Ajker Patrika

মোস্তাফিজ আছেন, সাকিব নেই

মোস্তাফিজ আছেন, সাকিব নেই

ম্যাচটার আগে রাজস্থান রয়েলস ফেসবুকে লিখেছে, ‘হালকা লড়াইয়ের সঙ্গে পুনর্মিলনী দেখতে তৈরি হন।’ কথাটা সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে ইঙ্গিত করে।

ওয়াঙ্কেড়ে দুই বাংলাদেশি তারকা মুখোমুখি হয়েছেন আজ। রাজস্থানের একাদশে মোস্তাফিজ থাকলেও কলকাতার একাদশে নেই সাকিব।
প্রতিবেদন লেখা পর্যন্ত মোস্তাফিজ ২ ওভারে ৯ রান দিয়ে উইকেটশূন্য। ফিজ অবশ্য নিজের প্রথম ওভারেই উইকেট পেতে পারতেন। তাঁর বলে শুভমন গিলের ক্যাচটা ফেলেছেন জয়েসওয়াল।

এবারের আইপিএলে শুরু থেকেই খেলার সুযোগ পান সাকিব–মোস্তাফিজ দুজনই। ক্যারিবিয়ান সুনীল নারাইনকে বসিয়ে সাকিবকে তিন ম্যাচ খেলালেও তেমন ফল পায়নি কলকাতা। তিন ম্যাচে সাকিব ব্যাট হাত করেছেন ৩৮ রান। ১০ ওভার বোলিং করে ৪০.৫ গড়ে নিয়েছেন ২টি উইকেট। পরের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে একাদশ থেকে বাদ পড়লেন। বাংলাদশের অলরাউন্ডারকে আজও কাটাতে হচ্ছে ডাগআউটে।

মোস্তাফিজের পারফরম্যান্সও আহামরি কিছু নয়। চার ম্যাচে ১৫.৩ ওভার বোলিং করে ৪৮.৩৩ গড়ে উইকেট নিয়েছেন তিনটি।
আইপিএল থেকে ছিটকে যাওয়া জোফরা আর্চারই যে সুযোগ করে দিচ্ছে মোস্তাফিজকে। আর্চারকে তাই ধন্যবাদ দিতেই পারেন বাঁহাতি পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত