Ajker Patrika

কেন স্থগিত হলো আইপিএল

কেন স্থগিত হলো আইপিএল

ঢাকা: ভারতের করোনা ভয়াবহতায় আইপিএল আয়োজন নিয়ে চারিদিক থেকে ধেয়ে আসছিল সমালোচনার তির। এসব পাত্তা না দিয়ে গত ৫ এপ্রিল সৌরভ গাঙ্গুলী বলেছিলেন, ‘আসন্ন আইপিএল নির্ধারিত সূচী অনুসারেই হবে।’ ৯ এপ্রিল শুরু আইপিএল–ইনিংসটা হুট করে থেমে গেছে আজ। কিন্তু কেন হঠাৎ পিছু হটতে বাধ্য হলেন সৌরভরা?

টুর্নামেন্ট বন্ধের পেছনে আইপিএল গভর্নিং কাউন্সিল ইঙ্গিত করছে, ভারতে খেলা আয়োজনই ছিল ভুল সিদ্ধান্ত। মাঠের সংখ্যা বাড়ানো, এক ভেন্যু থেকে আরেক ভেন্যু যেতে বিমানভ্রমণ ও হোটেলকর্মীদের যথাযথ করোনা পরীক্ষা না হওয়া, একই হোটেলে সাধারণ মানুষের সঙ্গে দলগুলোর অবস্থান—এই ত্রুটিগুলোই প্রশ্নবিদ্ধ করেছে আইপিএলের জৈব সুরক্ষাবলয়। দলগুলোর অন্দরে ঢুকে পড়েছে অদৃশ্য ভাইরাস।

গত চার সপ্তাহে ক্রিকেটার, মাঠকর্মী, সাপোর্ট স্টাফ, ফ্র্যাঞ্চাইজি সদস্যরা করোনায় আক্রান্ত হয়েছেন। আইপিএল থেকে নাম প্রত্যাহারও করেছেন একাধিক ক্রিকেটার। টুর্নামেন্ট শুরুর আগে থেকে আজ স্থগিত হওয়া পর্যন্ত শুধু বাধাই এসেছে। টুর্নামেন্ট একেবারেই স্থগিত হওয়ার আগে দুটি ম্যাচ স্থগিত হয়েছে।

অথচ ছয় মাস আগেই আইপিএলের ১৩তম সংস্করণ আরব আমিরাতে সফলভাবেই হয়েছিল। ভারতীয় বোর্ড সেই আত্মবিশ্বাস থেকে নিজ দেশে আইপিএল আয়োজন করেছিল। শেষ পর্যন্ত করোনাভাইরাসের ইয়র্কারে বোল্ডই হয়েছে আইপিএল কর্তৃপক্ষ।

অবস্থা এতটাই শোচনীয়, বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠানো নিয়েও দুশ্চিন্তায় পড়ে গেছে বিসিসিআই। তারা অবশ্য জানিয়েছে সব খেলোয়াড়কে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এই কঠিন সময়ে আইপিএল আয়োজন করতে পারায় সব স্বাস্থ্যকর্মী, ক্রিকেটার, দলের কর্মী এবং আইপিএলের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদও জানানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত