ক্রীড়া ডেস্ক
অ্যাশেজ শুরু হতে এখনো দেড় মাসের বেশি দিন বাকি। কিন্তু সিরিজটির উত্তাপ শুরু হয়েছে এখুনি। আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়াকে এক রকম হুমকি দিয়ে রাখলেন স্টুয়ার্ট ব্রড। বিশেষ করে অজিদের সেরা দুই ব্যাটার স্টিভেন স্মিথ ও মারনাস লাবুশানেকে।
আসলে স্মিথ ও লাবুশানেকে উদাহরণ হিসেবে টেনে এনে অজিদের হারানোর ইচ্ছাই প্রকাশ করেছেন ব্রড। নটিংহামশায়ারের হয়ে বর্তমানে কাউন্টিতে খেলছেন এই পেসার। সেখানেই বোলিং ভান্ডারে নতুন এক আউটসুইঙ্গার যোগ করার চেষ্টা করছেন তিনি। যা দিয়ে অজিদের পরাজিত করতে চান ৩৬ বছর বয়সী পেসার।
ইতিমধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে অজিদের ব্যাটার ক্যামেরুন ব্যানক্রফটকে নতুন আউটসুইঙ্গারে আউটও করেছেন ব্রড। এবার তাঁর লক্ষ্য অ্যাশেজ। এ নিয়ে নটিংহামশায়ারের বোলিং কোচ কেভিন শাইনের সঙ্গে কাজও শুরু করে দিয়েছেন তিনি।
মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর ব্রড বলেছেন, ‘সত্যি বলতে লাবুশানে ও স্মিথের জন্য পরিকল্পনা সাজানো হচ্ছে। তাদেরকে আউটসাইড এজড করার উদ্দেশে বোলিংয়ে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি। আমার প্রধান ডেলিভারি সব সময়ই থাকবে ‘উবল’ সিমে থাকবে। যেন চট করে অফ স্ট্যাম্পে ঢুকে পড়ে। আমার কাছে এটিই সবচেয়ে বিপজ্জনক ডেলিভারি। তবে এই দুজনের জন্য বল বাইরের দিকে সুইং করানো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকশনের এই ছোট্ট পরিবর্তন মূলত দুজনের জন্যই। আজ যেভাবে বল আউট সুইং করাতে পেরেছি, তা দেখতে দারুণ ছিল।’
আগামী ১৬ জুন শুরু হবে ধ্রুপদি সিরিজটি। পাঁচ টেস্টের প্রথমটি হবে এজবাস্টনে। সেদিনই বোঝা যাবে ব্রড নাকি স্মিথ-লাবুশানের জয় হয়। সর্বশেষ পাঁচ টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
অ্যাশেজ শুরু হতে এখনো দেড় মাসের বেশি দিন বাকি। কিন্তু সিরিজটির উত্তাপ শুরু হয়েছে এখুনি। আগামী অ্যাশেজে অস্ট্রেলিয়াকে এক রকম হুমকি দিয়ে রাখলেন স্টুয়ার্ট ব্রড। বিশেষ করে অজিদের সেরা দুই ব্যাটার স্টিভেন স্মিথ ও মারনাস লাবুশানেকে।
আসলে স্মিথ ও লাবুশানেকে উদাহরণ হিসেবে টেনে এনে অজিদের হারানোর ইচ্ছাই প্রকাশ করেছেন ব্রড। নটিংহামশায়ারের হয়ে বর্তমানে কাউন্টিতে খেলছেন এই পেসার। সেখানেই বোলিং ভান্ডারে নতুন এক আউটসুইঙ্গার যোগ করার চেষ্টা করছেন তিনি। যা দিয়ে অজিদের পরাজিত করতে চান ৩৬ বছর বয়সী পেসার।
ইতিমধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে অজিদের ব্যাটার ক্যামেরুন ব্যানক্রফটকে নতুন আউটসুইঙ্গারে আউটও করেছেন ব্রড। এবার তাঁর লক্ষ্য অ্যাশেজ। এ নিয়ে নটিংহামশায়ারের বোলিং কোচ কেভিন শাইনের সঙ্গে কাজও শুরু করে দিয়েছেন তিনি।
মিডলসেক্সের বিপক্ষে প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পর ব্রড বলেছেন, ‘সত্যি বলতে লাবুশানে ও স্মিথের জন্য পরিকল্পনা সাজানো হচ্ছে। তাদেরকে আউটসাইড এজড করার উদ্দেশে বোলিংয়ে কিছু পরিবর্তন আনতে চাচ্ছি। আমার প্রধান ডেলিভারি সব সময়ই থাকবে ‘উবল’ সিমে থাকবে। যেন চট করে অফ স্ট্যাম্পে ঢুকে পড়ে। আমার কাছে এটিই সবচেয়ে বিপজ্জনক ডেলিভারি। তবে এই দুজনের জন্য বল বাইরের দিকে সুইং করানো খুবই গুরুত্বপূর্ণ। অ্যাকশনের এই ছোট্ট পরিবর্তন মূলত দুজনের জন্যই। আজ যেভাবে বল আউট সুইং করাতে পেরেছি, তা দেখতে দারুণ ছিল।’
আগামী ১৬ জুন শুরু হবে ধ্রুপদি সিরিজটি। পাঁচ টেস্টের প্রথমটি হবে এজবাস্টনে। সেদিনই বোঝা যাবে ব্রড নাকি স্মিথ-লাবুশানের জয় হয়। সর্বশেষ পাঁচ টেস্টের সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া।
বছরখানেকও হয়নি। এর মধ্যেই অবসর ভেঙে আন্তর্জাতিক ফুটবলে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের সর্বোচ্চ গোলদাতা সুনীল ছেত্রী। এমনটাই জানিয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। আগামী ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। শিলংয়ে অনুষ্ঠিতব্য সেই ম্যাচেই ভারতের জার্সিতে দেখা যেতে পারে...
১ ঘণ্টা আগেভারত নাকি নিউজিল্যান্ড—চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা উঠবে কার হাতে? সেই উত্তর মিলবে আগামী ৯ মার্চ। এর আগে ফাইনালের ম্যাচ অফিসিয়ালদের তালিকা দিয়েছে আইসিসি।
২ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রায় দেড় বছর পর জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
৩ ঘণ্টা আগেএশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে অম্ল-মধুর এক দিন পার করল বাংলদেশ নারী দল। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে উড়িয়ে দিয়েছে মালয়েশিয়াকে। সেমিফাইনালের আশা টিকিয়ে রেখে ম্যাট ছাড়ে ৫২-১২ পয়েন্ট ব্যবধানের জয় নিয়ে।
৩ ঘণ্টা আগে