবিতে দিল্লির উচ্চ আদালতে এক আইনজীবী ও সমাজকর্মী মামলা করেছেন। উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে আইপিএল চালানোয় দিল্লির উচ্চ আদালতে মামলা করেছেন আইনজীবী করণ সিংহ ঠুকরাল ও সমাজকর্মী ইন্দ্র মোহন সিংহ। কেন্দ্রীয় সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল পরিচালনা পর্ষদ ও দিল্লি ক্রিকেট সংস্থাকে দায়ী করা পিটিশনে বলা হয়েছে, হাসপাতালে রোগী ধারণের ঠাঁই নেই।

মুমূর্ষু রোগীদের অক্সিজেন ও ওষুধ নিয়েও চলছে হাহাকার। শেষকৃত্যের জায়গাটুকুও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আইপিএল চালানো তামাশা ছাড়া কিছু নয়! পিটিশনে তাই বলা হয়েছে, যত দ্রুত সম্ভব আইপিএল বন্ধ করে ক্রিকেট স্টেডিয়ামকে কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহার করা উচিত। জৈব সুরক্ষাবলয়ের মধ্যে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের আক্রান্ত হওয়া নিয়েও পিটিশনে প্রশ্ন তোলা হয়। বুধবার ৫ মে শুনানির দিন ধার্য করা হয়েছে।

মহামারিতে আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে সমালোচনা কম হয়নি। অবশেষে টুর্নামেন্ট গুটিয়ে নিতে বাধ্যই হলো ভারতীয় ক্রিকেট বোর্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত