আইপ্যাডপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী ২৬ মার্চ উন্মোচন হতে পারে আইপ্যাড প্রো ২০২৪ ও আইপ্যাড এয়ার ৬। সর্বশেষ ২০২২ সালে নতুন আইপ্যাড উন্মোচন করেছিল অ্যাপল।
চীনের ইনস্ট্যান্ট ডিজিটাল ও আইটিহোম আইপ্যাড উন্মোচনের তারিখটি সামনে তুলে এনেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার এক প্রতিবেদনে জানায়। ট্যাবলেটগুলোর কেসও একই দিনে বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের বলছে, আইপ্যাডের নতুন মডেলগুলো ২৬ শে মার্চ উন্মোচন করলেও এগুলো বাজারে ছাড়তে আরও কিছুদিন সময় নেবে অ্যাপল। এগুলোতে অপারেটিং সিস্টেমে আইপ্যাডওএস ১৭.৪ ব্যবহার হবে। এই অপারেটিং সিস্টেম সম্পূর্ণ তৈরি করতেও অ্যাপলের মার্চের শেষ পর্যন্ত সময় লাগবে। তাই এপ্রিলের মাঝামাঝিতে আইপ্যাডগুলোর সরবরাহ শুরু হবে। উন্মোচনের পরপরই অ্যাইপ্যাডগুলোর প্রিঅর্ডার নেওয়া শুরু করতে পারে অ্যাপল।
ম্যাকরিউমারের প্রতিবেদক রস ইয়াং বলেন, ২০২৪ সালের মার্চের শেষদিকে বা এপ্রিলের প্রথমদিকে আইপ্যাড প্রো উন্মোচন হতে পারে ও এপ্রিলেই মডেলটির বিক্রি শুরু হবে।
আইপ্যাড প্রো ২০২৪ এ ওলেড স্ক্রিন, এম ৩ চিপসেট, ল্যান্ডস্কেপ ওরিয়ন্ট ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সুবিধা যোগ করা হতে পারে।
এর আগে কয়েককটি প্রতিবেদনে বলা হয়েছিল আইপ্যাড ৬ এর ডিসপ্লে ১২.৯ ইঞ্চি হতে পারে। তবে তথ্য ফাঁসকারী শ্রিম্পঅ্যাপলপ্রো এর মতে, এই মডেলের শুধু ১০.৯ ইঞ্চি ডিসপ্লের সংস্করণটি বাজারে আসতে পারে।
ভিয়েতনামের কারখানায় ১২.৯ ইঞ্চির আইফোনের প্রস্তুত করতে দেখা যায়নি। তাই শ্রিম্পঅ্যাপলপ্রো এই কথা বলেন। তবে চীনের কারখানায় এই সংস্করণ প্রস্তুত করার সম্ভাবনাও রয়েছে।
আইপ্যাড ৬ এ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাড এয়ার পাঁচটি রঙে দেখা যাবে। ২০২২ সালের আইপ্যাড এয়ার মডেলটি স্পেস গ্রে (ধূসর), স্টারলাইট, পিংক (গোলাপি), পার্পল (বেগুনি), ও ব্লু (নীল) রঙে ব্যবহার করা হয়েছিল। তবে নতুন মডেলে পিংক ও পার্পল রংটি নাও থাকতে পারে। এর বদলে নতুন রঙ নিয়ে আসতে পারে অ্যাপল।
আইপ্যাডপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী ২৬ মার্চ উন্মোচন হতে পারে আইপ্যাড প্রো ২০২৪ ও আইপ্যাড এয়ার ৬। সর্বশেষ ২০২২ সালে নতুন আইপ্যাড উন্মোচন করেছিল অ্যাপল।
চীনের ইনস্ট্যান্ট ডিজিটাল ও আইটিহোম আইপ্যাড উন্মোচনের তারিখটি সামনে তুলে এনেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার এক প্রতিবেদনে জানায়। ট্যাবলেটগুলোর কেসও একই দিনে বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের বলছে, আইপ্যাডের নতুন মডেলগুলো ২৬ শে মার্চ উন্মোচন করলেও এগুলো বাজারে ছাড়তে আরও কিছুদিন সময় নেবে অ্যাপল। এগুলোতে অপারেটিং সিস্টেমে আইপ্যাডওএস ১৭.৪ ব্যবহার হবে। এই অপারেটিং সিস্টেম সম্পূর্ণ তৈরি করতেও অ্যাপলের মার্চের শেষ পর্যন্ত সময় লাগবে। তাই এপ্রিলের মাঝামাঝিতে আইপ্যাডগুলোর সরবরাহ শুরু হবে। উন্মোচনের পরপরই অ্যাইপ্যাডগুলোর প্রিঅর্ডার নেওয়া শুরু করতে পারে অ্যাপল।
