Ajker Patrika

অস্ত্রোপচারে প্রথম অ্যাপলের ভিআর হেডসেট ব্যবহার করলেন যুক্তরাজ্যের সার্জনরা

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ মার্চ ২০২৪, ১৭: ১৬
Thumbnail image

প্রথমবারের মতো অস্ত্রোপচারে অ্যাপলের ভার্চুয়াল রিয়্যালিটির হেডসেট ব্যবহার করলেন যুক্তরাজ্যের সার্জনরা। একজন পুরুষ রোগীর মেরুদণ্ডে অস্ত্রোপচারের জন্য ২ হাজার ৭০০ ইউরো মূল্যের ভিশন প্রো হেডসেট ব্যবহার করেন লন্ডনের প্রাইভেট ক্রোমওয়েল হাসপাতালের এক দল চিকিৎসক। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

অস্ত্রোপচার পদ্ধতি ট্র্যাক করতে ও সঠিক টুল বেছে নিতে সাহায্য করার জন্য সার্জনদের সঙ্গে কাজ করা একজন নার্স এই ডিভাইস পরেন। ভার্চুয়াল স্ক্রিনের পাশাপাশি বাস্তব জগৎও এই ডিভাইসে দেখা যায়। এই প্রযুক্তি অগমেন্টেড রিয়্যালিটি নামে পরিচিত। এতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও ব্যবহার করা হয়। হেডসেটটির স্ক্রিনে অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় তথ্য দেখা হয়। 

দুই সপ্তাহে আগে এই অস্ত্রোপচার করেন সাইয়েদ আফতাব। গত সপ্তাহে ন্যাশনাল হেলথ সার্ভিস চিকিৎসাক্ষেত্রে এআই ব্যবহারে উদ্বুদ্ধ করে। এআই সফটওয়্যারটির প্রস্তুতকারক এক্সএক্স কোম্পানির সঙ্গে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) আলোচনাও হয়েছে।
 
এনএইচএসের আইটি সিস্টেমের আধুনিকীকরণের জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছেন চ্যান্সেলর জেরেমি হান্ট।

যুক্তরাজ্যে এখনো ভিশন প্রো হেডসেটটি উন্মোচন করেনি অ্যাপল। যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৫০০ ডলার মূল্যের এটি বিক্রি হচ্ছে। এটি কম্পিউটার গেম ও সিনেমা দেখার জন্য বাস্তব জগতের সঙ্গে ভার্চুয়াল জগৎ মিলে একটি সম্মিলিত অভিজ্ঞতা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে। 

লন্ডনের ইনডিপেনডেন্ট হাসপাতালের প্রধান নার্স সুভি ভারহো বলেন, এই প্রযুক্তি পৃথিবীকে বদলে দেবে। 

এটি মানুষের ভুল ত্রুটি দূর করে ও অনুমানভিত্তিক কাজকে বন্ধ করবে। এ ছাড়া অস্ত্রোপচারের ক্ষেত্রে সার্জনদের আত্মবিশ্বাসী করে তুলবে। 
এআই সফটওয়্যারটি অস্ত্রোপচারের প্রতিটি ধাপের তথ্য টুকে রাখবে। আগের অস্ত্রোপচারগুলো কতটুকু কার্যকরী ছিল তা পরিমাপ করতে ভবিষ্যতে এই টুল ব্যবহার করা যাবে। 

আফতাব বলেন, কোনো নার্সের সঙ্গে এর আগে কখনো কাজ না করলেও এই বাধাকে দূর করার দশ ক্ষমতা রয়েছে এই সফটওয়্যারের। এই প্রযুক্তি তার অপারেটিং দলকে ‘অত্যন্ত শক্তিশালী’ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত