Ajker Patrika

করোনায় তবু চলবে আইপিএল?

করোনায় তবু চলবে আইপিএল?

ঢাকা: রোম যখন পুড়ছিল, নিরো না কি তখন বাঁশি বাজাচ্ছিল! ভারতের ভয়াবহ করোনাপরিস্থিতিতে যেভাবে আইপিএল–উৎসব চলছে, নিরোর বাঁশি বাজানোর কথায় যেন মনে পড়ছে! রাস্তায় লাশের সারি। শশ্মানে জ্বলছে চিতা। অক্সিজেনের অভাবে মানুষ দিশেহারা। ভয়াবহ এই ছবির বিপরীতেই চলছে আইপিএল।

করোনার এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকতে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সব ঠিক হলে আবারও ফেরার আশা ভারতীয় অফ স্পিনারের। দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা আশ্বিন টুইট করেছেন, ‘আইপিএল থেকে বিরতি নিচ্ছি, করোনাভাইরাসের বিরুদ্ধে আমার পরিবার লড়ছে। এই কঠিন সময়ে তাদের পাশে থাকতে চাই’।

করোনাভীতিতে আইপিএল ছাড়ছেন বিদেশি খেলোয়াড়েরাও। আশ্বিনের ঘোষণার পর দিন আইপিএল ছেড়েছেন অ্যান্ড্রু টাই। প্রথমে ‘ব্যক্তিগত কারণ’ বললেও দেশের বিমান ধরার আগে অস্ট্রেলিয়ান পেসার ভারতে করোনার ভয়াবহতার কথাই উল্লেখ করেছেন। গত নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসা রাজস্থান রয়্যালসের এই পেসার পরিবারের নিরাপত্তার কথা ভেবে আইপিএল ছেড়েছেন।

করোনার ভয়াবহতা মাথায় রেখে আইপিএল ছেড়েছেন অ্যাডাম জাম্পা ও কেন রিচার্ডসন। গত আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল–ব্যস্ততা থাকায় বিয়ের পিঁড়িতে বসেননি জাম্পা । এবার প্রথম ম্যাচ না খেলে বিয়ের কাজটা সেরে এসেছেন। যদিও একটি ম্যাচ না খেলেই আইপিএল ছাড়তে হচ্ছে অস্ট্রেলীয় লেগ স্পিনারের।

আইপিএল চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন সাবেক ক্রিকেটাররা। অ্যাডাম গিলক্রিষ্ট এক টুইট বার্তায় লিখেছেন, ‘ভারতে করোনা পরিস্থিতি খুব খারাপ। এই অবস্থায় আইপিএল চালিয়ে নেওয়া কতটুকু সঠিক সিদ্ধান্ত? নাকি এই কঠিন পরিস্থিতিতে এটাই কিছুটা স্বস্তি দিচ্ছে?’ ভারতের মানুষের জন্য শুভকামনা জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। শোয়েব আখতার অবশ্য কোনো রাখঢাক ছাড়াই বলেছেন, ‘ভারত যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তাদের আইপিএল বন্ধ করা উচিত।’

করোনাভীতিতে জাম্পা-টাইরা আইপিএল ছাড়লেও অন্য ছবিও দেখা মিলছে। নাথান কোল্টার নাইল যেমন বলছেন, তিনি আইপিএল উপভোগ করছেন। এই মুর্হুতে জৈবসুরক্ষা বলয়ে থাকাকেই নিরাপদ মনে করছেন মুম্বাই ইন্ডিয়ানসের এই পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত