Ajker Patrika

অ্যাপলের ডেভেলপার সম্মেলন জুনে

অ্যাপলের ডেভেলপার সম্মেলন জুনে

চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে অ্যাপলের ৩৫তম ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)। অ্যাপল এক ঘোষণায় জানায়, আগামী ১০ থেকে ১৪ জুন অনুষ্ঠেয় এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করা হবে। 

২০২০ সাল থেকে ডেভেলপাররা এই অনলাইন সম্মেলনে বিনামূল্যে যুক্ত হতে পারেন। এবারও এর ব্যতিক্রম হবে না। ডব্লিউডব্লিউডিসিতে বিভিন্ন অনলাইন সেশন হবে। ফলে এর মাধ্যমে নতুন ফিচার ও সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন ডেভেলপার। 

এই সম্মেলন অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ওয়েবসাইট ও ইউটিউবে দেখা যাবে। এ ছাড়া পুরো সপ্তাহজুড়ে অ্যাপল ভিডিও ও তথ্যও শেয়ার করবে। 

ডব্লিউডব্লিউডিসি ২০২৪ একটি অনলাইন ইভেন্ট হলেও নির্বাচিত ডেভেলপার ও ছাত্রদের জন্য একটি বিশেষ ইভেন্টের পরিকল্পনা করছে অ্যাপল। এই ইভেন্ট ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে অ্যাপল পার্ক ক্যাম্পাসে ১০ জুন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা ‘অ্যাপল পার্ক’এর মূল বক্তব্য, স্টেট অফ দা ইউনিয়ন প্রেজেন্টেশন দেখতে পারবে। পাশাপাশি অ্যাপল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও অ্যাপল ডিজাইন অ্যাওয়ার্ডেও যোগ দিতে পারবেন। 

বর্তমান অ্যাপল ডেভেলপার প্রোগ্রামের সদস্যরা, অ্যাপল উদ্যোক্তা ক্যাম্পের প্রাক্তন ছাত্র, পূর্বের সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ বিজয়ীরা ও বর্তমান অ্যাপল ডেভেলপার এন্টারপ্রাইজ প্রোগ্রামের সদস্যরা অ্যাপল পার্ক ইভেন্টে যুক্ত হতে পারে। অ্যাপল একটি লটারির মাধ্যমে অংশগ্রহণকারীদের বেছে নেয়। 

ডব্লিউডব্লিউডিসির তারিখ ঘোষণার পর সাধারণ সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ শুরু করে অ্যাপল। তবে চ্যালেঞ্জটি এই বছরের শুরুতে চালু করা হয়। আজ ২৮শে মার্চ এই চ্যালেঞ্জের বিজয়ী ঘোষণা হতে পারে। 

বিজয়ীরা ‘অ্যাপল পার্ক’-এ বিশেষ ইভেন্টে যোগদানের জন্য যোগ্য হবেন এবং ৫০ জন বিশিষ্ট বিজয়ীকে তিন দিনের অভিজ্ঞতা অর্জনের জন্য কুপারটিনোতে আমন্ত্রণ জানানো হবে। 

ডেভেলপারদের ইমেইল, অ্যাপল ডেভেলপার অ্যাপ এবং অ্যাপল ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউডিসি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে অ্যাপল। 

গত বছর, ডব্লিউডব্লিউডিসির ২৩ এর সময় ভিশন প্রো হেডসেট উন্মোচন করেছিল অ্যাপল। এই ডিভাইসটি যা প্রযুক্তি বিশ্বে ইন্টারনেটে ঝড় তুলেছিল ৷ এবার, অ্যাপল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নজর কাড়তে বলে আশা করা হচ্ছে। 

তথ্যসূত্র: ম্যাকরিউমার

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত