২০২৮ সালেই ওলেড ডিসপ্লের আইপ্যাড এয়ার নিয়ে আসতে পারে টেক জায়ান্ট অ্যাপল। অর্থাৎ আইপ্যাড প্রো মডেলের মতো অ্যাইপ্যাড এয়ারেও ওলেড ডিসপ্লে প্যানেল প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রযুক্তি পণ্যের বিভিন্ন আপডেট বিষয়ক গবেষণা কোম্পানি ওএমডিয়া এসব তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার সিউলে অনুষ্ঠিত কোরিয়া ডিসপ্লে সম্মলন ২০২৪ এ ওমেডিয়ার গবেষক কাং মিন-সু বলেন, ‘আইপ্যাড এয়ারও ওএলইডি হবে বলে আমরা আশা করছি। আইপ্যাড এয়ারে একক-স্ট্যাক ব্যবহার করা হবে এবং আইপ্যাড প্রোতে দ্বৈত–স্ট্যাক ট্যান্ডেম ওএলইডি ব্যবহার করা হবে।’
একটি দ্বৈত–স্ট্যাক টেন্ডেম কাঠামোর মধ্যে দুটি আলো-নিঃসরণকারী স্তর রয়েছে যা একসঙ্গে স্তূপাকার হিসেবে থাকে। দ্বৈত-স্ট্যাক ওলেড ডিজাইন একক-স্ট্যাক ডিজাইনের মতো একই উজ্জ্বলতার মাত্রা তৈরি করতে পারে, তবে এতে উল্লেখযোগ্যভাবে বিদ্যুৎ শক্তি কম খরচ হবে ও ডিসপ্লের আয়ু বাড়বে। আইফোনে বর্তমানে একটি আলো-নিঃসরণকারী স্তরসহ একটি একক স্ট্যাক ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়।
এই বছরের প্রকাশিত পূর্বাভাসের সঙ্গে ওএমডিয়ার সর্বশেষ বক্তব্যের মিল রয়েছে। সেসময় কোম্পানিটি বলেছিল, অ্যাপল ২০২৬ সাল ওলেড ডিসপ্লেসহ একটি ৮ দশমিক ৩ ইঞ্চির আইপ্যাড মিনি ও ১০ দশমিক ৮ ইঞ্চির আইপ্যাড ওয়ার মডেল উন্মোচন করবে।
গবেষণা সংস্থাটি এখন বলছে, অ্যাপল আগামী কয়েক বছরে ৭ থেকে ৮ ইঞ্চি ডিভাইসের আকারে একটি ওলেড ডিসপ্লের ফোল্ডেবল ফোন উন্মোচন করবে যা ৮ দশমিক ৩ ইঞ্চির আইপ্যাড মিনিকে প্রতিস্থাপন করতে পারে। পূর্ববর্তী একটি প্রতিবেদন বলা হয়, ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে এই জাতীয় ডিভাইসের উন্মোচনের জন্য সময়সীমা বিবেচনা করছে অ্যাপল। অবশ্য এই সময়সীমা কাং মিন-সুর নিজস্ব ভবিষ্যদ্বাণী নাকি তা সর্বশেষ প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
কয়েক সপ্তাহ পরেই অ্যাপলের পরবর্তী প্রজন্মের ওলেড ডিসপ্লের আইপ্যাড প্রো মডেল উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো আরও চিকন নকশার হবে। মডেলগুলোয় এম ৩ চিপ, উন্নত ক্যামেরা, ম্যাগসেফ ওয়্যারলেস চার্জার ও অ্যাকসেসরি হিসেবে নতুন নকশা ম্যাজিক কিবোর্ড থাকতে পারে।
নন–ওলেড ডিসপ্লে ১০ দশমিক ৯ ইঞ্চি ও ১২ দশমিক ৯ ইঞ্চির দুটি সংস্করণের আইপ্যাড এয়ার তৈরি নিয়ে কাজ করছে অ্যাপল। এটি আইপ্যাড প্রো এর দুটি সাইজের মতো হবে। এসব আইপ্যাড এয়ার মডেলগুলো নতুন ওলেড ডিসপ্লে ওলেড আইপ্যাড প্রো মডেলের সঙ্গে মার্চের শেষের দিকে উন্মোচন হতে পারে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
২০২৮ সালেই ওলেড ডিসপ্লের আইপ্যাড এয়ার নিয়ে আসতে পারে টেক জায়ান্ট অ্যাপল। অর্থাৎ আইপ্যাড প্রো মডেলের মতো অ্যাইপ্যাড এয়ারেও ওলেড ডিসপ্লে প্যানেল প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রযুক্তি পণ্যের বিভিন্ন আপডেট বিষয়ক গবেষণা কোম্পানি ওএমডিয়া এসব তথ্য জানিয়েছে।
গত বৃহস্পতিবার সিউলে অনুষ্ঠিত কোরিয়া ডিসপ্লে সম্মলন ২০২৪ এ ওমেডিয়ার গবেষক কাং মিন-সু বলেন, ‘আইপ্যাড এয়ারও ওএলইডি হবে বলে আমরা আশা করছি। আইপ্যাড এয়ারে একক-স্ট্যাক ব্যবহার করা হবে এবং আইপ্যাড প্রোতে দ্বৈত–স্ট্যাক ট্যান্ডেম ওএলইডি ব্যবহার করা হবে।’
একটি দ্বৈত–স্ট্যাক টেন্ডেম কাঠামোর মধ্যে দুটি আলো-নিঃসরণকারী স্তর রয়েছে যা একসঙ্গে স্তূপাকার হিসেবে থাকে। দ্বৈত-স্ট্যাক ওলেড ডিজাইন একক-স্ট্যাক ডিজাইনের মতো একই উজ্জ্বলতার মাত্রা তৈরি করতে পারে, তবে এতে উল্লেখযোগ্যভাবে বিদ্যুৎ শক্তি কম খরচ হবে ও ডিসপ্লের আয়ু বাড়বে। আইফোনে বর্তমানে একটি আলো-নিঃসরণকারী স্তরসহ একটি একক স্ট্যাক ওলেড ডিসপ্লে ব্যবহার করা হয়।
এই বছরের প্রকাশিত পূর্বাভাসের সঙ্গে ওএমডিয়ার সর্বশেষ বক্তব্যের মিল রয়েছে। সেসময় কোম্পানিটি বলেছিল, অ্যাপল ২০২৬ সাল ওলেড ডিসপ্লেসহ একটি ৮ দশমিক ৩ ইঞ্চির আইপ্যাড মিনি ও ১০ দশমিক ৮ ইঞ্চির আইপ্যাড ওয়ার মডেল উন্মোচন করবে।
গবেষণা সংস্থাটি এখন বলছে, অ্যাপল আগামী কয়েক বছরে ৭ থেকে ৮ ইঞ্চি ডিভাইসের আকারে একটি ওলেড ডিসপ্লের ফোল্ডেবল ফোন উন্মোচন করবে যা ৮ দশমিক ৩ ইঞ্চির আইপ্যাড মিনিকে প্রতিস্থাপন করতে পারে। পূর্ববর্তী একটি প্রতিবেদন বলা হয়, ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে এই জাতীয় ডিভাইসের উন্মোচনের জন্য সময়সীমা বিবেচনা করছে অ্যাপল। অবশ্য এই সময়সীমা কাং মিন-সুর নিজস্ব ভবিষ্যদ্বাণী নাকি তা সর্বশেষ প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।
কয়েক সপ্তাহ পরেই অ্যাপলের পরবর্তী প্রজন্মের ওলেড ডিসপ্লের আইপ্যাড প্রো মডেল উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এগুলো আরও চিকন নকশার হবে। মডেলগুলোয় এম ৩ চিপ, উন্নত ক্যামেরা, ম্যাগসেফ ওয়্যারলেস চার্জার ও অ্যাকসেসরি হিসেবে নতুন নকশা ম্যাজিক কিবোর্ড থাকতে পারে।
নন–ওলেড ডিসপ্লে ১০ দশমিক ৯ ইঞ্চি ও ১২ দশমিক ৯ ইঞ্চির দুটি সংস্করণের আইপ্যাড এয়ার তৈরি নিয়ে কাজ করছে অ্যাপল। এটি আইপ্যাড প্রো এর দুটি সাইজের মতো হবে। এসব আইপ্যাড এয়ার মডেলগুলো নতুন ওলেড ডিসপ্লে ওলেড আইপ্যাড প্রো মডেলের সঙ্গে মার্চের শেষের দিকে উন্মোচন হতে পারে।
তথ্যসূত্র: ম্যাকরিউমার
বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলা নববর্ষ উপলক্ষে স্মার্টফোন অপো এ৫ প্রোর একটি নতুন ভ্যারিয়েন্ট বাজারে এনেছে। এই নতুন সংস্করণে রয়েছে উল্লেখযোগ্য আপগ্রেড, যার মধ্যে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি রম। স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে মাত্র ২৬ হাজার ৯৯০ টাকায়।
১৫ ঘণ্টা আগেফেসবুক গ্রুপ চালানোর জন্য প্রয়োজন হয় দক্ষ অ্যাডমিনের। তাঁরা গ্রুপের সদস্যদের জন্য নিরাপদ ও উপযোগী পরিবেশে তৈরি করতে পারেন। তবে গ্রুপ বড় হয়ে গেলে বা এনগেজমেন্ট বেশি হলে গ্রুপটি একজন অ্যাডমিনের পক্ষে দেখভাল করা কঠিন হয়ে দাঁড়ায়। এমন অবস্থায় গ্রুপের বিশ্বস্ত কোনো সদস্যকে অ্যাডমিন বানানোর প্রয়োজনীয়তা দেখ
১ দিন আগেগুগল অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তির মূল ক্ষেত্রগুলোতে অবৈধভাবে একচেটিয়া আধিপত্য বিস্তার করেছে বলে রায় দিয়েছেন একজন মার্কিন ফেডারেল বিচারক। এই মামলায় মূলত তিনটি ক্ষেত্রে গুগলের আধিপত্যের বিষয়টি তুলে ধরা হয়— ডিসপ্লে বিজ্ঞাপন নেটওয়ার্ক, পাবলিশার টুলস এবং অ্যাড এক্সচেঞ্জ।
১ দিন আগেবিশ্বের অন্যতম প্রযুক্তি জায়ান্ট গুগলের বিরুদ্ধে ৫ বিলিয়ন পাউন্ড বা ৬৬০ কোটি ডলারের মামলা করেছে যুক্তরাজ্য। অনলাইন সার্চ বাজারে নিজেদের আধিপত্যের অপব্যবহার করে বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে এই মামলা করা হয়।
২ দিন আগে