Ajker Patrika

মঈন আলী জার্সি থেকে বিয়ারের বিজ্ঞাপন সরানোর অনুরোধ করেননি

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ১৩: ৫৬
মঈন আলী জার্সি থেকে বিয়ারের বিজ্ঞাপন সরানোর অনুরোধ করেননি

‘ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার মঈন আলীর অনুরোধে জার্সি থেকে মদের বিজ্ঞাপন সরিয়ে দিল আইপিএলে তার দল চেন্নাই সুপার কিংস’, এরকম একটি খবর বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমসহ বিভিন্ন অনলাইন পোর্টালে সম্প্রতি প্রকাশিত হয়েছে। এ সংক্রান্ত খবর পড়ুন এখানে এবং এখানে

মঈন আলী ইসলাম ধর্মের অনুসারী এবং এর আগেও ইংল্যান্ডের জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে একই ধরনের অনুরোধ করেছেন বলে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমের পোস্ট থেকে জানা যায়। সামাজিক মাধ্যম ফেসবুকেও মঈন আলীর অনুরোধের তথ্যটি ছড়িয়েছে।

ছড়িয়ে যাওয়া এই তথ্যকে কেন্দ্র করে তসলিমা নাসরিনের টুইটকে নিয়ে বিতর্কের ঝড় ওঠে। ক্রিকেটে ব্যস্ত না থাকলে মঈন আলী সিরিয়াতে জঙ্গি সংগঠন আইএস–এ যোগ দিতেন বলে টুইট করেন তসলিমা। এর জবাবে ইংলিশ ক্রিকেটার জোফরা আর্চারসহ অনেকেই কড়া জবাব দেন।

 ফ্যাক্টচেক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)–এর দল চেন্নাই সুপার কিংস তাদের জার্সিতে এসএনজে ডিসটিলারিজ–এর বিয়ার ‘এসএনজে ১০০০০’–এর বিজ্ঞাপন ব্যবহার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটার মঈন আলীর সিএসকের জার্সি পরিহিত যে ছবিটিকে কেন্দ্র করে বিয়ার ব্রান্ডটির লোগো সরানোর তথ্য ছড়িয়েছিল সেটির উৎস অনুসন্ধান করে একটি ভিডিও পাওয়া গেছে। গত ৩ এপ্রিল সিএসকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ‘BTS – Lighta Cameras, Neraya Super Actions’ শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়েছিল যেটির ৩৭ সেকেন্ডে মঈন আলীকে দেখা যায় এবং ক্যামেরা দৃষ্টিকোণের তারতম্যের কারণে মঈন আলীর জার্সির ডান হাতের লোগোটি সেখানে স্পষ্ট দেখা যায়নি।

মূলত ভিডিওটির ৩৭ সেকেন্ডের ওই স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

কিন্তু, সিএসকে তাদের অফিসিয়াল টুইটার ও ফেসবুক আইডিতে মঈন আলী ও সুরেশ রায়নার একটি ছবি প্রকাশ করেছে যেখানে মঈন আলীর জার্সির ডান হাতে এবং প্যান্টে পরিষ্কারভাবে এসএনজে ১০০০০–এর লোগো দেখা যাচ্ছে।

 দলটির প্রধান নির্বাহী কাশী বিশ্বনাথন জানিয়েছেন, এবারের আইপিএলে ৭ কোটি রুপিতে দলে ভিড়ানো ইংলিশ তারকা ক্রিকেটার মঈন আলী তার জার্সি থেকে পণ্যটির বিজ্ঞাপন সরানোর জন্য কোনো অনুরোধ করেননি। কাশী বিশ্বনাথনকে উদ্ধৃত করে ইন্ডিয়ান এক্সপ্রেস এবং দ্য উইক ম্যাগাজিনসহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এ ব্যাপারে প্রতিবেদনও প্রকাশ করেছে।

 সুতরাং জার্সি থেকে বিয়ারের বিজ্ঞাপন সরানোর জন্য ক্রিকেটার মঈন আলীর অনুরোধ করার খবরটি ভুয়া।

 

 

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত