অনেক সময় বন্ধুদের সঙ্গে অন্য অ্যাপের ফিচার সম্পর্কে জানাতে বা কোনো লম্বা চ্যাট শেয়ার করার জন্য স্ক্রিনশটের ছেয়ে স্ক্রিন রেকর্ড বেশি কার্যকরী। আইফোনেও স্ক্রিন রেকর্ডের অপশন রয়েছে। তাই থার্ড পার্ট ব্যবহার করার প্রয়োজন নেই।
খুব সহজেই আইফোনে স্ক্রিন রেকর্ড করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
১. আইফোনের সেটিংস থেকে কন্ট্রোল সেন্টার অপশনে প্রবেশ করুন। এরপর ‘+’ আইকোনে ট্যাপ করে বিভিন্ন ফিচারের তালিকা থেকে স্ক্রিন রেকর্ড ফিচারটি যুক্ত করুন। এর মাধ্যমে প্রতিবার স্ক্রিন রেকর্ড পদ্ধতিটি সহজ হয়ে যাবে।
২. আইফোনের নতুন মডেলগুলোতে কন্ট্রোল সেন্টার চালু করার জন্য ডানপাশের কোনা থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন। আর পুরোনো মডেলগুলোতে নিচের থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন।
৩. কন্ট্রোল সেন্টার মেনুতে একটি লাল রঙের গোলাকার রেকর্ডিং বাটন দেখা যাবে। এতে ট্যাপ করুন। এর ফলে আইফোনে ৩ সেকেন্ড পার হলেই স্ক্রিন রেকর্ড শুরু হবে। আইফোনে একটি স্বচ্ছ লাল ডট দেখা গেলে বোঝা যাবে যে, স্ক্রিন রেকর্ড শুরু হয়েছে।
৪. রেকর্ড শুরু হলে ফোনের যে বিষয় রেকর্ড করতে চান সেসব জায়গায় প্রবেশ করুন। আপনার ফোনে এখন যাই করবেন তাই রেকর্ড হবে। রেকর্ড বন্ধের জন্য স্ক্রিনের ওপরে থাকা লাল ডটটিতে আবার ট্যাপ করুন।
৫. স্ক্রিন রেকর্ডটি আইফোনের গ্যালারিতে সেভ হয়ে থাকবে। গ্যালারিতে প্রবেশ করে ভিডিওটি কাট, ক্রপ ও ফিল্টার অপশনের মাধ্যমে এডিট করা যাবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
অনেক সময় বন্ধুদের সঙ্গে অন্য অ্যাপের ফিচার সম্পর্কে জানাতে বা কোনো লম্বা চ্যাট শেয়ার করার জন্য স্ক্রিনশটের ছেয়ে স্ক্রিন রেকর্ড বেশি কার্যকরী। আইফোনেও স্ক্রিন রেকর্ডের অপশন রয়েছে। তাই থার্ড পার্ট ব্যবহার করার প্রয়োজন নেই।
খুব সহজেই আইফোনে স্ক্রিন রেকর্ড করা যায়। এজন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন।
১. আইফোনের সেটিংস থেকে কন্ট্রোল সেন্টার অপশনে প্রবেশ করুন। এরপর ‘+’ আইকোনে ট্যাপ করে বিভিন্ন ফিচারের তালিকা থেকে স্ক্রিন রেকর্ড ফিচারটি যুক্ত করুন। এর মাধ্যমে প্রতিবার স্ক্রিন রেকর্ড পদ্ধতিটি সহজ হয়ে যাবে।
২. আইফোনের নতুন মডেলগুলোতে কন্ট্রোল সেন্টার চালু করার জন্য ডানপাশের কোনা থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন। আর পুরোনো মডেলগুলোতে নিচের থেকে আঙুলের মাধ্যমে সোয়াইপ করুন।
৩. কন্ট্রোল সেন্টার মেনুতে একটি লাল রঙের গোলাকার রেকর্ডিং বাটন দেখা যাবে। এতে ট্যাপ করুন। এর ফলে আইফোনে ৩ সেকেন্ড পার হলেই স্ক্রিন রেকর্ড শুরু হবে। আইফোনে একটি স্বচ্ছ লাল ডট দেখা গেলে বোঝা যাবে যে, স্ক্রিন রেকর্ড শুরু হয়েছে।
৪. রেকর্ড শুরু হলে ফোনের যে বিষয় রেকর্ড করতে চান সেসব জায়গায় প্রবেশ করুন। আপনার ফোনে এখন যাই করবেন তাই রেকর্ড হবে। রেকর্ড বন্ধের জন্য স্ক্রিনের ওপরে থাকা লাল ডটটিতে আবার ট্যাপ করুন।
৫. স্ক্রিন রেকর্ডটি আইফোনের গ্যালারিতে সেভ হয়ে থাকবে। গ্যালারিতে প্রবেশ করে ভিডিওটি কাট, ক্রপ ও ফিল্টার অপশনের মাধ্যমে এডিট করা যাবে।
তথ্যসূত্র: ম্যাশাবল
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৭ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে