নীল পোশাকের এক নারীকে দেখে ভয় পান পর্যটকেরা
অস্ট্রেলিয়ার পোর্ট আর্থার নামের এক সময়কার পেনাল কলোনিতে ভ্রমণে যান প্রচুর পর্যটক। এঁদের অনেকেই অদ্ভুত, ভুতুড়ে সব অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার গল্প বলেন। এর মধ্যে আছে নীল পোশাকের এক নারীর হঠাৎ উপস্থিতি, শিশুর গা শিউরে দেওয়া চিৎকার, জানালায় রহস্যময় কিছু চেহারার উপস্থিতি।