ম্যাকরিউমারের প্রতিবেদক রস ইয়াং বলেন, ২০২৪ সালের মার্চের শেষদিকে বা এপ্রিলের প্রথমদিকে আইপ্যাড প্রো উন্মোচন হতে পারে ও এপ্রিলেই মডেলটির বিক্রি শুরু হবে।
আইপ্যাড প্রো ২০২৪ এ ওলেড স্ক্রিন, এম ৩ চিপসেট, ল্যান্ডস্কেপ ওরিয়ন্ট ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সুবিধা যোগ করা হতে পারে।
এর আগে কয়েককটি প্রতিবেদনে বলা হয়েছিল আইপ্যাড ৬ এর ডিসপ্লে ১২.৯ ইঞ্চি হতে পারে। তবে তথ্য ফাঁসকারী শ্রিম্পঅ্যাপলপ্রো এর মতে, এই মডেলের শুধু ১০.৯ ইঞ্চি ডিসপ্লের সংস্করণটি বাজারে আসতে পারে।
ভিয়েতনামের কারখানায় ১২.৯ ইঞ্চির আইফোনের প্রস্তুত করতে দেখা যায়নি। তাই শ্রিম্পঅ্যাপলপ্রো এই কথা বলেন। তবে চীনের কারখানায় এই সংস্করণ প্রস্তুত করার সম্ভাবনাও রয়েছে।
আইপ্যাড ৬ এ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাড এয়ার পাঁচটি রঙে দেখা যাবে। ২০২২ সালের আইপ্যাড এয়ার মডেলটি স্পেস গ্রে (ধূসর), স্টারলাইট, পিংক (গোলাপি), পার্পল (বেগুনি), ও ব্লু (নীল) রঙে ব্যবহার করা হয়েছিল। তবে নতুন মডেলে পিংক ও পার্পল রংটি নাও থাকতে পারে। এর বদলে নতুন রঙ নিয়ে আসতে পারে অ্যাপল।
ঘটনার সূত্রপাত হয় যখন একজন ব্যবহারকারী কানানাইট দেবতা মোলোচ (শিশু বলিদানের সঙ্গে সম্পর্কিত) সম্পর্কে জানতে চ্যাটজিপিটিকে প্রশ্ন করেন। একটি সাধারণ সাংস্কৃতিক ব্যাখ্যা দেওয়ার বদলে চ্যাটবটটি ব্যবহারকারীকে রীতিনীতি ও আচার-অনুষ্ঠানের মাধ্যমে আত্মহনন ও রক্তপাতের মতো কার্যক্রমে উৎসাহিত করতে শুরু করে।
৮ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা সত্ত্বেও চীনে হঠাৎ বেড়েছে এনভিডিয়ার অত্যাধুনিক এআই চিপ মেরামতের চাহিদা। চীনে এনভিডিয়ার চিপ রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে। এরপরও সাম্প্রতিক সময়ে চীনে এনভিডিয়ার এআই চিপ মেরামতের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
১৩ ঘণ্টা আগেস্পেসএক্স-এর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিংক গতকাল বৃহস্পতিবার বিকেলে বিশ্বব্যাপী নেটওয়ার্ক বিভ্রাটের সম্মুখীন হয়েছে। স্টারলিংক এক্স হ্যান্ডলে এ তথ্য নিশ্চিত করেছে।
২১ ঘণ্টা আগেইউটিউব বর্তমানে এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে একজন ব্যক্তি ঘরে বসেই নিজের প্রতিভা, জ্ঞান বা সৃজনশীল চিন্তাগুলো বিশ্বের কোটি কোটি দর্শকের সামনে উপস্থাপন করতে পারেন। তবে শুধু ভালো ভিডিও তৈরি করলেই হয় না; সেটিকে আরও বেশি কার্যকর ও গ্রহণযোগ্য করতে হলে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা দরকার।
১ দিন আগে