অ্যাপলের ডেভেলপার সম্মেলন জুনে
চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে অ্যাপলের ৩৫ তম ডেভেলপার সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ’। অ্যাপল এক ঘোষণায় জানায়, আগামী ১০ থেকে ১৪ জুন এই সম্মেলনে অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করবে অ্যাপল।