আইপ্যাডপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী ২৬ মার্চ উন্মোচন হতে পারে আইপ্যাড প্রো ২০২৪ ও আইপ্যাড এয়ার ৬। সর্বশেষ ২০২২ সালে নতুন আইপ্যাড উন্মোচন করেছিল অ্যাপল।
চীনের ইনস্ট্যান্ট ডিজিটাল ও আইটিহোম আইপ্যাড উন্মোচনের তারিখটি সামনে তুলে এনেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার এক প্রতিবেদনে জানায়। ট্যাবলেটগুলোর কেসও একই দিনে বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের বলছে, আইপ্যাডের নতুন মডেলগুলো ২৬ শে মার্চ উন্মোচন করলেও এগুলো বাজারে ছাড়তে আরও কিছুদিন সময় নেবে অ্যাপল। এগুলোতে অপারেটিং সিস্টেমে আইপ্যাডওএস ১৭.৪ ব্যবহার হবে। এই অপারেটিং সিস্টেম সম্পূর্ণ তৈরি করতেও অ্যাপলের মার্চের শেষ পর্যন্ত সময় লাগবে। তাই এপ্রিলের মাঝামাঝিতে আইপ্যাডগুলোর সরবরাহ শুরু হবে। উন্মোচনের পরপরই অ্যাইপ্যাডগুলোর প্রিঅর্ডার নেওয়া শুরু করতে পারে অ্যাপল।
ম্যাকরিউমারের প্রতিবেদক রস ইয়াং বলেন, ২০২৪ সালের মার্চের শেষদিকে বা এপ্রিলের প্রথমদিকে আইপ্যাড প্রো উন্মোচন হতে পারে ও এপ্রিলেই মডেলটির বিক্রি শুরু হবে।
আইপ্যাড প্রো ২০২৪ এ ওলেড স্ক্রিন, এম ৩ চিপসেট, ল্যান্ডস্কেপ ওরিয়ন্ট ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সুবিধা যোগ করা হতে পারে।
এর আগে কয়েককটি প্রতিবেদনে বলা হয়েছিল আইপ্যাড ৬ এর ডিসপ্লে ১২.৯ ইঞ্চি হতে পারে। তবে তথ্য ফাঁসকারী শ্রিম্পঅ্যাপলপ্রো এর মতে, এই মডেলের শুধু ১০.৯ ইঞ্চি ডিসপ্লের সংস্করণটি বাজারে আসতে পারে।
ভিয়েতনামের কারখানায় ১২.৯ ইঞ্চির আইফোনের প্রস্তুত করতে দেখা যায়নি। তাই শ্রিম্পঅ্যাপলপ্রো এই কথা বলেন। তবে চীনের কারখানায় এই সংস্করণ প্রস্তুত করার সম্ভাবনাও রয়েছে।
আইপ্যাড ৬ এ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাড এয়ার পাঁচটি রঙে দেখা যাবে। ২০২২ সালের আইপ্যাড এয়ার মডেলটি স্পেস গ্রে (ধূসর), স্টারলাইট, পিংক (গোলাপি), পার্পল (বেগুনি), ও ব্লু (নীল) রঙে ব্যবহার করা হয়েছিল। তবে নতুন মডেলে পিংক ও পার্পল রংটি নাও থাকতে পারে। এর বদলে নতুন রঙ নিয়ে আসতে পারে অ্যাপল।
আইপ্যাডপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী ২৬ মার্চ উন্মোচন হতে পারে আইপ্যাড প্রো ২০২৪ ও আইপ্যাড এয়ার ৬। সর্বশেষ ২০২২ সালে নতুন আইপ্যাড উন্মোচন করেছিল অ্যাপল।
চীনের ইনস্ট্যান্ট ডিজিটাল ও আইটিহোম আইপ্যাড উন্মোচনের তারিখটি সামনে তুলে এনেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার এক প্রতিবেদনে জানায়। ট্যাবলেটগুলোর কেসও একই দিনে বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের বলছে, আইপ্যাডের নতুন মডেলগুলো ২৬ শে মার্চ উন্মোচন করলেও এগুলো বাজারে ছাড়তে আরও কিছুদিন সময় নেবে অ্যাপল। এগুলোতে অপারেটিং সিস্টেমে আইপ্যাডওএস ১৭.৪ ব্যবহার হবে। এই অপারেটিং সিস্টেম সম্পূর্ণ তৈরি করতেও অ্যাপলের মার্চের শেষ পর্যন্ত সময় লাগবে। তাই এপ্রিলের মাঝামাঝিতে আইপ্যাডগুলোর সরবরাহ শুরু হবে। উন্মোচনের পরপরই অ্যাইপ্যাডগুলোর প্রিঅর্ডার নেওয়া শুরু করতে পারে অ্যাপল।
ম্যাকরিউমারের প্রতিবেদক রস ইয়াং বলেন, ২০২৪ সালের মার্চের শেষদিকে বা এপ্রিলের প্রথমদিকে আইপ্যাড প্রো উন্মোচন হতে পারে ও এপ্রিলেই মডেলটির বিক্রি শুরু হবে।
আইপ্যাড প্রো ২০২৪ এ ওলেড স্ক্রিন, এম ৩ চিপসেট, ল্যান্ডস্কেপ ওরিয়ন্ট ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সুবিধা যোগ করা হতে পারে।
এর আগে কয়েককটি প্রতিবেদনে বলা হয়েছিল আইপ্যাড ৬ এর ডিসপ্লে ১২.৯ ইঞ্চি হতে পারে। তবে তথ্য ফাঁসকারী শ্রিম্পঅ্যাপলপ্রো এর মতে, এই মডেলের শুধু ১০.৯ ইঞ্চি ডিসপ্লের সংস্করণটি বাজারে আসতে পারে।
ভিয়েতনামের কারখানায় ১২.৯ ইঞ্চির আইফোনের প্রস্তুত করতে দেখা যায়নি। তাই শ্রিম্পঅ্যাপলপ্রো এই কথা বলেন। তবে চীনের কারখানায় এই সংস্করণ প্রস্তুত করার সম্ভাবনাও রয়েছে।
আইপ্যাড ৬ এ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাড এয়ার পাঁচটি রঙে দেখা যাবে। ২০২২ সালের আইপ্যাড এয়ার মডেলটি স্পেস গ্রে (ধূসর), স্টারলাইট, পিংক (গোলাপি), পার্পল (বেগুনি), ও ব্লু (নীল) রঙে ব্যবহার করা হয়েছিল। তবে নতুন মডেলে পিংক ও পার্পল রংটি নাও থাকতে পারে। এর বদলে নতুন রঙ নিয়ে আসতে পারে অ্যাপল।
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৫ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে