Ajker Patrika

আইপিএলের জৈব সুরক্ষাবলয় নিয়ে প্রশ্ন জাম্পার

আইপিএলের জৈব সুরক্ষাবলয় নিয়ে প্রশ্ন জাম্পার

ঢাকা: করোনা মহামারি ভয়াবহ রূপ নিয়েছে ভারতে। এ কঠিন পরিস্থিতিতেই চলছে আইপিএল। এ নিয়ে হচ্ছে আলোচনা–সমালোচনা। কেউ টুর্নামেন্ট চালিয়ে যাওয়ার পক্ষে, কেউ আবার বিপক্ষে। যদিও এখনো পর্যন্ত এসব সমালোচনায় কোনো প্রতিক্রিয়া জানাননি আয়োজকেরা।

করোনাভীতিতে আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন তিন অস্ট্রেলীয় খেলোয়াড়। দেশে ফিরেই সিডনি মর্নিং হেরাল্ডকে দেওয়া সাক্ষাৎকারে আইপিএলের জৈব সুরক্ষাবলয় নিয়ে প্রশ্ন তুলেছেন অ্যাডাম জাম্পা। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে কোনো ম্যাচ না খেলেই দেশে ফেরা জাম্পা বলেছেন, ‘আমি মনে করি আইপিএলের জৈব সুরক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি ভঙুর। এটা আমার মনে হওয়ার কারণ, দেশটা ভারত।’

গত বছর সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে আয়োজিত আইপিএলের জৈব সুরক্ষা ব্যবস্থাকেই বরং বেশি নিরাপদ মনে হয়েছে জাম্পার কাছে। করোনার এ পরিস্থিতিতে আইপিএলের আয়োজনটা আমিরাতেই করা যেত বলে মনে করেন অস্ট্রেলিয়ান লেগি, ‘গত বছর সেপ্টেম্বরে আমিরাতে আয়োজিত আইপিএল আমার কাছে অনেক বেশি নিরাপদ মনে হয়েছিল। এবার ভারতে আইপিএল খেলতে এসে জৈব সুরক্ষাবলয় নিয়ে আমার মনে যে সন্দেহ দেখা দিয়েছে, আরব আমিরাতে সেটি ছিল না। আমি ব্যক্তিগতভাবে মনে করি, করোনার এই সময় আইপিএল আয়োজনে আরব আমিরাতই সবচেয়ে ভালো জায়গা।’

করোনা পরিস্থিতে আইপিএল চালিয়ে নেওয়া কতটা ঠিক হচ্ছে, এ নিয়ে প্রশ্ন উঠছে খোদ ভারতেই। আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়ে প্রশ্নটা আরও জোরাল করেছেন রবিচন্দ্রন অশ্বিন। কদিন আগে এক টুইট বার্তায় মাইকেল ভন অবশ্য আইপিএল চালিয়ে নেওয়ার পক্ষেই মত দিয়েছেন। সাবেক এই ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘এই ভয়াল পরিস্থিতিতে আইপিএল ভারতের মানুষের জন্য এক পসলা স্বস্তির নিঃশ্বাস নেওয়ার মতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত