Ajker Patrika

আইপিএল বন্ধ করতে মামলা

আপডেট : ০৪ মে ২০২১, ১৪: ২৬
আইপিএল বন্ধ করতে মামলা

ঢাকা: হাসপাতালে রোগী ধারণের ঠাঁই নেই। শেষকৃত্য করার সুযোগ হচ্ছে না অনেক জায়গায়। রাজধানী দিল্লিসহ পুরো ভারতের চিত্র এমনই। এই প্রতিকূল পরিস্থিতিতে জৈব সুরক্ষাবলয় তৈরি করে চলেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় টুর্নামেন্ট আইপিএল। এখানেই আপত্তি তুলেছেন আইনজীবী ও সমাজকর্মীরা। আইপিএল বন্ধের দাবিতে দিল্লির উচ্চ আদালতে এক আইনজীবী ও সমাজকর্মী মামলা করেছেন।

উদ্বেগজনক করোনা পরিস্থিতিতে আইপিএল চলায় দিল্লির উচ্চ আদালতে মামলা করেছেন আইনজীবী করণ সিংহ ঠুকরাল ও সমাজকর্মী ইন্দ্রমোহন সিং। কেন্দ্রীয় সরকার, ভারতীয় ক্রিকেট বোর্ড, আইপিএল পরিচালনা পর্ষদ ও দিল্লি ক্রিকেট সংস্থাকে দায়ী করা পিটিশনে বলা হয়েছে, হাসপাতালগুলোয় রোগী ধারণের ঠাঁই নেই। মুমূর্ষু রোগীর অক্সিজেন ও ওষুধ নিয়ে চলছে হাহাকার। শেষকৃত্যের জায়গাটুকুও পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় আইপিএল চালানো তামাশা ছাড়া আর কিছু নয়! যত দ্রুত সম্ভব আইপিএল বন্ধ করে ক্রিকেট স্টেডিয়াম কোভিড রোগীদের চিকিৎসায় ব্যবহার করা উচিত।

জৈব সুরক্ষাবলয়ে খেলোয়াড় ও সংশ্লিষ্টদের আক্রান্ত হওয়া নিয়েও পিটিশনে প্রশ্ন তোলা হয়। কাল শুনানির দিন ধার্য করা হয়েছে।

কঠোর জৈব সুরক্ষাবলয়ের মধ্যেও করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতার দুই খেলোয়াড়, চেন্নাইয়ের কোচিং স্টাফ, বোলিং কোচ ও বাসচালক। করোনার থাবা থেকে রক্ষা পাননি দিল্লির কজন মাঠকর্মীও। যদিও খেলার সময় মাঠে ছিলেন না তাঁরা।

চেন্নাই–রাজস্থান ম্যাচও বাতিল
চেন্নাই দলের কোচিং স্টাফের কয়েকজন সদস্য ও টিম বাসের চালক করোনায় আক্রান্ত হওয়ায় স্থগিত হয়েছে কালকের চেন্নাই ও রাজস্থানের ম্যাচটিও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত