নতুন আইওএস ১৮ আপডেটে গুগলে জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত করতে পারে অ্যাপল। এই নিয়ে দুই কোম্পানির মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান।
এই প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে গুরম্যান বলেন, দুই কোম্পানি ‘সক্রিয় আলোচনা’ করছে। আইওএসের ১৮ এর এআই ফিচারের জন্য গুগলের লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহারের লাইসেন্স নিয়ে এই আলোচনা করা হচ্ছে।
তথ্য সূত্র বলছে, ‘দুই পক্ষ একটি এআই চুক্তির শর্তাবলি ও ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয়নি বা এটি কীভাবে বাস্তবায়িত হবে তা চূড়ান্ত করেনি।
এই বছরের শেষের দিকে আইওএস ১৮ প্রকাশের পাশাপাশি অ্যাপল তার আইফোন অপারেটিং সিস্টেমে বড় নতুন এআই ক্ষমতা নিয়ে আসছে বলে গুজব রয়েছে। গুরম্যানের মতে, অ্যাপল এমন ফিচারের ওপর জোর দিচ্ছে যা ডিভাইসে কাজ করে ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।
ক্লাউড-ভিত্তিক জেনারেটিভ এআই ফিচারগুলোকে শক্তি দিতে (যেমন নির্দেশনা অনুযায়ী চিত্র তৈরি ও টেক্সট তৈরির ক্ষমতা) অ্যাপল এমন একটি অংশীদার খুঁজছে যার প্রয়োজনীয় বড় আকারের হার্ডওয়্যার অবকাঠামো ও গণনা করার ক্ষমতা ইতিমধ্যেই রয়েছে।
এর আগে গুরম্যান বলেন, অ্যাপল অভ্যন্তরীণভাবে একটি ‘অ্যাপল জিপিটি’ প্রতিদ্বন্দ্বী পরীক্ষা করছে যা ওপেনএআইয়ের এর চ্যাটজিপিটির এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কোম্পানিটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য ‘অ্যাজেক্স’ ফ্রেমওয়ার্কও ডিজাইন করছে। এআই গবেষণায় অ্যাপল প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে বলে জানা গেছে।
প্রযুক্তিটি এখনো গুগল ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের টুলগুলোর মতো উন্নত নয়। তাই এই অংশীদার করার অ্যাপলে জন্য ভালো বিকল্প হয়।
যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তবে অন্য একটি জেনারেটিভ এআই কোম্পানির কাছে যেতে পারে অ্যাপল।
অ্যাপল ডিভাইসে সাফারি ব্রাউজারে তার সার্চ ইঞ্জিনকে ডিফল্ট বিকল্প রাখার জন্য গুগল কয়েক বছর ধরে অ্যাপলকে বিলিয়ন ডলার প্রদান করেছে। বিদ্যমান চুক্তিটি নিয়ে যাচাই বাছাই করছে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস ও ইউরোপীয় কমিশন।
প্রযুক্তি ওয়েবসাইট ইনফরমেশন ও বিশ্লেষক জেফ পু উভয়ই দাবি করে, ২০২৪ সালের শেষের দিকে আইফোন ও আইপ্যাডে জেনারেটিভ এআই ফিচার থাকবে। তবে অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও আগস্টে বলেছিলেন ২০২৪ সালে জেনারেটিভ এআই প্রযুক্তি আসার ‘কোন লক্ষন’ নেই।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
নতুন আইওএস ১৮ আপডেটে গুগলে জেমিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার যুক্ত করতে পারে অ্যাপল। এই নিয়ে দুই কোম্পানির মধ্যে আলোচনা হচ্ছে বলে জানিয়েছে ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যান।
এই প্রকল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের বরাত দিয়ে গুরম্যান বলেন, দুই কোম্পানি ‘সক্রিয় আলোচনা’ করছে। আইওএসের ১৮ এর এআই ফিচারের জন্য গুগলের লার্জ ল্যাংগুয়েজ মডেল ব্যবহারের লাইসেন্স নিয়ে এই আলোচনা করা হচ্ছে।
তথ্য সূত্র বলছে, ‘দুই পক্ষ একটি এআই চুক্তির শর্তাবলি ও ব্র্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেয়নি বা এটি কীভাবে বাস্তবায়িত হবে তা চূড়ান্ত করেনি।
এই বছরের শেষের দিকে আইওএস ১৮ প্রকাশের পাশাপাশি অ্যাপল তার আইফোন অপারেটিং সিস্টেমে বড় নতুন এআই ক্ষমতা নিয়ে আসছে বলে গুজব রয়েছে। গুরম্যানের মতে, অ্যাপল এমন ফিচারের ওপর জোর দিচ্ছে যা ডিভাইসে কাজ করে ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয় না।
ক্লাউড-ভিত্তিক জেনারেটিভ এআই ফিচারগুলোকে শক্তি দিতে (যেমন নির্দেশনা অনুযায়ী চিত্র তৈরি ও টেক্সট তৈরির ক্ষমতা) অ্যাপল এমন একটি অংশীদার খুঁজছে যার প্রয়োজনীয় বড় আকারের হার্ডওয়্যার অবকাঠামো ও গণনা করার ক্ষমতা ইতিমধ্যেই রয়েছে।
এর আগে গুরম্যান বলেন, অ্যাপল অভ্যন্তরীণভাবে একটি ‘অ্যাপল জিপিটি’ প্রতিদ্বন্দ্বী পরীক্ষা করছে যা ওপেনএআইয়ের এর চ্যাটজিপিটির এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। কোম্পানিটি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের জন্য ‘অ্যাজেক্স’ ফ্রেমওয়ার্কও ডিজাইন করছে। এআই গবেষণায় অ্যাপল প্রতিদিন মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে বলে জানা গেছে।
প্রযুক্তিটি এখনো গুগল ও অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের টুলগুলোর মতো উন্নত নয়। তাই এই অংশীদার করার অ্যাপলে জন্য ভালো বিকল্প হয়।
যদি আলোচনা ফলপ্রসূ না হয়, তবে অন্য একটি জেনারেটিভ এআই কোম্পানির কাছে যেতে পারে অ্যাপল।
অ্যাপল ডিভাইসে সাফারি ব্রাউজারে তার সার্চ ইঞ্জিনকে ডিফল্ট বিকল্প রাখার জন্য গুগল কয়েক বছর ধরে অ্যাপলকে বিলিয়ন ডলার প্রদান করেছে। বিদ্যমান চুক্তিটি নিয়ে যাচাই বাছাই করছে ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস ও ইউরোপীয় কমিশন।
প্রযুক্তি ওয়েবসাইট ইনফরমেশন ও বিশ্লেষক জেফ পু উভয়ই দাবি করে, ২০২৪ সালের শেষের দিকে আইফোন ও আইপ্যাডে জেনারেটিভ এআই ফিচার থাকবে। তবে অ্যাপল বিশ্লেষক মিং-চি কুও আগস্টে বলেছিলেন ২০২৪ সালে জেনারেটিভ এআই প্রযুক্তি আসার ‘কোন লক্ষন’ নেই।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
বন্ধুদের সঙ্গে রিলস ভাগাভাগির প্রক্রিয়া আরও সহজ করতে ‘ব্লেন্ড’ নামের নতুন ফিচার নিয়ে হাজির হলো ইনস্টাগ্রাম। এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা এখন তাঁদের বন্ধু বা গ্রুপ চ্যাটের সদস্যদের সঙ্গে একটি ব্যক্তিগত ও কাস্টমাইজড রিলস ফিড শেয়ার করতে পারবেন। তবে এই ফিচার ব্যবহার করতে হলে বন্ধুদের আমন্ত্রণ...
১২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার ওয়েবসাইটে গুরুত্বপূর্ণ নিরাপত্তা ত্রুটি ধরিয়ে দিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন ইরাকি কিশোর মুনতাধার মোহাম্মদ আহমেদ সালেহ। বাগদাদের আল-তারমিয়া জেলার আল-বায়ারিক উচ্চ বিদ্যালয়ের এই মেধাবী শিক্ষার্থী নিজের অসাধারণ প্রযুক্তি দক্ষতা দিয়ে নাসার বিশেষ প্রশংসা
১৪ ঘণ্টা আগেমানুষের কাজের জগতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত নিয়ে বিশ্বের প্রযুক্তিকেন্দ্র সিলিকন ভ্যালিতে আত্মপ্রকাশ করল বিতর্কিত স্টার্টআপ ‘মেকানাইজ’। বিখ্যাত এআই গবেষক ও প্রতিষ্ঠাতা তামায় বেসিরোগ্লু ঘোষণা দিয়েছেন, এই স্টার্টআপের লক্ষ্য হলো—‘সব ধরনের কাজের পূর্ণ স্বয়ংক্রিয়করণ’ এবং ‘সম্পূর্ণ অর্থনীতির...
১৪ ঘণ্টা আগেফোল্ডেবল ফোনের দৌড়ে যখন স্যামসাং, হুয়াওয়ে বা অপো একে অপরকে টপকে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত, প্রযুক্তির বাজারে ঠিক তখন এক অপ্রত্যাশিত প্রতিদ্বন্দ্বী মাঠে নেমেছে। সেটি হলো—ভাঁজযোগ্য ইবুক রিডার। ই-ইংক প্রযুক্তির উন্নতির ফলে ই-রিডারে বই পড়ার অভিজ্ঞতা এখন অনেকটাই কাগজের বইয়ের মতো।
১৭ ঘণ্টা আগে