চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে অ্যাপলের ৩৫তম ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)। অ্যাপল এক ঘোষণায় জানায়, আগামী ১০ থেকে ১৪ জুন অনুষ্ঠেয় এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করা হবে।
২০২০ সাল থেকে ডেভেলপাররা এই অনলাইন সম্মেলনে বিনামূল্যে যুক্ত হতে পারেন। এবারও এর ব্যতিক্রম হবে না। ডব্লিউডব্লিউডিসিতে বিভিন্ন অনলাইন সেশন হবে। ফলে এর মাধ্যমে নতুন ফিচার ও সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন ডেভেলপার।
এই সম্মেলন অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ওয়েবসাইট ও ইউটিউবে দেখা যাবে। এ ছাড়া পুরো সপ্তাহজুড়ে অ্যাপল ভিডিও ও তথ্যও শেয়ার করবে।
ডব্লিউডব্লিউডিসি ২০২৪ একটি অনলাইন ইভেন্ট হলেও নির্বাচিত ডেভেলপার ও ছাত্রদের জন্য একটি বিশেষ ইভেন্টের পরিকল্পনা করছে অ্যাপল। এই ইভেন্ট ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে অ্যাপল পার্ক ক্যাম্পাসে ১০ জুন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা ‘অ্যাপল পার্ক’এর মূল বক্তব্য, স্টেট অফ দা ইউনিয়ন প্রেজেন্টেশন দেখতে পারবে। পাশাপাশি অ্যাপল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও অ্যাপল ডিজাইন অ্যাওয়ার্ডেও যোগ দিতে পারবেন।
বর্তমান অ্যাপল ডেভেলপার প্রোগ্রামের সদস্যরা, অ্যাপল উদ্যোক্তা ক্যাম্পের প্রাক্তন ছাত্র, পূর্বের সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ বিজয়ীরা ও বর্তমান অ্যাপল ডেভেলপার এন্টারপ্রাইজ প্রোগ্রামের সদস্যরা অ্যাপল পার্ক ইভেন্টে যুক্ত হতে পারে। অ্যাপল একটি লটারির মাধ্যমে অংশগ্রহণকারীদের বেছে নেয়।
ডব্লিউডব্লিউডিসির তারিখ ঘোষণার পর সাধারণ সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ শুরু করে অ্যাপল। তবে চ্যালেঞ্জটি এই বছরের শুরুতে চালু করা হয়। আজ ২৮শে মার্চ এই চ্যালেঞ্জের বিজয়ী ঘোষণা হতে পারে।
বিজয়ীরা ‘অ্যাপল পার্ক’-এ বিশেষ ইভেন্টে যোগদানের জন্য যোগ্য হবেন এবং ৫০ জন বিশিষ্ট বিজয়ীকে তিন দিনের অভিজ্ঞতা অর্জনের জন্য কুপারটিনোতে আমন্ত্রণ জানানো হবে।
ডেভেলপারদের ইমেইল, অ্যাপল ডেভেলপার অ্যাপ এবং অ্যাপল ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউডিসি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে অ্যাপল।
গত বছর, ডব্লিউডব্লিউডিসির ২৩ এর সময় ভিশন প্রো হেডসেট উন্মোচন করেছিল অ্যাপল। এই ডিভাইসটি যা প্রযুক্তি বিশ্বে ইন্টারনেটে ঝড় তুলেছিল ৷ এবার, অ্যাপল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নজর কাড়তে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে অ্যাপলের ৩৫তম ডেভেলপার সম্মেলন ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)। অ্যাপল এক ঘোষণায় জানায়, আগামী ১০ থেকে ১৪ জুন অনুষ্ঠেয় এই সম্মেলনে আইওএস ১৮, আইপ্যাডওএস ১৮, টিভিওএস ১৮, ম্যাকওএস ১৫, ওয়াচওএস ১১ ও ভিশনওএস ২ উন্মোচন করা হবে।
২০২০ সাল থেকে ডেভেলপাররা এই অনলাইন সম্মেলনে বিনামূল্যে যুক্ত হতে পারেন। এবারও এর ব্যতিক্রম হবে না। ডব্লিউডব্লিউডিসিতে বিভিন্ন অনলাইন সেশন হবে। ফলে এর মাধ্যমে নতুন ফিচার ও সফটওয়্যার সম্পর্কে জানতে পারবেন ডেভেলপার।
এই সম্মেলন অ্যাপল ডেভেলপার অ্যাপ, অ্যাপল ওয়েবসাইট ও ইউটিউবে দেখা যাবে। এ ছাড়া পুরো সপ্তাহজুড়ে অ্যাপল ভিডিও ও তথ্যও শেয়ার করবে।
ডব্লিউডব্লিউডিসি ২০২৪ একটি অনলাইন ইভেন্ট হলেও নির্বাচিত ডেভেলপার ও ছাত্রদের জন্য একটি বিশেষ ইভেন্টের পরিকল্পনা করছে অ্যাপল। এই ইভেন্ট ক্যালিফোর্নিয়ার কিউপারটিনোতে অ্যাপল পার্ক ক্যাম্পাসে ১০ জুন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা ‘অ্যাপল পার্ক’এর মূল বক্তব্য, স্টেট অফ দা ইউনিয়ন প্রেজেন্টেশন দেখতে পারবে। পাশাপাশি অ্যাপল কর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও অ্যাপল ডিজাইন অ্যাওয়ার্ডেও যোগ দিতে পারবেন।
বর্তমান অ্যাপল ডেভেলপার প্রোগ্রামের সদস্যরা, অ্যাপল উদ্যোক্তা ক্যাম্পের প্রাক্তন ছাত্র, পূর্বের সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ বিজয়ীরা ও বর্তমান অ্যাপল ডেভেলপার এন্টারপ্রাইজ প্রোগ্রামের সদস্যরা অ্যাপল পার্ক ইভেন্টে যুক্ত হতে পারে। অ্যাপল একটি লটারির মাধ্যমে অংশগ্রহণকারীদের বেছে নেয়।
ডব্লিউডব্লিউডিসির তারিখ ঘোষণার পর সাধারণ সুইফট স্টুডেন্ট চ্যালেঞ্জ শুরু করে অ্যাপল। তবে চ্যালেঞ্জটি এই বছরের শুরুতে চালু করা হয়। আজ ২৮শে মার্চ এই চ্যালেঞ্জের বিজয়ী ঘোষণা হতে পারে।
বিজয়ীরা ‘অ্যাপল পার্ক’-এ বিশেষ ইভেন্টে যোগদানের জন্য যোগ্য হবেন এবং ৫০ জন বিশিষ্ট বিজয়ীকে তিন দিনের অভিজ্ঞতা অর্জনের জন্য কুপারটিনোতে আমন্ত্রণ জানানো হবে।
ডেভেলপারদের ইমেইল, অ্যাপল ডেভেলপার অ্যাপ এবং অ্যাপল ডেভেলপার ওয়েবসাইটের মাধ্যমে ডব্লিউডব্লিউডিসি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করবে অ্যাপল।
গত বছর, ডব্লিউডব্লিউডিসির ২৩ এর সময় ভিশন প্রো হেডসেট উন্মোচন করেছিল অ্যাপল। এই ডিভাইসটি যা প্রযুক্তি বিশ্বে ইন্টারনেটে ঝড় তুলেছিল ৷ এবার, অ্যাপল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির মাধ্যমে নজর কাড়তে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
ঘটনার সূত্রপাত হয় যখন একজন ব্যবহারকারী কানানাইট দেবতা মোলোচ (শিশু বলিদানের সঙ্গে সম্পর্কিত) সম্পর্কে জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন। একটি সাধারণ সাংস্কৃতিক ব্যাখ্যা দেওয়ার বদলে চ্যাটবটটি ব্যবহারকারীকে রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মহনন ও রক্তপাতের মতো কার্যক্রমে উৎসাহিত করতে শুরু করে।
৮ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৩ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
২১ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
১ দিন আগে