Ajker Patrika

নতুন আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ারের দেখা মিলবে শিগগির

নতুন আইপ্যাড প্রো ও আইপ্যাড এয়ারের দেখা মিলবে শিগগির

আইপ্যাডপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী ২৬ মার্চ উন্মোচন হতে পারে আইপ্যাড প্রো ২০২৪ ও আইপ্যাড এয়ার ৬। সর্বশেষ ২০২২ সালে নতুন আইপ্যাড উন্মোচন করেছিল অ্যাপল।

চীনের ইনস্ট্যান্ট ডিজিটাল ও আইটিহোম আইপ্যাড উন্মোচনের তারিখটি সামনে তুলে এনেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার এক প্রতিবেদনে জানায়। ট্যাবলেটগুলোর কেসও একই দিনে বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের বলছে, আইপ্যাডের নতুন মডেলগুলো ২৬ শে মার্চ উন্মোচন করলেও এগুলো বাজারে ছাড়তে আরও কিছুদিন সময় নেবে অ্যাপল। এগুলোতে অপারেটিং সিস্টেমে আইপ্যাডওএস ১৭.৪ ব্যবহার হবে। এই অপারেটিং সিস্টেম সম্পূর্ণ তৈরি করতেও অ্যাপলের মার্চের শেষ পর্যন্ত সময় লাগবে। তাই এপ্রিলের মাঝামাঝিতে আইপ্যাডগুলোর সরবরাহ শুরু হবে। উন্মোচনের পরপরই অ্যাইপ্যাডগুলোর প্রিঅর্ডার নেওয়া শুরু করতে পারে অ্যাপল।

ম্যাকরিউমারের প্রতিবেদক রস ইয়াং বলেন, ২০২৪ সালের মার্চের শেষদিকে বা এপ্রিলের প্রথমদিকে আইপ্যাড প্রো উন্মোচন হতে পারে ও এপ্রিলেই মডেলটির বিক্রি শুরু হবে।

আইপ্যাড প্রো ২০২৪ এ ওলেড স্ক্রিন, এম ৩ চিপসেট, ল্যান্ডস্কেপ ওরিয়ন্ট ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সুবিধা যোগ করা হতে পারে।

এর আগে কয়েককটি প্রতিবেদনে বলা হয়েছিল আইপ্যাড ৬ এর ডিসপ্লে ১২.৯ ইঞ্চি হতে পারে। তবে তথ্য ফাঁসকারী শ্রিম্পঅ্যাপলপ্রো এর মতে, এই মডেলের শুধু ১০.৯ ইঞ্চি ডিসপ্লের সংস্করণটি বাজারে আসতে পারে।

ভিয়েতনামের কারখানায় ১২.৯ ইঞ্চির আইফোনের প্রস্তুত করতে দেখা যায়নি। তাই শ্রিম্পঅ্যাপলপ্রো এই কথা বলেন। তবে চীনের কারখানায় এই সংস্করণ প্রস্তুত করার সম্ভাবনাও রয়েছে।

আইপ্যাড ৬ এ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাড এয়ার পাঁচটি রঙে দেখা যাবে। ২০২২ সালের আইপ্যাড এয়ার মডেলটি স্পেস গ্রে (ধূসর), স্টারলাইট, পিংক (গোলাপি), পার্পল (বেগুনি), ও ব্লু (নীল) রঙে ব্যবহার করা হয়েছিল। তবে নতুন মডেলে পিংক ও পার্পল রংটি নাও থাকতে পারে। এর বদলে নতুন রঙ নিয়ে আসতে পারে অ্যাপল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত