Ajker Patrika

‘প্রেমিকা’ স্যুটকেস পাঠাতে চান পৃথ্বীকে

আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২০: ৫৯
‘প্রেমিকা’ স্যুটকেস পাঠাতে চান পৃথ্বীকে

ঢাকা: কাল কি সত্যিই পৃথ্বী শ কোনো শপিং মলে অনেক কেনাকাটা করেছিলেন? না হলে কেন একটি মেয়ে তাঁকে স্যুটকেস পাঠাতে চাইবেন?

না, পৃথ্বী কোনো শপিং মলে যাননি। তবুও কেন তাঁর স্যুটকেস লাগবে? ঘটনাটা শুনুন। কাল আহমেদাবাদে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করে পাঁচটি পুরস্কার পেয়েছেন পৃথ্বী। পুরস্কারগুলো নিতে যেন কোনো ‘কষ্ট’ না হয়, স্যুটকেস পাঠাতে চেয়েছেন তাঁর প্রেমিকা প্রাচী সিং।

কলকাতার বিপক্ষে ১৫৫ রান তাড়া করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করেন পৃথ্বী। ইনিংসের প্রথম ওভারেই শিবম মাভিকে ছয়টি চার মারেন দিল্লি ক্যাপিটালস ওপেনার। ১৮ বলে তুলে নেন ফিফটি। ২১ বল হাতে রেখে ৭ উইকেটের দুর্দান্ত জয় পায় দিল্লি । ম্যাচ শেষে পৃথ্বীর হাতে ওঠে পাঁচ–পাঁচটি পুরস্কার।

পৃথ্বীর পারফরমেন্সে প্রাচীর খুশি। ছবি: ইন্সটাগ্রামপ্রেমিক পৃথ্বীর এই পারফরম্যান্সে বেজায় খুশি প্রাচী। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘তোমাকে নিয়ে অনেক খুশি।’ পুরস্কারগুলো নিতে যেন সমস্যা না হয় মজা করে জানতে চেয়েছেন, ‘তোমার কি নতুন স্যুটকেস লাগবে?’

ইনস্টাগ্রামে যা–ই লিখুন, প্রাচী-পৃথ্বী কেউই তাঁদের প্রেমকাহিনি স্বীকার করেননি। স্বীকার না করলেও প্রেমিকের প্রতি তাঁর ভালোবাসা তো আর গোপন থাকেনি! মানুষ কি এমনি বলে, প্রেম কখনো গোপন থাকে না!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত