অনলাইন ডেস্ক
আইফোনকে নিজের মতো কাস্টমাইজ করার একটি উপায় হলো ডিভাইসটির হোমস্ক্রিনের অ্যাপ আইকনগুলো পরিবর্তন করা। এর ফলে অন্য ব্যবহারকারীদের চেয়ে নিজের ডিভাইসের হোমস্ক্রিনটি আলাদা লাগবে। হোমস্ক্রিনকে নতুন করে সাজানোর একটি সহজ ও কার্যকর উপায় এটি।
আইফোনে অ্যাপের আইকন পরিবর্তন করার জন্য প্রথমেই পছন্দমতো একটি আইকন বাছাই করতে হবে। ব্রাউজার থেকে বিনামূল্যে এসব আইকন ডাউনলোড করা যাবে।
অ্যাপের শর্টকাট তৈরি করে অ্যাপে নতুন আইকনের ছবি যুক্ত করা যাবে। তবে ব্যবহার করার জন্য শর্টকাটগুলো একটু জটিল। কারণ শর্টকাট অ্যাপ ডিভাইসে চালানোর জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত পদক্ষেপ নিতে হয়। তবে অ্যাপের আইকনগুলো পরিবর্তন করার ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি।
শর্টকাট ব্যবহার করে অ্যাপ আইকন পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোন বা আইপ্যাডে শর্টকাট অ্যাপগুলো চালু করুন।
২. ডান পাশের ওপরে ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. ‘ওপেন অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৪. অ্যাপটি ট্যাপ করুন।
৫. সার্চ অপশনটির মাধ্যমে আইকন পরিবর্তন করার জন্য পছন্দের মতো আইকনটি খুঁজে বের করুন ও নির্বাচন করুন।
৬. ‘ওপেন অ্যাপের’ পাশে নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন।
৭. ‘এড টু হোম স্ক্রিন’ অপশনটি ট্যাপ করুন।
৮. বাম পাশের ছবির খালি আইকনে ট্যাপ করুন।
৯. এরপর ‘সিলেক্ট ফটো’, ‘চুজ ফটো’ বা ‘চুজ ফাইল’ অপশন থেকে নতুন অ্যাপ আইকনটি বাছাই করুন।
১০. ‘নিউ শর্টকাট’ অপশনে ট্যাপ নতুন আইকনের জন্য একটি নাম টাইপ করুন।
১১. ‘এড’ অপশনে ট্যাপ করলে নতুন আইকনসহ শর্টকাটটি তৈরি হবে।
শর্টকাটটি তৈরি হলে হোমস্ক্রিনে অ্যাপটি দেখা যাবে। আগের অ্যাপটির আইকন সরিয়ে ফেলুন। এ জন্য আগের অ্যাপটি কয়েক সেকেন্ড চেপে রাখতে হবে। এরপর রিমুভ অ্যাপ অপশনটি নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
আইফোনকে নিজের মতো কাস্টমাইজ করার একটি উপায় হলো ডিভাইসটির হোমস্ক্রিনের অ্যাপ আইকনগুলো পরিবর্তন করা। এর ফলে অন্য ব্যবহারকারীদের চেয়ে নিজের ডিভাইসের হোমস্ক্রিনটি আলাদা লাগবে। হোমস্ক্রিনকে নতুন করে সাজানোর একটি সহজ ও কার্যকর উপায় এটি।
আইফোনে অ্যাপের আইকন পরিবর্তন করার জন্য প্রথমেই পছন্দমতো একটি আইকন বাছাই করতে হবে। ব্রাউজার থেকে বিনামূল্যে এসব আইকন ডাউনলোড করা যাবে।
অ্যাপের শর্টকাট তৈরি করে অ্যাপে নতুন আইকনের ছবি যুক্ত করা যাবে। তবে ব্যবহার করার জন্য শর্টকাটগুলো একটু জটিল। কারণ শর্টকাট অ্যাপ ডিভাইসে চালানোর জন্য ব্যবহারকারীদের অতিরিক্ত পদক্ষেপ নিতে হয়। তবে অ্যাপের আইকনগুলো পরিবর্তন করার ক্ষেত্রে এটি একটি সহজ পদ্ধতি।
শর্টকাট ব্যবহার করে অ্যাপ আইকন পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন—
১. আইফোন বা আইপ্যাডে শর্টকাট অ্যাপগুলো চালু করুন।
২. ডান পাশের ওপরে ‘+’ আইকনে ট্যাপ করুন।
৩. ‘ওপেন অ্যাপ’ অপশন নির্বাচন করুন।
৪. অ্যাপটি ট্যাপ করুন।
৫. সার্চ অপশনটির মাধ্যমে আইকন পরিবর্তন করার জন্য পছন্দের মতো আইকনটি খুঁজে বের করুন ও নির্বাচন করুন।
৬. ‘ওপেন অ্যাপের’ পাশে নিম্নমুখী তীর চিহ্নতে ট্যাপ করুন।
৭. ‘এড টু হোম স্ক্রিন’ অপশনটি ট্যাপ করুন।
৮. বাম পাশের ছবির খালি আইকনে ট্যাপ করুন।
৯. এরপর ‘সিলেক্ট ফটো’, ‘চুজ ফটো’ বা ‘চুজ ফাইল’ অপশন থেকে নতুন অ্যাপ আইকনটি বাছাই করুন।
১০. ‘নিউ শর্টকাট’ অপশনে ট্যাপ নতুন আইকনের জন্য একটি নাম টাইপ করুন।
১১. ‘এড’ অপশনে ট্যাপ করলে নতুন আইকনসহ শর্টকাটটি তৈরি হবে।
শর্টকাটটি তৈরি হলে হোমস্ক্রিনে অ্যাপটি দেখা যাবে। আগের অ্যাপটির আইকন সরিয়ে ফেলুন। এ জন্য আগের অ্যাপটি কয়েক সেকেন্ড চেপে রাখতে হবে। এরপর রিমুভ অ্যাপ অপশনটি নির্বাচন করতে হবে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
নিষিদ্ধ হওয়া ঠেকাতে যুক্তরাষ্ট্রে টিকটক প্ল্যাটফর্ম ইলন মাস্কের কাছে বিক্রির কথা ভাবছে চীন। গতকাল সোমবার ব্লুমবার্গ এক প্রতিবেদনে এই দাবি করেছে। তবে ইলন মাস্ক টিকটকঅধিগ্রহণ করবেন কি না, তা জানা যায়নি।
১৮ দিন আগেপ্রযুক্তিবিশ্বে প্রতিবছর নতুন নতুন উদ্ভাবন ও পণ্যের ঝড় ওঠে। মাঝেমধ্যে কিছু অদ্ভুত পণ্যের দেখাও পাওয়া যায়। ৭ থেকে ১১ জানুয়ারি লাস ভেগাসে অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের কনজিউমার ইলেকট্রনিক শো (সিইএস)। মেলায় এমন কিছু অদ্ভুত গ্যাজেটের দেখা মিলেছে, যেগুলো শুধু নতুনত্বের কারণে নয়; বরং ডিজাইন ও ব্যবহারিক বৈশিষ্
১৮ দিন আগেটিকটক নিষিদ্ধ করতে অনেকটা উঠেপড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। কারণ, মার্কিনরা মনে করছে, চীনের মালিকানাধীন এই প্ল্যাটফর্ম তাদের জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি। তাই যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ১৯ জানুয়ারির আগে মূল প্রতিষ্ঠান বাইটড্যান্স থেকে আলাদা হতে হবে টিকটককে। গত শুক্রবার মা
১৮ দিন আগেউন্নত প্রযুক্তির এ সময়ে আর কোনো কিছুকে অসম্ভব মনে হয় না। মানুষের বাইরে যেসব প্রাণী আছে, সেগুলোর সঙ্গে কথা বলাটাও তাই আর হয়তো অসম্ভব নয়। প্রযুক্তির অগ্রগতি তেমন আভাসই দিচ্ছে।
১৮ দিন আগে